Ajker Patrika

নাইজেরিয়া কারাগার থেকে পালিয়েছে ১৮০০ কয়েদি

নাইজেরিয়া কারাগার থেকে পালিয়েছে ১৮০০ কয়েদি

নাইজেরিয়ার একটি কারাগার থেকে ১৮শ'র বেশি কয়েদি পালিয়ে গেছে।  গতকাল সোমবার সেখানে বন্দুকধারীরা হামলা চালানোর পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,  নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে অবস্থিত ওই কারাগারে প্রবেশের সময় বিস্ফোরক ব্যবহার করেছে হামলাকারীরা। পালিয়ে যাওয়ার পর ছয় কয়েদি আবার ফিরে এসেছে। অপরদিকে ৩৫ জন সুযোগ পেয়েও পালায়নি।

এই হামলার জন্য নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করছে নাইজেরিয়া পুলিশ। আদিবাসী বিয়াফ্রার লোকজন এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই গোষ্ঠী কোনো   হামলার কথা অস্বীকার করা হয়েছে।

নাইজেরিয়া সরকারের সংশোধন পরিষেবা কর্তৃপক্ষ জানান্য,  সোমবার ওভেরি কাস্টোডিয়াল সেন্টারে ভারী অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। ইমো রাজ্য থেকে ১ হাজার ৮৪৪ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। হামলাকারীরা কয়েকটি বাস এবং পিকআপ ট্রাকে করে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, রকেট চালিত গ্রেনেড, মেশিন গান, বিস্ফোরক এবং রাইফেল নিয়ে হামলা চালিয়েছে হামলাকারীরা ।

এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এই হামলাকে সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছেন।   হামলাকারী এবং পালিয়ে যাওয়া কয়েদিদের আটক করারও নির্দেশ দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত