
ভারতের সঙ্গে রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তির আলোচনা স্থগিত করল রাশিয়া। মাসজুড়ে দর-কষাকষির পর প্রক্রিয়াটি স্থগিত হয় বলে রয়টার্সকে জানান ভারতের দুই সরকারি কর্মকর্তাসহ তিনটি সূত্র। তবে বিষয়টি নিয়ে মস্কো বা ভারত—কারও পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
আলোচনাটি স্থগিত হওয়ায় বড়সড় ধাক্কা খেল ভারতীয় আমদানিকারকেরা। কারণ, দুই দেশের মধ্যে রুপিতে বাণিজ্য নিষ্পত্তি করতে স্থায়ী চুক্তির অপেক্ষায় ছিলেন তাঁরা। চুক্তি হলে রাশিয়া থেকে তেল ও কয়লা আমদানি করা আরও সহজ হতো।
এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি অনেক। মস্কো মনে করে রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তি হলে, বছর শেষে ৪০০ কোটি ডলারের বেশি রুপি উদ্বৃত্ত হিসেবে তাদের রাষ্ট্রীয় কোষাগারে জমবে। তারা চাইছে না কোষাগারে এত মোটা অঙ্কের রুপি জমা হোক।
ওই কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, এই সময়ে দুই দেশের মধ্যে বেশির ভাগ লেনদেন ডলারেই নিষ্পত্তি হয়েছে। তবে অন্য মুদ্রা যেমন সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ব্যবহার করেও আমদানি-রপ্তানি বেড়েছে। চুক্তির ব্যাপারটি হয়তো অন্য কোনো উপায়ে নিষ্পত্তি হতে পারে। এর মধ্যে ভূমিকা রাখতে পারে তৃতীয় কোনো দেশও।
নাম প্রকাশ না করার শর্তে আরেক ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মস্কো রুপি ধরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। তারা চায় চীনা ইউয়ান বা অন্য মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন হোক।
এই ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষকে ব্যবহার করা হচ্ছে। কারণ, সুইফটের মাধ্যমে অন্য দেশের সঙ্গে লেনদেনের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য তারা তৃতীয় কোনো দেশকে অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তৃতীয় পক্ষ হিসেবে ব্যবহৃত দেশগুলোর মধ্যে চীনও রয়েছে।

ভারতের সঙ্গে রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তির আলোচনা স্থগিত করল রাশিয়া। মাসজুড়ে দর-কষাকষির পর প্রক্রিয়াটি স্থগিত হয় বলে রয়টার্সকে জানান ভারতের দুই সরকারি কর্মকর্তাসহ তিনটি সূত্র। তবে বিষয়টি নিয়ে মস্কো বা ভারত—কারও পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
আলোচনাটি স্থগিত হওয়ায় বড়সড় ধাক্কা খেল ভারতীয় আমদানিকারকেরা। কারণ, দুই দেশের মধ্যে রুপিতে বাণিজ্য নিষ্পত্তি করতে স্থায়ী চুক্তির অপেক্ষায় ছিলেন তাঁরা। চুক্তি হলে রাশিয়া থেকে তেল ও কয়লা আমদানি করা আরও সহজ হতো।
এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি অনেক। মস্কো মনে করে রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তি হলে, বছর শেষে ৪০০ কোটি ডলারের বেশি রুপি উদ্বৃত্ত হিসেবে তাদের রাষ্ট্রীয় কোষাগারে জমবে। তারা চাইছে না কোষাগারে এত মোটা অঙ্কের রুপি জমা হোক।
ওই কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, এই সময়ে দুই দেশের মধ্যে বেশির ভাগ লেনদেন ডলারেই নিষ্পত্তি হয়েছে। তবে অন্য মুদ্রা যেমন সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ব্যবহার করেও আমদানি-রপ্তানি বেড়েছে। চুক্তির ব্যাপারটি হয়তো অন্য কোনো উপায়ে নিষ্পত্তি হতে পারে। এর মধ্যে ভূমিকা রাখতে পারে তৃতীয় কোনো দেশও।
নাম প্রকাশ না করার শর্তে আরেক ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মস্কো রুপি ধরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। তারা চায় চীনা ইউয়ান বা অন্য মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন হোক।
এই ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষকে ব্যবহার করা হচ্ছে। কারণ, সুইফটের মাধ্যমে অন্য দেশের সঙ্গে লেনদেনের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য তারা তৃতীয় কোনো দেশকে অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তৃতীয় পক্ষ হিসেবে ব্যবহৃত দেশগুলোর মধ্যে চীনও রয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। কিন্তু তাঁর এ কথার পুরো উল্টো পথে হাঁটলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
১০ মিনিট আগে
ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ‘ঠিকঠাক’ করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে।
২ ঘণ্টা আগে