ইউনিসেফের প্রতিবেদন

সারা বিশ্বেই মানুষের গড় আয়ু বাড়ছে। বয়স্ক মানুষের সংখ্যার তুলনায় শিশু জন্মের হার কমছে। এ অবস্থায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে, ২০৫০ সালের মধ্যে শিশুদের নানামুখী সংকট মোকাবিলা করতে হতে পারে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ইউনিসেফ ২০৫০ সালের মধ্যে শিশুদের সম্ভাব্য বিপদগুলো চিহ্নিত করতে ভবিষ্যৎ তিনটি প্রধান কারণ তুলে ধরেছে। এগুলোর মধ্যে রয়েছে—একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জনমিতিক পরিবর্তন, বিরূপ জলবায়ু ও দ্রুত প্রযুক্তিগত রূপান্তর। এসব তরুণ প্রজন্মের জন্য এক অন্ধকার ভবিষ্যতের ঝুঁকি তৈরি করছে। নীতি নির্ধারকেরা সঠিক ব্যবস্থা না নিলে চলমান সংঘাতের অনিশ্চিত পরিণতির পাশাপাশি এসব বিষয় শিশুদের জন্য হুমকি তৈরি করতে পারে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, শিশুরা অসংখ্য সংকটের সম্মুখীন হচ্ছে। জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে অনলাইনের ঝুঁকি বাড়ছে। এগুলো ভবিষ্যতে আরও তীব্র হবে। বছরের পর বছর ধরে অর্জিত সাফল্য, বিশেষ করে কমবয়সী মেয়েরা, এখন হুমকির মুখে।
ইউনিসেফ বলছে, বর্তমানে বিশ্বে শিশুর সংখ্যা ২৩০ কোটি। তবে ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা বেড়ে ১ হাজার কোটিতে পৌঁছালেও শিশুর সংখ্যা প্রায় একই থাকবে। এতে তারা বিপুল জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশে পরিণত হবে। যেখানে কিছু অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, সে অনুপাতে শিশুর সংখ্যা কমে যাবে। তবে সবচেয়ে দরিদ্র অঞ্চলে, বিশেষ করে সাব-সাহারান আফ্রিকায় শিশুর সংখ্যা বাড়তে থাকবে।
কিছু উন্নত দেশে, ২০৫০ সালের মধ্যে শিশুর সংখ্যা মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম হয়ে যেতে পারে। গড় আয়ু বাড়াতে ব্যস্ত দেশগুলোতে শিশুদের গুরুত্ব ও অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং ভবিষ্যতের সুযোগ–সুবিধা নিয়ে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
শিশুদের ভবিষ্যতের জন্য আরেকটি হুমকি হলো জলবায়ু পরিবর্তন। বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাস নির্গমন হচ্ছে, ২০৫০ সালের মধ্যে শিশুরা ২০০০ সালের তুলনায় আট গুণ বেশি তাপপ্রবাহ, তিন গুণ বেশি মারাত্মক বন্যা এবং ১ দশমিক ৭ গুণ বেশি দাবানলের সম্মুখীন হবে বলে পূর্বাভাস দিয়েছে ইউনিসেফ।
এ ছাড়া নতুন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নতুন উদ্ভাবন ও অগ্রগতির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এটি দারিদ্র্য ও ধনী দেশগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্যগুলো আরও বাড়িয়ে তুলবে।
উন্নত দেশগুলোর আনুমানিক ৯৫ শতাংশ লোকের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে, তবে সবচেয়ে কম উন্নত দেশগুলোতে মাত্র ২৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। বিদ্যুৎ, ইন্টারনেন্ট সংযোগ বা ডিভাইসের অভাবও ইন্টারনেট ব্যবহারের সুযোগ কমিয়ে দেয়।
ইউনিসেফ আরও বলেছে, নিম্ন আয়ের দেশের শিশুদের, বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের বাধা দূর করার ব্যর্থতা সুবিধাবঞ্চিত প্রজন্মকে ‘পিছিয়ে যাওয়া প্রজন্ম’ হওয়ার পথে এগিয়ে নিতে পারে।
তবে নতুন প্রযুক্তির সহজলভ্যতা শিশু ও তাদের ব্যক্তিগত তথ্যের জন্য ঝুঁকিও তৈরি করে। তারা অনলাইন অপরাধীদের কবলে পড়তে পারে। ইউনিসেফের গবেষণা বিভাগের উপ-নির্দেশক সেসিল অ্যাপটেল বলেন, ভবিষ্যতের শিশুরা অনেক ঝুঁকির মুখোমুখি হবে। তবে সমাধানগুলো আজকের নীতি নির্ধারকদের হাতে রয়েছে। ইউনিসেফ আশা করছে, নতুন এই যুব জনসংখ্যার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা তৈরি হবে।

সারা বিশ্বেই মানুষের গড় আয়ু বাড়ছে। বয়স্ক মানুষের সংখ্যার তুলনায় শিশু জন্মের হার কমছে। এ অবস্থায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে, ২০৫০ সালের মধ্যে শিশুদের নানামুখী সংকট মোকাবিলা করতে হতে পারে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ইউনিসেফ ২০৫০ সালের মধ্যে শিশুদের সম্ভাব্য বিপদগুলো চিহ্নিত করতে ভবিষ্যৎ তিনটি প্রধান কারণ তুলে ধরেছে। এগুলোর মধ্যে রয়েছে—একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জনমিতিক পরিবর্তন, বিরূপ জলবায়ু ও দ্রুত প্রযুক্তিগত রূপান্তর। এসব তরুণ প্রজন্মের জন্য এক অন্ধকার ভবিষ্যতের ঝুঁকি তৈরি করছে। নীতি নির্ধারকেরা সঠিক ব্যবস্থা না নিলে চলমান সংঘাতের অনিশ্চিত পরিণতির পাশাপাশি এসব বিষয় শিশুদের জন্য হুমকি তৈরি করতে পারে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, শিশুরা অসংখ্য সংকটের সম্মুখীন হচ্ছে। জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে অনলাইনের ঝুঁকি বাড়ছে। এগুলো ভবিষ্যতে আরও তীব্র হবে। বছরের পর বছর ধরে অর্জিত সাফল্য, বিশেষ করে কমবয়সী মেয়েরা, এখন হুমকির মুখে।
ইউনিসেফ বলছে, বর্তমানে বিশ্বে শিশুর সংখ্যা ২৩০ কোটি। তবে ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা বেড়ে ১ হাজার কোটিতে পৌঁছালেও শিশুর সংখ্যা প্রায় একই থাকবে। এতে তারা বিপুল জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশে পরিণত হবে। যেখানে কিছু অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, সে অনুপাতে শিশুর সংখ্যা কমে যাবে। তবে সবচেয়ে দরিদ্র অঞ্চলে, বিশেষ করে সাব-সাহারান আফ্রিকায় শিশুর সংখ্যা বাড়তে থাকবে।
কিছু উন্নত দেশে, ২০৫০ সালের মধ্যে শিশুর সংখ্যা মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম হয়ে যেতে পারে। গড় আয়ু বাড়াতে ব্যস্ত দেশগুলোতে শিশুদের গুরুত্ব ও অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং ভবিষ্যতের সুযোগ–সুবিধা নিয়ে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
শিশুদের ভবিষ্যতের জন্য আরেকটি হুমকি হলো জলবায়ু পরিবর্তন। বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাস নির্গমন হচ্ছে, ২০৫০ সালের মধ্যে শিশুরা ২০০০ সালের তুলনায় আট গুণ বেশি তাপপ্রবাহ, তিন গুণ বেশি মারাত্মক বন্যা এবং ১ দশমিক ৭ গুণ বেশি দাবানলের সম্মুখীন হবে বলে পূর্বাভাস দিয়েছে ইউনিসেফ।
এ ছাড়া নতুন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নতুন উদ্ভাবন ও অগ্রগতির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এটি দারিদ্র্য ও ধনী দেশগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্যগুলো আরও বাড়িয়ে তুলবে।
উন্নত দেশগুলোর আনুমানিক ৯৫ শতাংশ লোকের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে, তবে সবচেয়ে কম উন্নত দেশগুলোতে মাত্র ২৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। বিদ্যুৎ, ইন্টারনেন্ট সংযোগ বা ডিভাইসের অভাবও ইন্টারনেট ব্যবহারের সুযোগ কমিয়ে দেয়।
ইউনিসেফ আরও বলেছে, নিম্ন আয়ের দেশের শিশুদের, বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের বাধা দূর করার ব্যর্থতা সুবিধাবঞ্চিত প্রজন্মকে ‘পিছিয়ে যাওয়া প্রজন্ম’ হওয়ার পথে এগিয়ে নিতে পারে।
তবে নতুন প্রযুক্তির সহজলভ্যতা শিশু ও তাদের ব্যক্তিগত তথ্যের জন্য ঝুঁকিও তৈরি করে। তারা অনলাইন অপরাধীদের কবলে পড়তে পারে। ইউনিসেফের গবেষণা বিভাগের উপ-নির্দেশক সেসিল অ্যাপটেল বলেন, ভবিষ্যতের শিশুরা অনেক ঝুঁকির মুখোমুখি হবে। তবে সমাধানগুলো আজকের নীতি নির্ধারকদের হাতে রয়েছে। ইউনিসেফ আশা করছে, নতুন এই যুব জনসংখ্যার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা তৈরি হবে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে