
দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন বা ভ্যারিয়ান্ট মার্কিন কোম্পানি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে। গতকাল শনিবার ইসরায়েলের এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ক্ল্যালিট যৌথভাবে গবেষণাটি চালিয়েছে। যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার ধরনটি খুব বেশি মানুষের মধ্যে এখনও পাওয়া যায়নি। এছাড়া গবেষণাটির পিয়ার রিভিউও করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গবেষণাটি ৮০০ জন ব্যক্তির ওপর চালানো হয়। এদের মধ্যে ৪০০ জন ছিলেন যারা ভ্যাকসিনের একটি অথবা দুটি ডোজ নেয়ার ১৪ দিন বা তারও বেশিদিন পর করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও ৪০০ জন ছিলেন যারা করোনায় আক্রান্ত হয়েছেন তবে ভ্যাকসিন নেননি।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ক্ল্যালিটের সমীক্ষায় দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে ১ শতাংশ মানুষের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বি.১.৩৫১ পাওয়া গেছে। তবে রোগীদের মধ্যে যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন কম কার্যকর।
গবেষণায় আরও বলা হয়, যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের তুলনায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া লোকজনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন তুলনামূলকভাবে বেশি হারে পাওয়া গেছে। তার মানে দাঁড়ায়, দক্ষিণ আফ্রিকার ধরন কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম।
এ নিয়ে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আদি স্তার্ন বলেন, যারা ভ্যাকসিন নেননি তাদের তুলনায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে আমরা ব্যাপক হারে দক্ষিণ আফ্রিকার করোনার ধরন পেয়েছি। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরন ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে।
তবে গবেষকরা সতর্ক করে আরও বলেছেন, খুব কম মানুষের ওপর গবেষণাটি চালানো হয়েছে এবং ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার করোনার ভ্যারিয়ান্টও খুব কম লোকের মধ্যে পাওয়া গেছে।
এ নিয়ে ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ১ এপ্রিল ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে বলা হয়েছি যে তাদের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকর। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছিল যে দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন নেওয়া ৮০০ স্বেচ্ছাসেবীর মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের দেহে স্থানীয় ভ্যারিয়ান্ট পাওয়া যায়।

দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন বা ভ্যারিয়ান্ট মার্কিন কোম্পানি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে। গতকাল শনিবার ইসরায়েলের এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ক্ল্যালিট যৌথভাবে গবেষণাটি চালিয়েছে। যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার ধরনটি খুব বেশি মানুষের মধ্যে এখনও পাওয়া যায়নি। এছাড়া গবেষণাটির পিয়ার রিভিউও করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গবেষণাটি ৮০০ জন ব্যক্তির ওপর চালানো হয়। এদের মধ্যে ৪০০ জন ছিলেন যারা ভ্যাকসিনের একটি অথবা দুটি ডোজ নেয়ার ১৪ দিন বা তারও বেশিদিন পর করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও ৪০০ জন ছিলেন যারা করোনায় আক্রান্ত হয়েছেন তবে ভ্যাকসিন নেননি।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ক্ল্যালিটের সমীক্ষায় দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে ১ শতাংশ মানুষের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বি.১.৩৫১ পাওয়া গেছে। তবে রোগীদের মধ্যে যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন কম কার্যকর।
গবেষণায় আরও বলা হয়, যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের তুলনায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া লোকজনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন তুলনামূলকভাবে বেশি হারে পাওয়া গেছে। তার মানে দাঁড়ায়, দক্ষিণ আফ্রিকার ধরন কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম।
এ নিয়ে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আদি স্তার্ন বলেন, যারা ভ্যাকসিন নেননি তাদের তুলনায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে আমরা ব্যাপক হারে দক্ষিণ আফ্রিকার করোনার ধরন পেয়েছি। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরন ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে।
তবে গবেষকরা সতর্ক করে আরও বলেছেন, খুব কম মানুষের ওপর গবেষণাটি চালানো হয়েছে এবং ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার করোনার ভ্যারিয়ান্টও খুব কম লোকের মধ্যে পাওয়া গেছে।
এ নিয়ে ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ১ এপ্রিল ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে বলা হয়েছি যে তাদের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকর। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছিল যে দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন নেওয়া ৮০০ স্বেচ্ছাসেবীর মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের দেহে স্থানীয় ভ্যারিয়ান্ট পাওয়া যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৬ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
৩ ঘণ্টা আগে