রয়টার্স, জোহানেসবার্গ

মহামারি করোনাভাইরাস রুখতে বিভিন্ন দেশে চলছে টিকাদান কার্যক্রম। তবু কমছে না সংক্রমণ। এর অন্যতম কারণ ভাইরাসটির বিভিন্ন ধরন। এবার আতঙ্ক বাড়াল দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ‘সি.১.২’। গত মে মাসে প্রথম শনাক্ত হওয়া এ ধরন ইতিমধ্যেই দেশটির সব প্রদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বলে গত সোমবার জানিয়েছে দক্ষিণ আফ্রিকার জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউট। তবে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হয়নি।
করোনার নতুন এ ধরনে অন্যান্য ধরনের সঙ্গে যুক্ত অনেক মিউটেশন রয়েছে, যা দ্রুত ছড়ায় এবং অ্যান্টিবডির ক্ষমতা হ্রাস করে দিতে পারে। দেশটির বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। তবে এর মিউটেশন ক্ষমতা নিয়ে এখনো ল্যাবে পরীক্ষা চলছে। করোনার টিকা এ ধরনের বিরুদ্ধে কতটা কার্যকর, তা নিয়েও চলছে গবেষণা। এর আগে দেশটিতে করোনার বেটা ধরন শনাক্ত হয়।
এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকার ৭টি দেশে শনাক্ত হয়েছে নতুন এ ধরন। দক্ষিণ আফ্রিকার অন্যতম সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং এ ধরন নিয়ে গবেষণা করা দলের প্রধান রিচার্ড লেসেল জানান, ‘করোনা মহামারির শেষ সীমারেখা এখনো অনেক দূরে। কেননা, ভাইরাসটি দ্রুত সংক্রমিত হওয়ার নতুন পথ খুঁজছে’।
তবে এখনো দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে ভয়াবহ ধরন হচ্ছে ‘ডেলটা’। বিজ্ঞানীরা বলছেন নতুন এ ধরন ডেলটার স্থান দখল করতে পারে। কেননা, গত মাসের নমুনায় আগের চেয়ে ‘সি.১.২’ বেশি পাওয়া গেছে। তবে ডেলটার চেয়ে অনেক কম। নতুন ধরনের তথ্যগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয়েছে।

মহামারি করোনাভাইরাস রুখতে বিভিন্ন দেশে চলছে টিকাদান কার্যক্রম। তবু কমছে না সংক্রমণ। এর অন্যতম কারণ ভাইরাসটির বিভিন্ন ধরন। এবার আতঙ্ক বাড়াল দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ‘সি.১.২’। গত মে মাসে প্রথম শনাক্ত হওয়া এ ধরন ইতিমধ্যেই দেশটির সব প্রদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বলে গত সোমবার জানিয়েছে দক্ষিণ আফ্রিকার জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউট। তবে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হয়নি।
করোনার নতুন এ ধরনে অন্যান্য ধরনের সঙ্গে যুক্ত অনেক মিউটেশন রয়েছে, যা দ্রুত ছড়ায় এবং অ্যান্টিবডির ক্ষমতা হ্রাস করে দিতে পারে। দেশটির বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। তবে এর মিউটেশন ক্ষমতা নিয়ে এখনো ল্যাবে পরীক্ষা চলছে। করোনার টিকা এ ধরনের বিরুদ্ধে কতটা কার্যকর, তা নিয়েও চলছে গবেষণা। এর আগে দেশটিতে করোনার বেটা ধরন শনাক্ত হয়।
এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকার ৭টি দেশে শনাক্ত হয়েছে নতুন এ ধরন। দক্ষিণ আফ্রিকার অন্যতম সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং এ ধরন নিয়ে গবেষণা করা দলের প্রধান রিচার্ড লেসেল জানান, ‘করোনা মহামারির শেষ সীমারেখা এখনো অনেক দূরে। কেননা, ভাইরাসটি দ্রুত সংক্রমিত হওয়ার নতুন পথ খুঁজছে’।
তবে এখনো দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে ভয়াবহ ধরন হচ্ছে ‘ডেলটা’। বিজ্ঞানীরা বলছেন নতুন এ ধরন ডেলটার স্থান দখল করতে পারে। কেননা, গত মাসের নমুনায় আগের চেয়ে ‘সি.১.২’ বেশি পাওয়া গেছে। তবে ডেলটার চেয়ে অনেক কম। নতুন ধরনের তথ্যগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৬ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৯ ঘণ্টা আগে