
গত ডিসেম্বরে করোনায় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার জাতিসংঘের সংস্থাটি বলেছে, প্রায় ৫০টি দেশে ডিসেম্বরে করোনা আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছিল প্রায় ৪২ শতাংশ। এর বেশির ভাগই ইউরোপ ও আমেরিকায়। নভেম্বরের তুলনায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তিও বেড়েছিল ৬২ শতাংশ।
জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে খবরটি জানান হয়েছে।
ডব্লিউএইচও-এর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এক মাসে ১০ হাজার মৃত্যু করোনা মহামারির শীর্ষের পরিসংখ্যান থেকে অনেক কম হলেও যে রোগ প্রতিরোধযোগ্য তাতে মৃত্যুর এই মাত্রা গ্রহণযোগ্য নয়।
নতুন জেএন ১ ভেরিয়েন্টটি যখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য করোনাভাইরাস ভেরিয়েন্টে পরিণত হয়েছে, তখনই সামনে এসেছে এই পরিসংখ্যান। তেদরোস আধানোম বলেন, তিনি নিশ্চিত ছিলেন যে, অন্যান্য জায়গায় সংক্রমণ বাড়ছে। তবে এর সব জানা যাচ্ছে না বা রিপোর্ট করা হচ্ছে না। তিনি সব দেশের সরকারকে নজরদারি বজায় রাখতে এবং চিকিৎসা ও টিকা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে টিকা দেওয়া, পরীক্ষা করা, যেখানে প্রয়োজন সেখানে মাস্ক পরা এবং ভিড়ের জায়গাগুলোতে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখার আহ্বান জানাচ্ছি।’
করোনা বিষয়ক বৈশ্বিক স্বাস্থ্য সংস্থার প্রযুক্তি বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ফ্লু, রাইনোভাইরাস এবং নিউমোনিয়াও রয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে যে, উত্তর গোলার্ধে জানুয়ারি পর্যন্ত শীত থাকবে এবং সে সময় পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগের প্রবণতাও অব্যাহত থাকবে।
ডব্লিউএইচও-এর জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান টিকা গ্রহণ এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘টিকা আপনাকে সংক্রামিত হওয়া থেকে আটকাতে পারবে না। তবে এটা আপনার হাসপাতালে ভর্তি হওয়া বা মারা যাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।’
চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার তিন বছর পর ডব্লিউএইচও ২০২৩ সালের মে মাসে মহামারি হিসেবে করোনার সমাপ্তি ঘোষণা করে।

গত ডিসেম্বরে করোনায় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার জাতিসংঘের সংস্থাটি বলেছে, প্রায় ৫০টি দেশে ডিসেম্বরে করোনা আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছিল প্রায় ৪২ শতাংশ। এর বেশির ভাগই ইউরোপ ও আমেরিকায়। নভেম্বরের তুলনায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তিও বেড়েছিল ৬২ শতাংশ।
জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে খবরটি জানান হয়েছে।
ডব্লিউএইচও-এর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এক মাসে ১০ হাজার মৃত্যু করোনা মহামারির শীর্ষের পরিসংখ্যান থেকে অনেক কম হলেও যে রোগ প্রতিরোধযোগ্য তাতে মৃত্যুর এই মাত্রা গ্রহণযোগ্য নয়।
নতুন জেএন ১ ভেরিয়েন্টটি যখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য করোনাভাইরাস ভেরিয়েন্টে পরিণত হয়েছে, তখনই সামনে এসেছে এই পরিসংখ্যান। তেদরোস আধানোম বলেন, তিনি নিশ্চিত ছিলেন যে, অন্যান্য জায়গায় সংক্রমণ বাড়ছে। তবে এর সব জানা যাচ্ছে না বা রিপোর্ট করা হচ্ছে না। তিনি সব দেশের সরকারকে নজরদারি বজায় রাখতে এবং চিকিৎসা ও টিকা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে টিকা দেওয়া, পরীক্ষা করা, যেখানে প্রয়োজন সেখানে মাস্ক পরা এবং ভিড়ের জায়গাগুলোতে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখার আহ্বান জানাচ্ছি।’
করোনা বিষয়ক বৈশ্বিক স্বাস্থ্য সংস্থার প্রযুক্তি বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ফ্লু, রাইনোভাইরাস এবং নিউমোনিয়াও রয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে যে, উত্তর গোলার্ধে জানুয়ারি পর্যন্ত শীত থাকবে এবং সে সময় পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগের প্রবণতাও অব্যাহত থাকবে।
ডব্লিউএইচও-এর জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান টিকা গ্রহণ এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘টিকা আপনাকে সংক্রামিত হওয়া থেকে আটকাতে পারবে না। তবে এটা আপনার হাসপাতালে ভর্তি হওয়া বা মারা যাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।’
চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার তিন বছর পর ডব্লিউএইচও ২০২৩ সালের মে মাসে মহামারি হিসেবে করোনার সমাপ্তি ঘোষণা করে।

দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১০ মিনিট আগে
ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
১ ঘণ্টা আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
১ ঘণ্টা আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
৩ ঘণ্টা আগে