Ajker Patrika

মালিতে জঙ্গি হামলায় প্রায় ৩০ বেসামরিক নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৩
মালিতে জঙ্গি হামলায় প্রায় ৩০ বেসামরিক নিহত

মালিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শাখার হামলায় প্রায় ৩০ বেসামরিক নিহত হয়েছে। চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজার সীমান্তবর্তী একটি শহরে এই হামলা হয়। শুক্রবার রাতে দেশটির সরকারসমর্থিত মিলিশিয়াদের একটি জোট এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তসংলগ্ন মালির একটি শহরে হামলা হয়। এই এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি ও মিলিশিয়াদের মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে। প্ল্যাটফর্ম নামে পরিচিত মিলিশিয়া জোট জানায়, স্থানীয় সময় মঙ্গলবার গাও অঞ্চলের তালাতায়ে শহরের কাছে তাদের যোদ্ধাদের ওপর হামলা চালানো হয় এবং তাদের পিছু হটতে বাধ্য করে।

অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে প্ল্যাটফর্ম বলেছে, জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করে এবং মজুত খাদ্যে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের তিন যোদ্ধাও নিহত হয়।

এদিকে কোনো পক্ষ এই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। এ ছাড়া মালির কর্তৃপক্ষও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।
 
চলতি বছরের মার্চে মালিতে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দেশটির গাও অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সেখানে আইএসের অনুগত জঙ্গিদের হামলায় শত শত বেসামরিকের মৃত্যু হচ্ছে বলেও জানায় তারা।

২০১২ সাল থেকে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে মালিতে। ওই সময় দেশটির উত্তরে স্থানীয় নৃগোষ্ঠী তুয়ারেগদের নিজেদের কবজায় নেয় জঙ্গিরা। এর পর থেকে তারা পশ্চিম আফ্রিকার সাহাল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। তারা মালি, বুরকিনা ফাসো ও নাইজারে কয়েক হাজার মানুষকে হত্যা এবং ২০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত