আজকের পত্রিকা ডেস্ক

হামাসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন আজ আল-দ্বীন হাদ্দাদ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাড-এর অন্যতম পরিকল্পনাকারী এই নেতা সম্প্রতি সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া এই ব্যক্তিকে ‘লো প্রোফাইল’ নেতা বলে আখ্যায়িত করেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো। তবে, লো প্রোফাইল বা কম আলোচিত হলেও হাদ্দাদকে ধরিয়ে দেওয়ার জন্য ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে ইসরায়েল। হাদ্দাদ মূলত নিজে থেকেই খুব একটা আলোচনায় আসতে চান না, বরং পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন তিনি। এ কারণেই তিনি ‘ঘোস্ট অব আল কাসাম’ বা ‘আল কাসামের ভূত’ নামে পরিচিত।
টাইমস অব ইসরায়েল বলছে, চলতি বছরের মে মাসে মুহাম্মাদ সিনওয়ার নিহত হওয়ার পর হামাস প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ। গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের উত্তর গাজা শাখার দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ, আর দক্ষিণ গাজার দায়িত্বে ছিলেন মুহাম্মাদ সিনওয়ার।
আরব গোয়েন্দা সূত্র ও হামাসের দুই কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানান, হাদ্দাদ তাঁর পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি বাস্তববাদী। তিনি জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে এক সমঝোতা গ্রহণের জন্য সিনওয়ারকে চাপ দেন—যার আওতায় কয়েক ডজন ইসরায়েলি জিম্মি মুক্তি পায় এবং বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়।
গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের আগে পর্যন্ত হাদ্দাদ আরও জিম্মি মুক্তির পক্ষে ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের দাবি অনুযায়ী হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে তিনি আগের নেতাদের তুলনায় বেশি নমনীয়, সিনওয়াররা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।
ইসরায়েল ঘোষণা দিয়ে রেখেছে—গাজায় তাদের পরবর্তী লক্ষ্য হাদ্দাদ। মুহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘গাজায় আজ আল-দ্বীন হাদ্দাদ এবং বিদেশে খালিল আল-হাইয়া—তোমরা এবং তোমাদের সব সহযোগী আমাদের পরবর্তী লক্ষ্য।’

হামাসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন আজ আল-দ্বীন হাদ্দাদ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাড-এর অন্যতম পরিকল্পনাকারী এই নেতা সম্প্রতি সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া এই ব্যক্তিকে ‘লো প্রোফাইল’ নেতা বলে আখ্যায়িত করেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো। তবে, লো প্রোফাইল বা কম আলোচিত হলেও হাদ্দাদকে ধরিয়ে দেওয়ার জন্য ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে ইসরায়েল। হাদ্দাদ মূলত নিজে থেকেই খুব একটা আলোচনায় আসতে চান না, বরং পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন তিনি। এ কারণেই তিনি ‘ঘোস্ট অব আল কাসাম’ বা ‘আল কাসামের ভূত’ নামে পরিচিত।
টাইমস অব ইসরায়েল বলছে, চলতি বছরের মে মাসে মুহাম্মাদ সিনওয়ার নিহত হওয়ার পর হামাস প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ। গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের উত্তর গাজা শাখার দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ, আর দক্ষিণ গাজার দায়িত্বে ছিলেন মুহাম্মাদ সিনওয়ার।
আরব গোয়েন্দা সূত্র ও হামাসের দুই কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানান, হাদ্দাদ তাঁর পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি বাস্তববাদী। তিনি জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে এক সমঝোতা গ্রহণের জন্য সিনওয়ারকে চাপ দেন—যার আওতায় কয়েক ডজন ইসরায়েলি জিম্মি মুক্তি পায় এবং বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়।
গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের আগে পর্যন্ত হাদ্দাদ আরও জিম্মি মুক্তির পক্ষে ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের দাবি অনুযায়ী হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে তিনি আগের নেতাদের তুলনায় বেশি নমনীয়, সিনওয়াররা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।
ইসরায়েল ঘোষণা দিয়ে রেখেছে—গাজায় তাদের পরবর্তী লক্ষ্য হাদ্দাদ। মুহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘গাজায় আজ আল-দ্বীন হাদ্দাদ এবং বিদেশে খালিল আল-হাইয়া—তোমরা এবং তোমাদের সব সহযোগী আমাদের পরবর্তী লক্ষ্য।’

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৩২ মিনিট আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে