
বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করা গণমাধ্যম কনগ্লোমারেট ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে অবসর গ্রহণ করেছেন ‘মিডিয়া মোগল’ খ্যাত রুপার্ট মারডক। তাঁর এই অবসর কার্যকর হবে চলতি বছরের নভেম্বর থেকে। এর মধ্য দিয়ে গণমাধ্যম ব্যবসায় তাঁর ৭০ বছরের দীর্ঘ পরিক্রমা শেষ হতে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশন পৃথক বিবৃতিতে জানিয়েছে, রুপার্ট মারডকের স্থলাভিষিক্ত হবেন তাঁর ছেলে লাকলান মারডক। তিনি একই সঙ্গে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য তিনি আগে থেকেই ফক্স করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
বাবার অবসরের বিষয়টি উল্লেখ করে লাকলান মারডক জানিয়েছেন, ‘ফক্স এবং নিউজ করপোরেশনের পরিচালনা পর্ষদ, বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় কর্মকর্তা এবং এই দুই প্রতিষ্ঠানের সব অংশীদারদের পক্ষ থেকে আমি আমার বাবাকে তাঁর ৭০ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানাই।’
আনুষ্ঠানিকভাবে রুপার্ট মারডক অবসর গ্রহণ করলেও তাঁকে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে সম্মানিত করা হবে। আগামী নভেম্বরে প্রতিষ্ঠান দুটির অংশীদারদের সাধারণ বৈঠকে তাঁর অবসর ঘোষণা কার্যকর হবে এবং একই দিনে তাঁকে ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হবে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় রুপার্ট মারডকের কড়া সমালোচনা করে থাকে অধিকার গোষ্ঠীগুলো। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কট্টর ডানপন্থী মিডিয়া সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং এর মধ্য দিয়ে তিনি রাজনীতিতেও নতুন মেরুকরণ এনেছেন।
ফক্স নিউজ ছাড়াও রুপার্ট মারডক ফক্স ব্রডকাস্ট নেটওয়ার্ক চালু করেন। যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম সফলভাবে এবিসি, সিবিএস এবং এনবিসিকে চ্যালেঞ্জ করতে পেরেছিলেন। এ ছাড়াও তিনি ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক পোস্টের মালিক। রক্ষণশীল মারডক তাঁর ঘরানার অন্যতম একজন শীর্ষ ব্যক্তিত্ব। তাঁর প্রভাবে ফক্স নিউজ চ্যানেল ১৯৯৬ সালে চালুর পর থেকে যুক্তরাষ্ট্রের সম্প্রচারজগৎ ও মার্কিন রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে শুরু করে।

বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করা গণমাধ্যম কনগ্লোমারেট ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে অবসর গ্রহণ করেছেন ‘মিডিয়া মোগল’ খ্যাত রুপার্ট মারডক। তাঁর এই অবসর কার্যকর হবে চলতি বছরের নভেম্বর থেকে। এর মধ্য দিয়ে গণমাধ্যম ব্যবসায় তাঁর ৭০ বছরের দীর্ঘ পরিক্রমা শেষ হতে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশন পৃথক বিবৃতিতে জানিয়েছে, রুপার্ট মারডকের স্থলাভিষিক্ত হবেন তাঁর ছেলে লাকলান মারডক। তিনি একই সঙ্গে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য তিনি আগে থেকেই ফক্স করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
বাবার অবসরের বিষয়টি উল্লেখ করে লাকলান মারডক জানিয়েছেন, ‘ফক্স এবং নিউজ করপোরেশনের পরিচালনা পর্ষদ, বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় কর্মকর্তা এবং এই দুই প্রতিষ্ঠানের সব অংশীদারদের পক্ষ থেকে আমি আমার বাবাকে তাঁর ৭০ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানাই।’
আনুষ্ঠানিকভাবে রুপার্ট মারডক অবসর গ্রহণ করলেও তাঁকে ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে সম্মানিত করা হবে। আগামী নভেম্বরে প্রতিষ্ঠান দুটির অংশীদারদের সাধারণ বৈঠকে তাঁর অবসর ঘোষণা কার্যকর হবে এবং একই দিনে তাঁকে ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হবে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় রুপার্ট মারডকের কড়া সমালোচনা করে থাকে অধিকার গোষ্ঠীগুলো। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কট্টর ডানপন্থী মিডিয়া সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং এর মধ্য দিয়ে তিনি রাজনীতিতেও নতুন মেরুকরণ এনেছেন।
ফক্স নিউজ ছাড়াও রুপার্ট মারডক ফক্স ব্রডকাস্ট নেটওয়ার্ক চালু করেন। যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম সফলভাবে এবিসি, সিবিএস এবং এনবিসিকে চ্যালেঞ্জ করতে পেরেছিলেন। এ ছাড়াও তিনি ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক পোস্টের মালিক। রক্ষণশীল মারডক তাঁর ঘরানার অন্যতম একজন শীর্ষ ব্যক্তিত্ব। তাঁর প্রভাবে ফক্স নিউজ চ্যানেল ১৯৯৬ সালে চালুর পর থেকে যুক্তরাষ্ট্রের সম্প্রচারজগৎ ও মার্কিন রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে শুরু করে।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৪০ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে