
টিকার কার্যকারিতা বাড়াতে যুক্তরাজ্যে মানবদেহে করা হচ্ছে করোনা পরীক্ষা। আর এ জন্য আরও স্বেচ্ছাসেবক চেয়েছে দেশটির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বলছে, এতে টিকার কার্যকর আরও বাড়বে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছরের এপ্রিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবদেহে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। এর তিন মাস আগেই ব্রিটেনে পরীক্ষা চালানোর জন্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার অনুমোদন দেওয়া হয়।
গত মঙ্গলবার একটি বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, গবেষণাটি এখন প্রথম ধাপে রয়েছে। যেখানে দেখা হবে সংক্রমন ছড়াতে কতটুকু ভাইরাসের প্রয়োজন হয়। দ্বিতীয় ধাপে দেখা হবে এই ভাইরাস দেখা হবে একজনকে ভাইরাস থেকে মুক্ত করতে কতটুকু রোগপ্রতিরোধ ক্ষমতার দরকার হয়।
গবেষকরা জানান, তাঁরা করোনার সবচেয়ে দুর্বল ভাইরাস উন্মোচিত করার কাছাকাছি। এটির সংস্পর্শে আসা প্রায় অর্ধেক মানুষই উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন।
ট্রায়ালের জন্য বেছে নেওয়া হচ্ছে এমন স্বেচ্ছাসেবকদের যারা আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। অথবা তাঁরা করোনার দুটি টিকা নিয়ে ফেলেছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক তথা এই ট্রায়ালের প্রধান হেলেন ম্যাকশেন বলেন, ‘করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেতে মানবদেহে কতটা প্রতিরোধ ক্ষমতা জরুরি, তা জানার পর আমরা সেই মাত্রায় অ্যান্টিবডি নতুন কোভিড টিকায় যোগ করতে পারব।’
পরীক্ষা চলাকালীন কোভিডে আক্রান্ত হওয়ার ফলে স্বেচ্ছাসেবকেরা যাতে জীবনের ঝুঁকি দেখা না দেয়, সে দিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা গবেষকদের। তাঁরা জানিয়েছেন, চ্যালেঞ্জ ট্রায়ালের স্বেচ্ছাসেবক হিসাবে ১৮ থেকে ৩০ বছর বয়সি সুস্থসবলদের বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের বাধ্যতামূলকভাবে অন্তত ১৭ দিনের আইসোলেশনে থাকতে হবে। কোনও উপসর্গ দেখা দিলেও স্বেচ্ছাসেবকদের মোনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট করানো হবে বলেও জানিয়েছেন অক্সফোর্ডের গবেষকেরা।

টিকার কার্যকারিতা বাড়াতে যুক্তরাজ্যে মানবদেহে করা হচ্ছে করোনা পরীক্ষা। আর এ জন্য আরও স্বেচ্ছাসেবক চেয়েছে দেশটির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বলছে, এতে টিকার কার্যকর আরও বাড়বে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছরের এপ্রিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবদেহে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। এর তিন মাস আগেই ব্রিটেনে পরীক্ষা চালানোর জন্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার অনুমোদন দেওয়া হয়।
গত মঙ্গলবার একটি বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, গবেষণাটি এখন প্রথম ধাপে রয়েছে। যেখানে দেখা হবে সংক্রমন ছড়াতে কতটুকু ভাইরাসের প্রয়োজন হয়। দ্বিতীয় ধাপে দেখা হবে এই ভাইরাস দেখা হবে একজনকে ভাইরাস থেকে মুক্ত করতে কতটুকু রোগপ্রতিরোধ ক্ষমতার দরকার হয়।
গবেষকরা জানান, তাঁরা করোনার সবচেয়ে দুর্বল ভাইরাস উন্মোচিত করার কাছাকাছি। এটির সংস্পর্শে আসা প্রায় অর্ধেক মানুষই উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন।
ট্রায়ালের জন্য বেছে নেওয়া হচ্ছে এমন স্বেচ্ছাসেবকদের যারা আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। অথবা তাঁরা করোনার দুটি টিকা নিয়ে ফেলেছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক তথা এই ট্রায়ালের প্রধান হেলেন ম্যাকশেন বলেন, ‘করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেতে মানবদেহে কতটা প্রতিরোধ ক্ষমতা জরুরি, তা জানার পর আমরা সেই মাত্রায় অ্যান্টিবডি নতুন কোভিড টিকায় যোগ করতে পারব।’
পরীক্ষা চলাকালীন কোভিডে আক্রান্ত হওয়ার ফলে স্বেচ্ছাসেবকেরা যাতে জীবনের ঝুঁকি দেখা না দেয়, সে দিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা গবেষকদের। তাঁরা জানিয়েছেন, চ্যালেঞ্জ ট্রায়ালের স্বেচ্ছাসেবক হিসাবে ১৮ থেকে ৩০ বছর বয়সি সুস্থসবলদের বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের বাধ্যতামূলকভাবে অন্তত ১৭ দিনের আইসোলেশনে থাকতে হবে। কোনও উপসর্গ দেখা দিলেও স্বেচ্ছাসেবকদের মোনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট করানো হবে বলেও জানিয়েছেন অক্সফোর্ডের গবেষকেরা।

তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু। আক্রান্তদের অধিকাংশই জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, পেটের পীড়া ও নিউমোনিয়ায় ভুগছে। সরকারি হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকেরা।
১৪ ঘণ্টা আগে
সুইস খাদ্যপ্রতিষ্ঠান নেসলে ঘোষণা করেছে, তারা ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ইতালি, সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ থেকে কিছু ব্যাচের শিশুখাদ্য ফর্মুলা প্রত্যাহার করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে
দেশের বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী, প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক বা মেডিকেল অফিসারকে নিজ হাতে
২ দিন আগে
দেশে তিন সপ্তাহ ধরে তীব্র শীত চলছে। কিছু অঞ্চলে দিনের তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই অবস্থায় সারা দেশে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গত দুই মাসে প্রায় ১ লাখ বিভিন্ন বয়সের মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩ দিন আগে