
দক্ষিণ-পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশনের (এসডব্লিউএপিও) নেত্রী নেতুম্বো নন্দি নদাইতওয়া নামিবিয়ার নতুন প্রসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৭২ বছর বয়সী নন্দি নদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রসিডেন্ট। দায়িত্ব নিলে তিনি হবেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রসিডেন্ট।
গত মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তাঁর এই বিজয় এসডব্লিউএপিও-এর ৩৪ বছরের শাসনকাল আরও দীর্ঘায়িত করবে। ১৯৯০ সালে স্বাধীনতা অর্জনের পরে থেকে দলটি ক্ষমতায় রয়েছে।
নির্বাচনে নন্দি-নদাইতওয়া মোট বৈধ ভোটের প্রায় ৫৭ শতাংশ পেয়েছেন। প্রসিডেন্ট পদে জয়ী হতে হলে প্রার্থীদের ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন ছিল। বিজয়ী হওয়ার পর তিনি বলেন, ‘নামিবিয়ান জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছে।’
নন্দি নদাইতওয়া ১৯৬০-এর দশকে স্বাধীনতা সংগ্রামের সময় এসডব্লিউএপিও-তে যোগ দেন এবং সেসময় পররাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আইপিসি (ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ) পার্টির প্যান্ডুলেনি ইতুলা। যিনি ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।
এদিকে, নামিবিয়ার জাতীয় সংসদ নির্বাচনেও এসডব্লিউএপিও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দলটি ৯৬টি নির্বাচিত আসনের মধ্যে ৫১ টিতে জয়লাভ করেছে। আইপিসি ২০টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে থাকবে।
তবে নির্বাচনী প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে আদালতে ফলাফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে আইপিসি।
গত ২৭ নভেম্বর ভোট অনুষ্ঠিত হলেও, কারিগরি ত্রুটির কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হয়। কিছু এলাকায় ব্যালট পেপারের সংকটের কারণেও ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, বেকারত্ব ও বৈষম্যের কারণে এসডব্লিউএপিও-র জয় নিশ্চিত ছিলোনা। তবে গ্রামাঞ্চলে দলের শক্তিশালী ভিত্তি এবং বয়স্ক ভোটারদের স্বাধীনতা সংগ্রামের প্রতি আনুগত্য থাকায় তাদের জয় সহজ হয়েছে।
বিশ্লেষক রাক্কেল আন্দ্রেয়াস বলেছেন, ‘অভিজ্ঞ রাষ্ট্রনায়ক নন্দি নদাইতওয়া বিভিন্ন গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত। স্বাধীনতার পর থেকেই তিনি নামিবিয়ার নেতৃত্বে আছেন এবং দেশ পরিচালনায় তিনি গভীর জ্ঞান রাখেন।’

দক্ষিণ-পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশনের (এসডব্লিউএপিও) নেত্রী নেতুম্বো নন্দি নদাইতওয়া নামিবিয়ার নতুন প্রসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৭২ বছর বয়সী নন্দি নদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রসিডেন্ট। দায়িত্ব নিলে তিনি হবেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রসিডেন্ট।
গত মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তাঁর এই বিজয় এসডব্লিউএপিও-এর ৩৪ বছরের শাসনকাল আরও দীর্ঘায়িত করবে। ১৯৯০ সালে স্বাধীনতা অর্জনের পরে থেকে দলটি ক্ষমতায় রয়েছে।
নির্বাচনে নন্দি-নদাইতওয়া মোট বৈধ ভোটের প্রায় ৫৭ শতাংশ পেয়েছেন। প্রসিডেন্ট পদে জয়ী হতে হলে প্রার্থীদের ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন ছিল। বিজয়ী হওয়ার পর তিনি বলেন, ‘নামিবিয়ান জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছে।’
নন্দি নদাইতওয়া ১৯৬০-এর দশকে স্বাধীনতা সংগ্রামের সময় এসডব্লিউএপিও-তে যোগ দেন এবং সেসময় পররাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আইপিসি (ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ) পার্টির প্যান্ডুলেনি ইতুলা। যিনি ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।
এদিকে, নামিবিয়ার জাতীয় সংসদ নির্বাচনেও এসডব্লিউএপিও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দলটি ৯৬টি নির্বাচিত আসনের মধ্যে ৫১ টিতে জয়লাভ করেছে। আইপিসি ২০টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে থাকবে।
তবে নির্বাচনী প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে আদালতে ফলাফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে আইপিসি।
গত ২৭ নভেম্বর ভোট অনুষ্ঠিত হলেও, কারিগরি ত্রুটির কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হয়। কিছু এলাকায় ব্যালট পেপারের সংকটের কারণেও ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, বেকারত্ব ও বৈষম্যের কারণে এসডব্লিউএপিও-র জয় নিশ্চিত ছিলোনা। তবে গ্রামাঞ্চলে দলের শক্তিশালী ভিত্তি এবং বয়স্ক ভোটারদের স্বাধীনতা সংগ্রামের প্রতি আনুগত্য থাকায় তাদের জয় সহজ হয়েছে।
বিশ্লেষক রাক্কেল আন্দ্রেয়াস বলেছেন, ‘অভিজ্ঞ রাষ্ট্রনায়ক নন্দি নদাইতওয়া বিভিন্ন গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত। স্বাধীনতার পর থেকেই তিনি নামিবিয়ার নেতৃত্বে আছেন এবং দেশ পরিচালনায় তিনি গভীর জ্ঞান রাখেন।’

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
৭ ঘণ্টা আগে