
মালিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শাখার হামলায় প্রায় ৩০ বেসামরিক নিহত হয়েছে। চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজার সীমান্তবর্তী একটি শহরে এই হামলা হয়। শুক্রবার রাতে দেশটির সরকারসমর্থিত মিলিশিয়াদের একটি জোট এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তসংলগ্ন মালির একটি শহরে হামলা হয়। এই এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি ও মিলিশিয়াদের মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে। প্ল্যাটফর্ম নামে পরিচিত মিলিশিয়া জোট জানায়, স্থানীয় সময় মঙ্গলবার গাও অঞ্চলের তালাতায়ে শহরের কাছে তাদের যোদ্ধাদের ওপর হামলা চালানো হয় এবং তাদের পিছু হটতে বাধ্য করে।
অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে প্ল্যাটফর্ম বলেছে, জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করে এবং মজুত খাদ্যে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের তিন যোদ্ধাও নিহত হয়।
এদিকে কোনো পক্ষ এই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। এ ছাড়া মালির কর্তৃপক্ষও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।
চলতি বছরের মার্চে মালিতে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দেশটির গাও অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সেখানে আইএসের অনুগত জঙ্গিদের হামলায় শত শত বেসামরিকের মৃত্যু হচ্ছে বলেও জানায় তারা।
২০১২ সাল থেকে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে মালিতে। ওই সময় দেশটির উত্তরে স্থানীয় নৃগোষ্ঠী তুয়ারেগদের নিজেদের কবজায় নেয় জঙ্গিরা। এর পর থেকে তারা পশ্চিম আফ্রিকার সাহাল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। তারা মালি, বুরকিনা ফাসো ও নাইজারে কয়েক হাজার মানুষকে হত্যা এবং ২০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করে।

মালিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শাখার হামলায় প্রায় ৩০ বেসামরিক নিহত হয়েছে। চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজার সীমান্তবর্তী একটি শহরে এই হামলা হয়। শুক্রবার রাতে দেশটির সরকারসমর্থিত মিলিশিয়াদের একটি জোট এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তসংলগ্ন মালির একটি শহরে হামলা হয়। এই এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি ও মিলিশিয়াদের মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে। প্ল্যাটফর্ম নামে পরিচিত মিলিশিয়া জোট জানায়, স্থানীয় সময় মঙ্গলবার গাও অঞ্চলের তালাতায়ে শহরের কাছে তাদের যোদ্ধাদের ওপর হামলা চালানো হয় এবং তাদের পিছু হটতে বাধ্য করে।
অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে প্ল্যাটফর্ম বলেছে, জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করে এবং মজুত খাদ্যে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের তিন যোদ্ধাও নিহত হয়।
এদিকে কোনো পক্ষ এই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। এ ছাড়া মালির কর্তৃপক্ষও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।
চলতি বছরের মার্চে মালিতে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দেশটির গাও অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সেখানে আইএসের অনুগত জঙ্গিদের হামলায় শত শত বেসামরিকের মৃত্যু হচ্ছে বলেও জানায় তারা।
২০১২ সাল থেকে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে মালিতে। ওই সময় দেশটির উত্তরে স্থানীয় নৃগোষ্ঠী তুয়ারেগদের নিজেদের কবজায় নেয় জঙ্গিরা। এর পর থেকে তারা পশ্চিম আফ্রিকার সাহাল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। তারা মালি, বুরকিনা ফাসো ও নাইজারে কয়েক হাজার মানুষকে হত্যা এবং ২০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করে।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৫ ঘণ্টা আগে