আজকের পত্রিকা ডেস্ক

ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হয়েছে ১৭তম ব্রিকস সম্মেলন। এ সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর নেতারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায় ব্রিকস জোটের এমন কোনো নীতিকে সমর্থন করলে অতিরিক্ত ১০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে।
গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘কোনো দেশ ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিকে সমর্থন করলে তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই কথার কোনো হেরফের হবে না।’
ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলো ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সমালোচনা করার পর তাঁর এই মন্তব্য আসে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংস্কার এবং প্রধান মুদ্রাগুলোর মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে পরিবর্তনের প্রস্তাবও তোলে।
ট্রাম্প আগে থেকেই ব্রিকসকে নিয়ে সমালোচনামুখর। দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন, এই জোট তৈরি হয়েছে সদস্য দেশগুলোর আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে।
গত বছর ব্রিকস জোটের সদস্য সংখ্যা বেড়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে নতুন করে যোগ দিয়েছে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
এই জোট বর্তমানে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে বলে ধারণা করা হয়।
সপ্তাহান্তে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হওয়া ব্রিকস নেতাদের বৈঠকে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি তোলা হয়। পাশাপাশি ক্রমবর্ধমান বাণিজ্য দ্বন্দ্ব ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে জোটটিকে কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলা হয়।
আরও খবর পড়ুন:

ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হয়েছে ১৭তম ব্রিকস সম্মেলন। এ সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর নেতারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায় ব্রিকস জোটের এমন কোনো নীতিকে সমর্থন করলে অতিরিক্ত ১০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে।
গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘কোনো দেশ ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিকে সমর্থন করলে তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই কথার কোনো হেরফের হবে না।’
ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলো ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সমালোচনা করার পর তাঁর এই মন্তব্য আসে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংস্কার এবং প্রধান মুদ্রাগুলোর মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে পরিবর্তনের প্রস্তাবও তোলে।
ট্রাম্প আগে থেকেই ব্রিকসকে নিয়ে সমালোচনামুখর। দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন, এই জোট তৈরি হয়েছে সদস্য দেশগুলোর আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে।
গত বছর ব্রিকস জোটের সদস্য সংখ্যা বেড়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে নতুন করে যোগ দিয়েছে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
এই জোট বর্তমানে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে বলে ধারণা করা হয়।
সপ্তাহান্তে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হওয়া ব্রিকস নেতাদের বৈঠকে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি তোলা হয়। পাশাপাশি ক্রমবর্ধমান বাণিজ্য দ্বন্দ্ব ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে জোটটিকে কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলা হয়।
আরও খবর পড়ুন:

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৪ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৭ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে