
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর কিশিশে অন্তত ২৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, গত সপ্তাহে এই গণহত্যা চালিয়েছে বিদ্রোহীরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৯ নভেম্বর ওই গণহত্যার ঘটনা ঘটে। এরপর কঙ্গোর সশস্ত্র বাহিনী জানায়, এম২৩ বিদ্রোহী গোষ্ঠী এই গণহত্যা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।
সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ জন বেসামরিক নাগরিককে হত্যার কথা জানানো হয়েছিল। তবে সোমবার (৫ নভেম্বর) সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়ার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নতুন করে নিহতের সংখ্যা ২৭২ বলে জানান কঙ্গোর শিল্পমন্ত্রী জুলিয়েন পালুকু। নিহতদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছে বলেও জানান তিনি।
মধ্য আফ্রিকার দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে সেনাবাহিনী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী এম২৩-এর মধ্যে লড়াই চলছে। এতে অঞ্চলটিতে চরম অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি বহু বছর নিষ্ক্রিয় ছিল। তবে গত বছরের নভেম্বরে আবার সশস্ত্র তৎপরতা শুরু করে। কয়েক মাস শান্ত থাকার পর ফের এ বছরের অক্টোবরে আক্রমণ শুরু করে এবং অনেক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে।
কঙ্গো সরকারের অভিযোগ, তাদের প্রতিবেশী দেশ রুয়ান্ডা এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি সমর্থন করছে। জাতিসংঘের বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও সাম্প্রতিক সময়ে এমন ইঙ্গিত দিয়েছেন। তবে রুয়ান্ডার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর কিশিশে অন্তত ২৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, গত সপ্তাহে এই গণহত্যা চালিয়েছে বিদ্রোহীরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৯ নভেম্বর ওই গণহত্যার ঘটনা ঘটে। এরপর কঙ্গোর সশস্ত্র বাহিনী জানায়, এম২৩ বিদ্রোহী গোষ্ঠী এই গণহত্যা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।
সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ জন বেসামরিক নাগরিককে হত্যার কথা জানানো হয়েছিল। তবে সোমবার (৫ নভেম্বর) সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়ার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নতুন করে নিহতের সংখ্যা ২৭২ বলে জানান কঙ্গোর শিল্পমন্ত্রী জুলিয়েন পালুকু। নিহতদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছে বলেও জানান তিনি।
মধ্য আফ্রিকার দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে সেনাবাহিনী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী এম২৩-এর মধ্যে লড়াই চলছে। এতে অঞ্চলটিতে চরম অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি বহু বছর নিষ্ক্রিয় ছিল। তবে গত বছরের নভেম্বরে আবার সশস্ত্র তৎপরতা শুরু করে। কয়েক মাস শান্ত থাকার পর ফের এ বছরের অক্টোবরে আক্রমণ শুরু করে এবং অনেক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে।
কঙ্গো সরকারের অভিযোগ, তাদের প্রতিবেশী দেশ রুয়ান্ডা এম২৩ বিদ্রোহী গোষ্ঠীটি সমর্থন করছে। জাতিসংঘের বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও সাম্প্রতিক সময়ে এমন ইঙ্গিত দিয়েছেন। তবে রুয়ান্ডার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৩ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
৪ ঘণ্টা আগে