নূরজাহান বেগম

প্রশ্ন: আমার সন্তানের বয়স ছয় বছর। ইদানীং খেয়াল করছি, সে বাথরুমে কম যাচ্ছে। প্রস্রাব ঠিকমতো হচ্ছে না। পানি খেতে বললে খেতে চায় না। তরল কিছু খেতে দিলে খাচ্ছে না। এটা কি কোনো ধরনের অসুখের লক্ষণ?
দেবলীনা রায়, রাজশাহী
ছয় বছরের একটি শিশু কেন প্রস্রাব করতে যাচ্ছে না এবং তরল খাবার খেলে কী সমস্যা হচ্ছে, সেটা সাধারণত বলতে পারে। শিশু ছেলে না মেয়ে, সেটা উল্লেখ করা প্রয়োজন। যদি উপসর্গগুলো হঠাৎ করে এসে থাকে, সে ক্ষেত্রে সংক্রমণ, বিশেষ করে প্রস্রাবের সংক্রমণের আর কোনো লক্ষণ আছে কি না, সেটা দেখতে হবে। এ বিষয়ে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।
তবে কিছু বিষয় খেয়াল করতে হবে, শিশুর দীর্ঘদিন ধরে পায়খানা কষা কি না, খাদ্যের তালিকায় পর্যাপ্ত শাকসবজি, ফলমূল আছে কি না, শিশু নতুন স্কুলে যাওয়া শুরু করেছে কি না এবং স্কুলের ওয়াশরুম তার পছন্দ হচ্ছে কি না ইত্যাদি।
প্রশ্ন: বর্ষার শেষের দিকে এসে খেয়াল করছি, আমার ছেলের পিঠ ভরে গেছে গুটিতে। এটা ঘামাচি নয়। ব্যথাও হয় না। এর কারণে ওর মধ্যে আলাদা কোনো অসুস্থতাও লক্ষ করিনি। তবে এই গুটিগুলো যাচ্ছে না কোনোভাবেই। ঘামাচির পাউডার ব্যবহার করেও সমাধান পাইনি। ছেলের বয়স সাত বছর।
রাফিয়া খন্দকার, সিলেট
সাধারণত চামড়ায় যেকোনো ধরনের গুটি কিংবা পরিবর্তন এলে সেটা সরাসরি না দেখে মন্তব্য করা সম্ভব হয় না। চামড়ার অনেক পরিবর্তন তেমন কোনো জটিলতা তৈরি করে না। আবার অনেক পরিবর্তন বিভিন্ন রোগের সঙ্গে সম্পৃক্ত। তাই সরাসরি শিশু কিংবা চর্মরোগ বিশেষজ্ঞের পরমার্শ নেওয়া বাঞ্ছনীয়।
পরামর্শ দিয়েছেন, নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক এইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

প্রশ্ন: আমার সন্তানের বয়স ছয় বছর। ইদানীং খেয়াল করছি, সে বাথরুমে কম যাচ্ছে। প্রস্রাব ঠিকমতো হচ্ছে না। পানি খেতে বললে খেতে চায় না। তরল কিছু খেতে দিলে খাচ্ছে না। এটা কি কোনো ধরনের অসুখের লক্ষণ?
দেবলীনা রায়, রাজশাহী
ছয় বছরের একটি শিশু কেন প্রস্রাব করতে যাচ্ছে না এবং তরল খাবার খেলে কী সমস্যা হচ্ছে, সেটা সাধারণত বলতে পারে। শিশু ছেলে না মেয়ে, সেটা উল্লেখ করা প্রয়োজন। যদি উপসর্গগুলো হঠাৎ করে এসে থাকে, সে ক্ষেত্রে সংক্রমণ, বিশেষ করে প্রস্রাবের সংক্রমণের আর কোনো লক্ষণ আছে কি না, সেটা দেখতে হবে। এ বিষয়ে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।
তবে কিছু বিষয় খেয়াল করতে হবে, শিশুর দীর্ঘদিন ধরে পায়খানা কষা কি না, খাদ্যের তালিকায় পর্যাপ্ত শাকসবজি, ফলমূল আছে কি না, শিশু নতুন স্কুলে যাওয়া শুরু করেছে কি না এবং স্কুলের ওয়াশরুম তার পছন্দ হচ্ছে কি না ইত্যাদি।
প্রশ্ন: বর্ষার শেষের দিকে এসে খেয়াল করছি, আমার ছেলের পিঠ ভরে গেছে গুটিতে। এটা ঘামাচি নয়। ব্যথাও হয় না। এর কারণে ওর মধ্যে আলাদা কোনো অসুস্থতাও লক্ষ করিনি। তবে এই গুটিগুলো যাচ্ছে না কোনোভাবেই। ঘামাচির পাউডার ব্যবহার করেও সমাধান পাইনি। ছেলের বয়স সাত বছর।
রাফিয়া খন্দকার, সিলেট
সাধারণত চামড়ায় যেকোনো ধরনের গুটি কিংবা পরিবর্তন এলে সেটা সরাসরি না দেখে মন্তব্য করা সম্ভব হয় না। চামড়ার অনেক পরিবর্তন তেমন কোনো জটিলতা তৈরি করে না। আবার অনেক পরিবর্তন বিভিন্ন রোগের সঙ্গে সম্পৃক্ত। তাই সরাসরি শিশু কিংবা চর্মরোগ বিশেষজ্ঞের পরমার্শ নেওয়া বাঞ্ছনীয়।
পরামর্শ দিয়েছেন, নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক এইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

জীবনে রঙের অস্তিত্ব না থাকলে কেমন হতো? নির্জীব, একঘেয়ে কেমন যেন নিরানন্দ কিংবা নেই কোনো উৎসাহ-উদ্দীপনা। রঙিন কিছু দেখলেই আমাদের মন যেন উৎফুল্ল হয়ে ওঠে, খাবারের বেলায়ও এটি একই রকম সত্য।
৪ দিন আগে
ওজন কমানোর সিদ্ধান্ত নেওয়া যেমন কঠিন, সেই সিদ্ধান্তে দীর্ঘদিন অটল থাকা অনেকের ক্ষেত্রে আরও কঠিন। সঠিক অনুপ্রেরণা না থাকলে ওজন কমানো শুরু করাই কঠিন হয়ে পড়ে। আর শুরু করলেও মাঝপথে থেমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু বাস্তবসম্মত কৌশল অনুসরণ করলে ওজন কমানোর লক্ষ্য অর্জন সহজ হতে পারে।
৫ দিন আগে
থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন কিংবা প্রাণরস। এটি গলার সামনে থেকে নিঃসৃত হলেও সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং পুরো শরীরে কাজ করে।
৫ দিন আগে
সুষম খাবারের ৬টি উপাদানের অন্যতম ভিটামিন ও খনিজ লবণ। এগুলো আমাদের শরীরের চালিকাশক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। শরীরের একেকটি অঙ্গের সুরক্ষায় একেক ধরনের ভিটামিন প্রয়োজন হয়। যেমন চুল ও চোখের সুরক্ষায় ভিটামিন ‘এ’, ত্বকের সুরক্ষায় ভিটামিন ‘বি’ ও ‘সি’, হাড় ও দাঁতের সুরক্ষায় ভিটামিন ‘ডি’ প্রয়োজন হয়।
৫ দিন আগে