নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে অপহৃত হওয়ার ২০ দিন পর পাঁচ বোনকে দেশটির সেনা ও পুলিশের এক যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি জঙ্গল থেকে বোনদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জানুয়ারি আবুজা থেকে ৬ বোনকে অপহরণ করেছিল দুষ্কৃতকারীরা। পরে তাঁদের মধ্য থেকে একজন হত্যাকাণ্ডের শিকার হন। গতকাল শনিবার রাতে বাকি পাঁচ বোনকে মুক্ত করা হয়েছে।
অপহরণের পর বোনদের জন্য মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। তবে মুক্তিপণের দাবি সংবলিত ওই বিবৃতিতে এক বোনের নাম অনুপস্থিত ছিল। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, ৬ বোনের মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি।
নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, অভিযান সফল হওয়ার পর ৫ বোন তাঁদের পরিবারের কাছে ফিরে গেছে। দেশটির কাডুনা রাজ্যের কাজুরু জঙ্গলে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই অভিযান সম্পন্ন হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃত ৬ বোনের মধ্যে সদ্য কিশোরী থেকে শুরু করে সর্বোচ্চ ২৩ বছর বয়সী ছিলেন একজন। আবুজার একটি শহরতলিতে নিজ বাড়ি থেকে বাবাসহ তাঁদের জিম্মি করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহরণের সময় মেয়েদের চাচা সাহায্যের প্রত্যাশায় দৌড়াতে শুরু করলে অপহরণকারীরা তাঁকে গুলি করে হত্যা করে। এ সময় তিন পুলিশ সদস্যও নিহত হন।
পরবর্তীতে মেয়েদের রেখে বাবাকে মুক্তিপণ সংগ্রহ করার শর্তে ছেড়ে দিয়েছিল অপহরণকারীরা। তবে তাঁর অপহৃত কন্যাদের মধ্যে ২১ বছর বয়সী নাবিহাকে অপহরণকারীরা হত্যা করেছিল সতর্ক করার জন্য। নাবিহা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে অপহরণ উদ্বেগজন হারে বেড়ে গেছে নাইজেরিয়ায়। অপরাধী চক্রগুলো এটিকে টাকা কামানোর সহজ পথ হিসেবে দেখে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটে।
৬ বোনকে অপহরণের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। পরে তাঁদেরকে মুক্ত করার শপথ করেছিল দেশটির সরকার।
অপহরণকারী ৫ বোনকে মুক্তি দেওয়ার জন্য মুক্তিপণ হিসেবে সাড়ে ৬ কোটি নাইজেরিয়ান মুদ্রা দাবি করেছিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৪ লাখ টাকা। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, নাইজেরিয়ার অসংখ্য মানুষ এই মুক্তিপণের জন্য তহবিল সংগ্রহ করতে শুরু করেছিলেন। এ অবস্থায় নাইজেরিয়ার ফার্স্টল্যাডি নিরাপত্তা সংস্থাগুলোকে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মেয়েদের মুক্ত করার জন্য তাড়া দিয়েছিলেন।

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবারই (২২ জানুয়ারি) সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার কার্যকর হওয়ার কথা রয়েছে।
৬ ঘণ্টা আগে
রাশিয়া থেকে যাত্রা করা একটি তেলবাহী জাহাজকে ভূমধ্যসাগরে আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। যুক্তরাজ্যের সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের একটি ফেসটাইম কল লন্ডনে এক নারীর জীবন বাঁচিয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের আদালতে দেওয়া এক সাক্ষ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর বরাতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান হওয়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর মূল বার্তা। সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। তিনি জানান, জেলেনস্কির...
৮ ঘণ্টা আগে