রয়টার্স

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারী পুলিশের ছদ্মবেশে বাড়িতে ঢুকে ডেমোক্র্যাট স্টেট অ্যাসেম্বলিওম্যান (এমপি) মেলিসা হোর্টম্যান এবং তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। এই হামলায় একইসঙ্গে অন্য এক আইনপ্রণেতা জন হফম্যান ও তার স্ত্রী আহত হয়েছেন। আজ শনিবার মিনেসোটার মিনিয়াপোলিসে এ ঘটনা ঘটে।
মিনেসোটা গভর্নর টিম ওয়াল্জ জানান, সন্দেহভাজন হামলাকারী প্রথমে হফম্যান দম্পতির বাড়িতে গুলি চালায়, এরপর প্রায় পাঁচ মাইল দূরে হোর্টম্যান দম্পতির বাসায় হামলা চালায়। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন পালিয়ে যায়। তার গাড়িতে একটি ম্যানিফেস্টো পাওয়া গেছে, যাতে অন্যান্য রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের নাম ছিল।
এফবিআই ঘটনার তদন্ত করছে। মিনেসোটা পুলিশের চিফ মার্ক ব্রুলি বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় সন্দেহভাজন পুলিশ ইউনিফর্ম পরিহিত ছিলেন এবং একটি পুলিশ গাড়ি চালাচ্ছিলেন, যা দেখে প্রথম দেখেই পুলিশ সতর্ক হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার বিষয়ে বলেন, ‘মিনেসোটায় এই মর্মান্তিক হামলাটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে হচ্ছে। এই ধরনের ভয়ংকর সহিংসতা আমরা যুক্তরাষ্ট্রে কখনো মেনে নেব না।’
মিনেসোটায় এ ধরনের রাজনৈতিক সহিংসতা সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে, যা দেশের রাজনৈতিক বিভাজনের অন্ধকার দিক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার পর ‘নো কিংস’ নামে একটি সমন্বিত বিক্ষোভ গ্রুপ তাদের পরিকল্পিত প্রতিবাদ বাতিল করেছে।
গত বছর এবং চলতি বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০২০ সালে মিশিগানে গভর্নর গ্রেচেন হুইটমারের অপহরণের চেষ্টা এবং পেনসিলভানিয়ায় গভর্নর জোশ শাপিরোর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য।

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারী পুলিশের ছদ্মবেশে বাড়িতে ঢুকে ডেমোক্র্যাট স্টেট অ্যাসেম্বলিওম্যান (এমপি) মেলিসা হোর্টম্যান এবং তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। এই হামলায় একইসঙ্গে অন্য এক আইনপ্রণেতা জন হফম্যান ও তার স্ত্রী আহত হয়েছেন। আজ শনিবার মিনেসোটার মিনিয়াপোলিসে এ ঘটনা ঘটে।
মিনেসোটা গভর্নর টিম ওয়াল্জ জানান, সন্দেহভাজন হামলাকারী প্রথমে হফম্যান দম্পতির বাড়িতে গুলি চালায়, এরপর প্রায় পাঁচ মাইল দূরে হোর্টম্যান দম্পতির বাসায় হামলা চালায়। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন পালিয়ে যায়। তার গাড়িতে একটি ম্যানিফেস্টো পাওয়া গেছে, যাতে অন্যান্য রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের নাম ছিল।
এফবিআই ঘটনার তদন্ত করছে। মিনেসোটা পুলিশের চিফ মার্ক ব্রুলি বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় সন্দেহভাজন পুলিশ ইউনিফর্ম পরিহিত ছিলেন এবং একটি পুলিশ গাড়ি চালাচ্ছিলেন, যা দেখে প্রথম দেখেই পুলিশ সতর্ক হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার বিষয়ে বলেন, ‘মিনেসোটায় এই মর্মান্তিক হামলাটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে হচ্ছে। এই ধরনের ভয়ংকর সহিংসতা আমরা যুক্তরাষ্ট্রে কখনো মেনে নেব না।’
মিনেসোটায় এ ধরনের রাজনৈতিক সহিংসতা সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে, যা দেশের রাজনৈতিক বিভাজনের অন্ধকার দিক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার পর ‘নো কিংস’ নামে একটি সমন্বিত বিক্ষোভ গ্রুপ তাদের পরিকল্পিত প্রতিবাদ বাতিল করেছে।
গত বছর এবং চলতি বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০২০ সালে মিশিগানে গভর্নর গ্রেচেন হুইটমারের অপহরণের চেষ্টা এবং পেনসিলভানিয়ায় গভর্নর জোশ শাপিরোর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য।

চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চার পাতার একটি ফরম বিতরণ করা হয়। এর শিরোনাম ছিল—‘মসজিদের প্রোফাইলিং’। কিন্তু ভারত সরকারের এই উদ্যোগ কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর মানুষের মধ্যে তৈরি করেছে একধরনের উদ্বেগ।
৪ মিনিট আগে
ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৩ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৫ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৫ ঘণ্টা আগে