Ajker Patrika

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

আপডেট : ০৩ মে ২০২৩, ১০: ২৬
সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

সুদানে গত কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই জেনারেল। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে যুদ্ধবিরতি শুরু হবে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত যুদ্ধ থেকে বিরত থাকবে দুই পক্ষ।

মঙ্গলবার দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট সালভা কিরের মধ্যস্থতায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য উভয় পক্ষই একমত হয়েছে।

এর আগে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৭২ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। পরে ৭২ ঘণ্টা সময় বাড়াতে দুই পক্ষ সম্মত হয়। 

গত ১৫ এপ্রিল সংঘাতে জড়ায় সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী। এই যুদ্ধের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান, অপর পক্ষে রয়েছেন আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। যুদ্ধে হাসপাতালসহ অনেক জরুরি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদানের রাজধানী খার্তুমে লাখ লাখ মানুষ আটকা পড়েছে। সেখানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত