প্রতিনিধি কলকাতা

সড়কে ঘুরে বেড়ানো কুকুর নিয়ে দিল্লির রাজপথ বেশ কিছুদিন ধরে উত্তাল। এমনকি মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। এই অবস্থায় দিল্লির পথকুকুর ইস্যুতে নতুন রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ রায়ে প্রকাশ্যে কুকুরকে খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আদালত বলেন, প্রশাসনকে খাবারের নির্দিষ্ট স্থান ঠিক করতে হবে। এর বাইরে কেউ রাস্তার মাঝে খাওয়ালে শাস্তির মুখে পড়তে পারেন।
এর আগে দুই বিচারপতির বেঞ্চ সব কুকুরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সে রায় স্থগিত করে আজ শুক্রবার তিন বিচারপতির বেঞ্চ নতুন নির্দেশ দিলেন।
সুপ্রিম কোর্ট দিল্লি পৌরসভাকে পাঁচ হাজার কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দেশজুড়ে এ ব্যবস্থা চালুর কথা বলেছেন।
আদালত বলেন, অকারণে সব কুকুরকে আশ্রয়ে আটকে রাখা যাবে না। তবে প্রতিটি কুকুরকে বন্ধ্যাত্বকরণ ও টিকাদানের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর তাদের আবার সড়কে ছেড়ে দেওয়া হবে।
আদালত আরও নির্দেশ দেন, র্যাবিস আক্রান্ত বা হিংস্র কুকুরকে আশ্রয়ে রাখতে হবে। অন্যদিকে সাধারণ কুকুরদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।
আট সপ্তাহ পর মামলার অগ্রগতি নিয়ে আবার শুনানি হবে।
আদালতের এ রায়ে দিল্লির পশুপ্রেমীরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, এভাবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষ ও প্রাণীর নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।

সড়কে ঘুরে বেড়ানো কুকুর নিয়ে দিল্লির রাজপথ বেশ কিছুদিন ধরে উত্তাল। এমনকি মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। এই অবস্থায় দিল্লির পথকুকুর ইস্যুতে নতুন রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ রায়ে প্রকাশ্যে কুকুরকে খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আদালত বলেন, প্রশাসনকে খাবারের নির্দিষ্ট স্থান ঠিক করতে হবে। এর বাইরে কেউ রাস্তার মাঝে খাওয়ালে শাস্তির মুখে পড়তে পারেন।
এর আগে দুই বিচারপতির বেঞ্চ সব কুকুরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সে রায় স্থগিত করে আজ শুক্রবার তিন বিচারপতির বেঞ্চ নতুন নির্দেশ দিলেন।
সুপ্রিম কোর্ট দিল্লি পৌরসভাকে পাঁচ হাজার কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দেশজুড়ে এ ব্যবস্থা চালুর কথা বলেছেন।
আদালত বলেন, অকারণে সব কুকুরকে আশ্রয়ে আটকে রাখা যাবে না। তবে প্রতিটি কুকুরকে বন্ধ্যাত্বকরণ ও টিকাদানের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর তাদের আবার সড়কে ছেড়ে দেওয়া হবে।
আদালত আরও নির্দেশ দেন, র্যাবিস আক্রান্ত বা হিংস্র কুকুরকে আশ্রয়ে রাখতে হবে। অন্যদিকে সাধারণ কুকুরদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।
আট সপ্তাহ পর মামলার অগ্রগতি নিয়ে আবার শুনানি হবে।
আদালতের এ রায়ে দিল্লির পশুপ্রেমীরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, এভাবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষ ও প্রাণীর নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৬ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৮ ঘণ্টা আগে