
আফ্রিকা থেকে ইউরোপে যেতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন আরও ১৬ জন। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া এবং পশ্চিম সাহারার ভূমধ্যসাগরের উপকূলে গত রোববার এই নৌকাডুবির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আফ্রিকার দেশ থেকে অবৈধভাবে নৌপথে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বিগত বেশ কয়েক বছর ধরে তিউনিসিয়া অন্যতম রুট হয়ে উঠেছে। বিপৎসংকুল এই পথ পাড়ি দিতে গিয়ে প্রতিদিনই অসংখ্য প্রাণহানি ঘটছে। তবু থেমে নেই ভয়ংকর সমুদ্রযাত্রা। ভাগ্যান্বেষণের জন্য প্রতিবছর এই রুট ব্যবহার করছে অনেক আফ্রিকান।
তিউনিসিয়ার স্ফ্যাক্স শহরের উপকূলে ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে গেছে। স্ফ্যাক্স বিচার বিভাগের মুখপাত্র ফৌজি মাসমুদি বলেন, ‘রোববার সন্ধ্যা পর্যন্ত আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ডুবে যাওয়া নৌকার ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
ফৌজি মাসমুদি জানান, নৌকাটিতে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ এবং তাঁদের উদ্ধার করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে স্ফ্যাক্স শহরের সৈকত থেকে তাঁরা নৌকাযোগে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন। নৌকাটিতে ৫৭ জন যাত্রী ছিল। স্ফ্যাক্স শহর ১৩০ কিলোমিটার দূরের ইতালির লাম্পেদুসা দ্বীপ ছিল তাঁদের গন্তব্য। কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই তিউনিসিয়া উপকূলেই নৌকাটি ডুবে যায়।
এদিকে মরক্কো কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সোমবার পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে। তাঁরা সেনেগালের নাগরিক। পশ্চিম সাহারা উপকূলের ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে এই প্রাণহানি ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১১ জনকে পশ্চিম সাহারার ডাকলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফ্রিকা থেকে ইউরোপে যেতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন আরও ১৬ জন। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া এবং পশ্চিম সাহারার ভূমধ্যসাগরের উপকূলে গত রোববার এই নৌকাডুবির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আফ্রিকার দেশ থেকে অবৈধভাবে নৌপথে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বিগত বেশ কয়েক বছর ধরে তিউনিসিয়া অন্যতম রুট হয়ে উঠেছে। বিপৎসংকুল এই পথ পাড়ি দিতে গিয়ে প্রতিদিনই অসংখ্য প্রাণহানি ঘটছে। তবু থেমে নেই ভয়ংকর সমুদ্রযাত্রা। ভাগ্যান্বেষণের জন্য প্রতিবছর এই রুট ব্যবহার করছে অনেক আফ্রিকান।
তিউনিসিয়ার স্ফ্যাক্স শহরের উপকূলে ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে গেছে। স্ফ্যাক্স বিচার বিভাগের মুখপাত্র ফৌজি মাসমুদি বলেন, ‘রোববার সন্ধ্যা পর্যন্ত আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ডুবে যাওয়া নৌকার ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
ফৌজি মাসমুদি জানান, নৌকাটিতে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ এবং তাঁদের উদ্ধার করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে স্ফ্যাক্স শহরের সৈকত থেকে তাঁরা নৌকাযোগে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন। নৌকাটিতে ৫৭ জন যাত্রী ছিল। স্ফ্যাক্স শহর ১৩০ কিলোমিটার দূরের ইতালির লাম্পেদুসা দ্বীপ ছিল তাঁদের গন্তব্য। কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই তিউনিসিয়া উপকূলেই নৌকাটি ডুবে যায়।
এদিকে মরক্কো কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সোমবার পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে। তাঁরা সেনেগালের নাগরিক। পশ্চিম সাহারা উপকূলের ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে এই প্রাণহানি ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১১ জনকে পশ্চিম সাহারার ডাকলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
১০ ঘণ্টা আগে