
ইন্দোনেশিয়া ও তুরস্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) উপকূলীয় বাজা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসে এই ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। আর উৎপত্তিস্থল ছিল লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অঞ্চলটির গভর্নর মেরিনা দেল পিলার আভিলা টুইটারে বলেছেন, বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
এদিকে আজ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে এখনো কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়া ও তুরস্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) উপকূলীয় বাজা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসে এই ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। আর উৎপত্তিস্থল ছিল লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অঞ্চলটির গভর্নর মেরিনা দেল পিলার আভিলা টুইটারে বলেছেন, বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
এদিকে আজ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে এখনো কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩৪ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩৯ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে