
ঢাকা: গত মাসে মারা যান দক্ষিণ আফ্রিকার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী জুলুর রাজা গুডউইল জোয়েলিথিনি। এরপর সিংহাসনে আরোহণ করেন রানি মান্তফম্বি। তবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অজ্ঞাত রোগে মারা গেলেন তিনি।
রানির পুরো নাম সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। জুলু রাজপরিবার থেকে রানির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রানির কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাঙ্গোসথু বুথেলেজি এক বিবৃতিতে বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। তাঁর মৃত্যু রাজপরিবারকে হতবাক করেছে।
জুলু প্রধানমন্ত্রী সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, এতে জুলু জাতির নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি হবে না।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন রানি মান্তফম্বি। তার আগে জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় রাজা ছিলেন।
রাজা গুডউইলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন রানি মান্তফম্বি। তিনি আট সন্তানের মা, তাদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে।
রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনে বসছেন, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার আদিবাসী গোষ্ঠীটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে ৪৭ বছর বয়সী প্রিন্স মিসুজুলু পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নেবেন।

ঢাকা: গত মাসে মারা যান দক্ষিণ আফ্রিকার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী জুলুর রাজা গুডউইল জোয়েলিথিনি। এরপর সিংহাসনে আরোহণ করেন রানি মান্তফম্বি। তবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অজ্ঞাত রোগে মারা গেলেন তিনি।
রানির পুরো নাম সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। জুলু রাজপরিবার থেকে রানির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রানির কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাঙ্গোসথু বুথেলেজি এক বিবৃতিতে বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। তাঁর মৃত্যু রাজপরিবারকে হতবাক করেছে।
জুলু প্রধানমন্ত্রী সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, এতে জুলু জাতির নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি হবে না।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন রানি মান্তফম্বি। তার আগে জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় রাজা ছিলেন।
রাজা গুডউইলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন রানি মান্তফম্বি। তিনি আট সন্তানের মা, তাদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে।
রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনে বসছেন, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার আদিবাসী গোষ্ঠীটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে ৪৭ বছর বয়সী প্রিন্স মিসুজুলু পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নেবেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে