Ajker Patrika

মালিতে শান্তিরক্ষী বাহিনীর চারজন নিহত

মালিতে শান্তিরক্ষী বাহিনীর চারজন নিহত

আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর চার সহদস্য নিহত হয়েছেন। এই হামলার ঘটনা ঘটেছে দেশটির আগুয়েলহোক শহরের উত্তরাঞ্চলীয় একটি ঘাঁটিতে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ।

এ হামলায় ১৯ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

তে শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সেনারা সশস্ত্র  হামলাকারীদের বীরত্বের সঙ্গে প্রতিহত করেছে। আক্রমণকারীদেরও অনেকে  নিহত হয়েছে। তারা সেই মৃতদেহগুলো রেখেই পালিয়ে গেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এই সাহসিকতার জন্য শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করেছেন। সন্ত্রাসীবাহিনীর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

শান্তিরক্ষী বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলাটি আলজেরিয়া সীমান্ত থেকে দুশ কিলোমিটার দূরে ঘটেছে। সীমান্তবর্তী চাদ থেকে এসে তার শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

জাতিসংঘ জানিয়েছে, এই হামলাটি ছিল মারাত্মক। টানা তিন ঘণ্টা উভয়পক্ষে গোলাগুলি হয়। মর্টারশেল, গুলি বিনিময়, আত্মঘাতী গাড়ি বোমা হামলারও চেষ্টা করা হয়েছিল। এই হামলায় ২০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে যোগ করেছে জাতিসংঘের একটি সূত্র।

চাদের সামরিক বাহিনী জানিয়েছে, আমাদের ‘দুটি বাহিনীর’ অবস্থানের ওপর এই হামলা চালালো হয়েছে। আমরা আমাদের বাহিনীর ডিটাচমেন্ট কমান্ডারসহ চারজনকে হারিয়েছি। আহত হয়েছে আরও ১৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত