আজকের পত্রিকা ডেস্ক

রাশিয়া ও ইউক্রেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর শুরুর দিকের কয়েক সপ্তাহ বাদে আর কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার মস্কোতে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন ঘণ্টার বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।
স্টিভ উইটকফ এখন পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। যুদ্ধের অবসানের জন্য ট্রাম্প একটি সমঝোতা চাইছেন এবং এরই অংশ হিসেবে উইটকফ ইতিমধ্যেই পুতিনের সঙ্গে তিনবার দীর্ঘ বৈঠক করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ক্রেমলিনে পুতিন ও উইটকফ একে অপরের সঙ্গে হাত মিলিয়ে হাস্যোজ্জ্বলভাবে ইংরেজিতে কিছু কথা বিনিময় করছেন এবং আলোচনায় বসছেন।
ক্রেমলিনের বৈদেশিক নীতিবিষয়ক সহকারী ইউরি উশাকভও আলোচনায় উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ‘তিন ঘণ্টার এই আলোচনাটি ছিল গঠনমূলক এবং অত্যন্ত ফলপ্রসূ। এই আলোচনার মাধ্যমে ইউক্রেন ইস্যুসহ একাধিক আন্তর্জাতিক বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থান আরও ঘনিষ্ঠ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় বিশেষভাবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’
তবে এখন পর্যন্ত উইটকফ বা হোয়াইট হাউস এই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, এই সপ্তাহে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবনার কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছেন। এসব প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্মুখ সারির যোদ্ধাদের স্থবির করে দেওয়া এবং ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়াকে রাশিয়ার অধীনে রেখে শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।
টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ক্রিমিয়া রাশিয়ারই থাকবে এবং জেলেনস্কি তা বোঝে।’
অন্যদিকে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো প্রস্তাব ইউক্রেন এখনো প্রত্যাখ্যান করছে।

রাশিয়া ও ইউক্রেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর শুরুর দিকের কয়েক সপ্তাহ বাদে আর কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার মস্কোতে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন ঘণ্টার বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।
স্টিভ উইটকফ এখন পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। যুদ্ধের অবসানের জন্য ট্রাম্প একটি সমঝোতা চাইছেন এবং এরই অংশ হিসেবে উইটকফ ইতিমধ্যেই পুতিনের সঙ্গে তিনবার দীর্ঘ বৈঠক করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ক্রেমলিনে পুতিন ও উইটকফ একে অপরের সঙ্গে হাত মিলিয়ে হাস্যোজ্জ্বলভাবে ইংরেজিতে কিছু কথা বিনিময় করছেন এবং আলোচনায় বসছেন।
ক্রেমলিনের বৈদেশিক নীতিবিষয়ক সহকারী ইউরি উশাকভও আলোচনায় উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ‘তিন ঘণ্টার এই আলোচনাটি ছিল গঠনমূলক এবং অত্যন্ত ফলপ্রসূ। এই আলোচনার মাধ্যমে ইউক্রেন ইস্যুসহ একাধিক আন্তর্জাতিক বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থান আরও ঘনিষ্ঠ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় বিশেষভাবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’
তবে এখন পর্যন্ত উইটকফ বা হোয়াইট হাউস এই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, এই সপ্তাহে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবনার কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছেন। এসব প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্মুখ সারির যোদ্ধাদের স্থবির করে দেওয়া এবং ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়াকে রাশিয়ার অধীনে রেখে শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।
টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ক্রিমিয়া রাশিয়ারই থাকবে এবং জেলেনস্কি তা বোঝে।’
অন্যদিকে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো প্রস্তাব ইউক্রেন এখনো প্রত্যাখ্যান করছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে