
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি যুক্তরাষ্ট্রে নিলামে ১২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। পদার্থ বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc 2 উল্লেখ ছিল এই চিঠিটিতে। অজ্ঞাত এক নথি সংগ্রাহক ১২ লাখ মার্কিন ডলারের বেশি দামে সেই চিঠিটি কিনে নিয়েছেন। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিঠিটি ১২ লাখ ডলারের বেশি বা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ১৮ লাখ টাকায় আইনস্টাইনের চিঠিটি বিক্রি হয়েছে। নিলাম আয়োজকেরা যে প্রত্যাশা করেছিলেন তার চেয়েও তিন গুণ দামে চিঠিটি বিক্রি করা হলো।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ রকম আরও তিনটি নথি রয়েছে, যেখানে আইনস্টাইনের নিজ হাতে E=mc 2 সমীকরণটি লেখা রয়েছে।
১৯০৫ সালে আইনস্টাইনের লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে E=mc 2 সমীকরণটি প্রথম প্রকাশিত হয়। এই সমীকরণ অনুযায়ী, ভর ও শক্তি প্রকৃতপক্ষে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অর্থাৎ কোনো পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আবার শক্তিকেও ভরে রূপান্তর করা যায়।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন এই চিঠিটিকে নিলামে তুলেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হলোগ্রাফিক এবং পদার্থবিজ্ঞানের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি এটি।
জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। চিঠিটি পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে তার বংশধররা এটি বেচে দেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি।
উল্লেখ্য, লুদভিগ সিলভারস্টেইন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের অনেক তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিল।

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি যুক্তরাষ্ট্রে নিলামে ১২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। পদার্থ বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc 2 উল্লেখ ছিল এই চিঠিটিতে। অজ্ঞাত এক নথি সংগ্রাহক ১২ লাখ মার্কিন ডলারের বেশি দামে সেই চিঠিটি কিনে নিয়েছেন। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিঠিটি ১২ লাখ ডলারের বেশি বা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ১৮ লাখ টাকায় আইনস্টাইনের চিঠিটি বিক্রি হয়েছে। নিলাম আয়োজকেরা যে প্রত্যাশা করেছিলেন তার চেয়েও তিন গুণ দামে চিঠিটি বিক্রি করা হলো।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ রকম আরও তিনটি নথি রয়েছে, যেখানে আইনস্টাইনের নিজ হাতে E=mc 2 সমীকরণটি লেখা রয়েছে।
১৯০৫ সালে আইনস্টাইনের লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে E=mc 2 সমীকরণটি প্রথম প্রকাশিত হয়। এই সমীকরণ অনুযায়ী, ভর ও শক্তি প্রকৃতপক্ষে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অর্থাৎ কোনো পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আবার শক্তিকেও ভরে রূপান্তর করা যায়।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন এই চিঠিটিকে নিলামে তুলেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হলোগ্রাফিক এবং পদার্থবিজ্ঞানের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি এটি।
জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। চিঠিটি পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে তার বংশধররা এটি বেচে দেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি।
উল্লেখ্য, লুদভিগ সিলভারস্টেইন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের অনেক তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিল।

সিরিয়া সরকার ও কুর্দি পরিচলিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৩০ মিনিট আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৬ ঘণ্টা আগে