
ঢাকা: গত মাসে মারা যান দক্ষিণ আফ্রিকার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী জুলুর রাজা গুডউইল জোয়েলিথিনি। এরপর সিংহাসনে আরোহণ করেন রানি মান্তফম্বি। তবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অজ্ঞাত রোগে মারা গেলেন তিনি।
রানির পুরো নাম সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। জুলু রাজপরিবার থেকে রানির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রানির কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাঙ্গোসথু বুথেলেজি এক বিবৃতিতে বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। তাঁর মৃত্যু রাজপরিবারকে হতবাক করেছে।
জুলু প্রধানমন্ত্রী সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, এতে জুলু জাতির নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি হবে না।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন রানি মান্তফম্বি। তার আগে জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় রাজা ছিলেন।
রাজা গুডউইলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন রানি মান্তফম্বি। তিনি আট সন্তানের মা, তাদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে।
রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনে বসছেন, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার আদিবাসী গোষ্ঠীটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে ৪৭ বছর বয়সী প্রিন্স মিসুজুলু পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নেবেন।

ঢাকা: গত মাসে মারা যান দক্ষিণ আফ্রিকার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী জুলুর রাজা গুডউইল জোয়েলিথিনি। এরপর সিংহাসনে আরোহণ করেন রানি মান্তফম্বি। তবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অজ্ঞাত রোগে মারা গেলেন তিনি।
রানির পুরো নাম সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু। জুলু রাজপরিবার থেকে রানির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
রানির কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স ম্যাঙ্গোসথু বুথেলেজি এক বিবৃতিতে বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে রাজপরিবার ঘোষণা করছে যে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রানি সিওয়ে মান্তফম্বি দলামিনি জুলু অপ্রত্যাশিতভাবে মারা গেছেন। তাঁর মৃত্যু রাজপরিবারকে হতবাক করেছে।
জুলু প্রধানমন্ত্রী সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, এতে জুলু জাতির নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি হবে না।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন রানি মান্তফম্বি। তার আগে জুলু রাজা গুডউইল জোয়েলিথিনি টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় রাজা ছিলেন।
রাজা গুডউইলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন রানি মান্তফম্বি। তিনি আট সন্তানের মা, তাদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে।
রানির মৃত্যুর পর কে জুলু সিংহাসনে বসছেন, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার আদিবাসী গোষ্ঠীটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। ধারণা করা হচ্ছে, রাজা গুডউইল ও রানি মান্তফম্বি দম্পতির বড় ছেলে ৪৭ বছর বয়সী প্রিন্স মিসুজুলু পরবর্তী জুলু রাজা হিসেবে দায়িত্ব নেবেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৬ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৬ ঘণ্টা আগে