আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে একটি সম্ভাব্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে, গাজা নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে এবং আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। এটি এমন একটি চুক্তি হবে, যা জিম্মিদের ফেরত দেবে এবং যুদ্ধেরও অবসান ঘটাবে।’
ট্রাম্পের এই মন্তব্য এমন একসময়ে এসেছে, যখন জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামাসকে নিশ্চিহ্ন করার কাজ তারা শেষ না করা পর্যন্ত থামবে না।
সিএনএন জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্প ও শীর্ষ মার্কিন কর্মকর্তারা একটি ২১ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই পরিকল্পনায় সব জিম্মির মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া গাজায় হামাসবিহীন শাসনব্যবস্থার কাঠামো এবং ধীরে ধীরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের প্রস্তাবও এতে রয়েছে।
গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া আরব নেতারা এই পরিকল্পনার বড় একটি অংশকে সমর্থন করেছেন বলেও জানা গেছে। তবে তাঁরা কিছু সংশোধনী ও নতুন শর্ত যুক্ত করার প্রস্তাবও দিয়েছেন বলে দুই আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন।
এর আগেও ট্রাম্প গাজা যুদ্ধ সমাধানের কাছাকাছি পৌঁছেছেন বলে আশা প্রকাশ করেছিলেন, যদিও পরে সেই উদ্যোগ ভেস্তে যায়। তবুও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই সংঘাতের দ্রুত অবসান দেখতে চান তিনি।
আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে একটি সম্ভাব্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে, গাজা নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে এবং আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। এটি এমন একটি চুক্তি হবে, যা জিম্মিদের ফেরত দেবে এবং যুদ্ধেরও অবসান ঘটাবে।’
ট্রাম্পের এই মন্তব্য এমন একসময়ে এসেছে, যখন জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামাসকে নিশ্চিহ্ন করার কাজ তারা শেষ না করা পর্যন্ত থামবে না।
সিএনএন জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্প ও শীর্ষ মার্কিন কর্মকর্তারা একটি ২১ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই পরিকল্পনায় সব জিম্মির মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া গাজায় হামাসবিহীন শাসনব্যবস্থার কাঠামো এবং ধীরে ধীরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের প্রস্তাবও এতে রয়েছে।
গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া আরব নেতারা এই পরিকল্পনার বড় একটি অংশকে সমর্থন করেছেন বলেও জানা গেছে। তবে তাঁরা কিছু সংশোধনী ও নতুন শর্ত যুক্ত করার প্রস্তাবও দিয়েছেন বলে দুই আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন।
এর আগেও ট্রাম্প গাজা যুদ্ধ সমাধানের কাছাকাছি পৌঁছেছেন বলে আশা প্রকাশ করেছিলেন, যদিও পরে সেই উদ্যোগ ভেস্তে যায়। তবুও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই সংঘাতের দ্রুত অবসান দেখতে চান তিনি।
আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছে। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
১ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
২ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
৩ ঘণ্টা আগে