
নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওন্ডো রাজ্যের ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জায় এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওহো হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে শহরের দুটি হাসপাতালে ৫০ জনের মরদেহ আনা হয়েছে।
ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বলেছেন, ‘ওই বন্দুকধারী গির্জার ভেতরে এবং বাইরে থাকা উপাসকদের ওপর গুলি করেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।’ তবে এই পুলিশ কর্মকর্তা কতজন হতাহত হয়েছেন তা নির্দিষ্ট করে বলেননি।
ওন্ডো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ‘রোববারের হামলা একটি গণহত্যা। এমন হামলা আর ঘটতে দেওয়া হবে না।’ এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
নাইজেরিয়ার ক্যাথলিক গির্জার মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকু বলেছেন, এটা খুবই দুঃখজনক যে, যখন গির্জায় সবাই প্রার্থনারত ছিল, তখন অজ্ঞাত এক বন্দুকধারী এই হামলা করেছে।
অগাস্টিন ইকু জানান, তবে এই হামলা থেকে গির্জার বিশপ ও পুরোহিতরা বেঁচে গেছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘জঘন্য’ হামলা বলে অভিহিত করেছেন। অন্যদিকে পোপ ফ্রান্সিস হামলায় নিহতদের জন্য প্রার্থনার আহ্বান করেছেন।
নাইজেরিয়া উত্তর-পূর্বাঞ্চলের একটি ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। এই বিদ্রোহীরা মুক্তিপণের জন্য আক্রমণ ও অপহরণ করে থাকে।

নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওন্ডো রাজ্যের ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জায় এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওহো হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে শহরের দুটি হাসপাতালে ৫০ জনের মরদেহ আনা হয়েছে।
ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বলেছেন, ‘ওই বন্দুকধারী গির্জার ভেতরে এবং বাইরে থাকা উপাসকদের ওপর গুলি করেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।’ তবে এই পুলিশ কর্মকর্তা কতজন হতাহত হয়েছেন তা নির্দিষ্ট করে বলেননি।
ওন্ডো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ‘রোববারের হামলা একটি গণহত্যা। এমন হামলা আর ঘটতে দেওয়া হবে না।’ এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
নাইজেরিয়ার ক্যাথলিক গির্জার মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকু বলেছেন, এটা খুবই দুঃখজনক যে, যখন গির্জায় সবাই প্রার্থনারত ছিল, তখন অজ্ঞাত এক বন্দুকধারী এই হামলা করেছে।
অগাস্টিন ইকু জানান, তবে এই হামলা থেকে গির্জার বিশপ ও পুরোহিতরা বেঁচে গেছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘জঘন্য’ হামলা বলে অভিহিত করেছেন। অন্যদিকে পোপ ফ্রান্সিস হামলায় নিহতদের জন্য প্রার্থনার আহ্বান করেছেন।
নাইজেরিয়া উত্তর-পূর্বাঞ্চলের একটি ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। এই বিদ্রোহীরা মুক্তিপণের জন্য আক্রমণ ও অপহরণ করে থাকে।

সময় তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৬ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
১০ মিনিট আগে
গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৪ ঘণ্টা আগে