আজকের পত্রিকা ডেস্ক

পরিবারের শিশুটির জন্য খাবার বাছাইয়ের ক্ষেত্রে তাজা ফল, সবজি, মাছসহ স্বাস্থ্যকর খাবার বাছাই করা হয়ে থাকে। সে অনুযায়ী পরিবারের শিশু সদস্যটি কী ধরনের পানীয় গ্রহণ করছে, সেদিকে খেয়াল রাখছেন তো? অনেকেই শিশু-কিশোরদের পানীয় গ্রহণের পরিমাণ বা কী ধরনের পানীয় গ্রহণ করা ক্ষতিকর, সে বিষয়ে খেয়াল রাখেন না। তবে চারটি মার্কিন শীর্ষস্থানীয় জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি সংস্থা এক গবেষণায় সুপারিশ করেছে, শিশুরা কী পানীয় গ্রহণ করছে এবং কতটুকু পরিমাণে, সেটিও বিবেচনায় রাখা উচিত।
গবেষণায় স্কুলবয়সী শিশু ও কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যকর পানীয় গ্রহণের সুপারিশ করা হয়েছে। বয়স অনুযায়ী পানির চাহিদা, পানীয়ের ধরন, সীমিত পরিমাণে গ্রহণযোগ্য পানীয় এবং যেসব পানীয় এড়িয়ে চলা উচিত, সে কথা বলা আছে।
শিশুদের কতটুকু দুধ পান করা উচিত, জুস বা জুসজাতীয় পানীয় কি সুপারিশযোগ্য এবং স্পোর্টস ড্রিংক শিশুদের জন্য স্বাস্থ্যকর কি না—এসব বিষয় অভিভাবকদের ভাবনায় রাখা উচিত।
এসব বিষয়ে সিএনএন জরুরি বিভাগের চিকিৎসক এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অ্যাডজাংক্ট সহযোগী অধ্যাপক ড. লিয়ানা ওয়েনের সঙ্গে কথা বলেছে। দুই সন্তানের জননী লিয়ানা বাল্টিমোরের স্বাস্থ্য কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
লিয়ানা ওয়েন বলেন, বাবা-মায়েরা যেভাবে তাদের সন্তানের খাবার নিয়ে সচেতন, ঠিক সেভাবেই তাদের পানীয়ের ব্যাপারেও গুরুত্ব দেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের প্রতিদিন প্রায় ৪০ আউন্স (প্রায় ৫ কাপ) তরল পান করা উচিত। ৯ থেকে ১৩ বছর বয়সীদের জন্য এই পরিমাণ ৫৪ থেকে ৬১ আউন্স (প্রায় ৭ থেকে ৭.৫ কাপ) এবং ১৪ থেকে ১৮ বছর বয়সীদের জন্য এটি ৬১ থেকে ৮৮ আউন্স (প্রায় ৭.৫ থেকে ১১ কাপ) হওয়া উচিত।
লিয়ানা বলেন, শিশুর মোট জলীয় চাহিদা তার শারীরিক গঠন, দৈনন্দিন শারীরিক কার্যকলাপের মাত্রা এবং আবহাওয়ার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। শিশুদের পানির চাহিদার বেশির ভাগই পানি থেকেই পূরণ করা সম্ভব।
সিএনএনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, শিশুরা যে দুধ ও জুস খেতে পছন্দ করে, সেগুলোর বেলায় কী হবে? লিয়ানা বলেন, বিশেষজ্ঞরা সাধারণত পাস্তুরিত দুধ পান করার পরামর্শ দেন—৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন সর্বোচ্চ ২০ আউন্স এবং বয়স্ক শিশুদের জন্য সর্বোচ্চ ২৪ আউন্স। তবে মিষ্টি-স্বাদযুক্ত দুধ (যেমন চকোলেট দুধ, স্ট্রবেরি দুধ ইত্যাদি) সুপারিশ করা হয় না, কারণ এতে প্রতি পরিবেশনে উচ্চমাত্রায় সংযোজিত চিনি থাকে।
জুসের পরিমাণ এর চেয়ে কম হওয়া উচিত বলে মনে করেন লিয়ানা। তিনি বলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে শিশুদের জুস পান করার কোনো প্রয়োজন নেই। বরং তাদের দৈনিক ফলের চাহিদা পুরো ফল খেয়ে পূরণ করাই সবচেয়ে ভালো।
যারা স্কুলের পর বা অবসর সময়ে খেলাধুলায় অংশ নেয়, তারা কীভাবে জলীয় চাহিদা পূরণ করবে—এই প্রশ্নের জবাবে ড. লিয়ানা বলেন, শিশুদের স্পোর্টস ড্রিংক না দেওয়াই ভালো। অনেক স্পোর্টস ড্রিংকে উচ্চমাত্রার চিনি থাকে, যা অস্বাস্থ্যকর। সাধারণত এগুলোর প্রয়োজন হয় না। শরীরের জলীয় চাহিদা শুধু পানির মাধ্যমেই পূরণ করা সম্ভব।
লিয়ানা আরও বলেন, কিছু স্পোর্টস ড্রিংক এনার্জি ড্রিংক হিসেবে বাজারজাত করা হয়, যাতে ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদান থাকতে পারে। ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদানযুক্ত পানীয় শিশু ও কিশোরদের কখনোই দেওয়া যাবে না।
শিশুদের তরল গ্রহণের জন্য মিষ্টি পানীয়র ওপর নির্ভর না করে সাধারণ পানি পান করার অভ্যাস গড়ে তুলতে বলেন ড. লিয়ানা। তিনি আরও বলেন, পাস্তুরিত দুধও একটি ভালো বিকল্প। ১০০ শতাংশ বিশুদ্ধ জুস অল্প পরিমাণে গ্রহণ করা যেতে পারে, তবে ফ্লেভারযুক্ত দুধ ও জুসজাতীয় পানীয়সহ অন্যান্য পানীয় দৈনন্দিন খাদ্যতালিকার অংশ হওয়া উচিত নয়।
ড. লিয়ানা বলেন, ‘আমার পরিবারও সাধারণত এভাবেই চলে। আমরা পানীয় হিসেবে প্রধানত পানি ও দুধের ওপর গুরুত্ব দিই। জুসকে বিশেষ উপলক্ষের খাবার হিসেবে ধরা হয়, প্রতিদিন দেওয়া হয় না। যদি আমার সন্তানেরা কোনো পার্টিতে যায় এবং সেখানে জুসজাতীয় পানীয় থাকে, আমরা তাদের সেটি পান করতে দিই। তবে ব্যাখ্যা করি যে, এটি বিশেষ উপলক্ষের পানীয়। আমরা সোডা, স্পোর্টস ড্রিংক বা এনার্জি ড্রিংক দিই না।’

পরিবারের শিশুটির জন্য খাবার বাছাইয়ের ক্ষেত্রে তাজা ফল, সবজি, মাছসহ স্বাস্থ্যকর খাবার বাছাই করা হয়ে থাকে। সে অনুযায়ী পরিবারের শিশু সদস্যটি কী ধরনের পানীয় গ্রহণ করছে, সেদিকে খেয়াল রাখছেন তো? অনেকেই শিশু-কিশোরদের পানীয় গ্রহণের পরিমাণ বা কী ধরনের পানীয় গ্রহণ করা ক্ষতিকর, সে বিষয়ে খেয়াল রাখেন না। তবে চারটি মার্কিন শীর্ষস্থানীয় জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি সংস্থা এক গবেষণায় সুপারিশ করেছে, শিশুরা কী পানীয় গ্রহণ করছে এবং কতটুকু পরিমাণে, সেটিও বিবেচনায় রাখা উচিত।
গবেষণায় স্কুলবয়সী শিশু ও কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যকর পানীয় গ্রহণের সুপারিশ করা হয়েছে। বয়স অনুযায়ী পানির চাহিদা, পানীয়ের ধরন, সীমিত পরিমাণে গ্রহণযোগ্য পানীয় এবং যেসব পানীয় এড়িয়ে চলা উচিত, সে কথা বলা আছে।
শিশুদের কতটুকু দুধ পান করা উচিত, জুস বা জুসজাতীয় পানীয় কি সুপারিশযোগ্য এবং স্পোর্টস ড্রিংক শিশুদের জন্য স্বাস্থ্যকর কি না—এসব বিষয় অভিভাবকদের ভাবনায় রাখা উচিত।
এসব বিষয়ে সিএনএন জরুরি বিভাগের চিকিৎসক এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অ্যাডজাংক্ট সহযোগী অধ্যাপক ড. লিয়ানা ওয়েনের সঙ্গে কথা বলেছে। দুই সন্তানের জননী লিয়ানা বাল্টিমোরের স্বাস্থ্য কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
লিয়ানা ওয়েন বলেন, বাবা-মায়েরা যেভাবে তাদের সন্তানের খাবার নিয়ে সচেতন, ঠিক সেভাবেই তাদের পানীয়ের ব্যাপারেও গুরুত্ব দেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের প্রতিদিন প্রায় ৪০ আউন্স (প্রায় ৫ কাপ) তরল পান করা উচিত। ৯ থেকে ১৩ বছর বয়সীদের জন্য এই পরিমাণ ৫৪ থেকে ৬১ আউন্স (প্রায় ৭ থেকে ৭.৫ কাপ) এবং ১৪ থেকে ১৮ বছর বয়সীদের জন্য এটি ৬১ থেকে ৮৮ আউন্স (প্রায় ৭.৫ থেকে ১১ কাপ) হওয়া উচিত।
লিয়ানা বলেন, শিশুর মোট জলীয় চাহিদা তার শারীরিক গঠন, দৈনন্দিন শারীরিক কার্যকলাপের মাত্রা এবং আবহাওয়ার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। শিশুদের পানির চাহিদার বেশির ভাগই পানি থেকেই পূরণ করা সম্ভব।
সিএনএনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, শিশুরা যে দুধ ও জুস খেতে পছন্দ করে, সেগুলোর বেলায় কী হবে? লিয়ানা বলেন, বিশেষজ্ঞরা সাধারণত পাস্তুরিত দুধ পান করার পরামর্শ দেন—৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন সর্বোচ্চ ২০ আউন্স এবং বয়স্ক শিশুদের জন্য সর্বোচ্চ ২৪ আউন্স। তবে মিষ্টি-স্বাদযুক্ত দুধ (যেমন চকোলেট দুধ, স্ট্রবেরি দুধ ইত্যাদি) সুপারিশ করা হয় না, কারণ এতে প্রতি পরিবেশনে উচ্চমাত্রায় সংযোজিত চিনি থাকে।
জুসের পরিমাণ এর চেয়ে কম হওয়া উচিত বলে মনে করেন লিয়ানা। তিনি বলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে শিশুদের জুস পান করার কোনো প্রয়োজন নেই। বরং তাদের দৈনিক ফলের চাহিদা পুরো ফল খেয়ে পূরণ করাই সবচেয়ে ভালো।
যারা স্কুলের পর বা অবসর সময়ে খেলাধুলায় অংশ নেয়, তারা কীভাবে জলীয় চাহিদা পূরণ করবে—এই প্রশ্নের জবাবে ড. লিয়ানা বলেন, শিশুদের স্পোর্টস ড্রিংক না দেওয়াই ভালো। অনেক স্পোর্টস ড্রিংকে উচ্চমাত্রার চিনি থাকে, যা অস্বাস্থ্যকর। সাধারণত এগুলোর প্রয়োজন হয় না। শরীরের জলীয় চাহিদা শুধু পানির মাধ্যমেই পূরণ করা সম্ভব।
লিয়ানা আরও বলেন, কিছু স্পোর্টস ড্রিংক এনার্জি ড্রিংক হিসেবে বাজারজাত করা হয়, যাতে ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদান থাকতে পারে। ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদানযুক্ত পানীয় শিশু ও কিশোরদের কখনোই দেওয়া যাবে না।
শিশুদের তরল গ্রহণের জন্য মিষ্টি পানীয়র ওপর নির্ভর না করে সাধারণ পানি পান করার অভ্যাস গড়ে তুলতে বলেন ড. লিয়ানা। তিনি আরও বলেন, পাস্তুরিত দুধও একটি ভালো বিকল্প। ১০০ শতাংশ বিশুদ্ধ জুস অল্প পরিমাণে গ্রহণ করা যেতে পারে, তবে ফ্লেভারযুক্ত দুধ ও জুসজাতীয় পানীয়সহ অন্যান্য পানীয় দৈনন্দিন খাদ্যতালিকার অংশ হওয়া উচিত নয়।
ড. লিয়ানা বলেন, ‘আমার পরিবারও সাধারণত এভাবেই চলে। আমরা পানীয় হিসেবে প্রধানত পানি ও দুধের ওপর গুরুত্ব দিই। জুসকে বিশেষ উপলক্ষের খাবার হিসেবে ধরা হয়, প্রতিদিন দেওয়া হয় না। যদি আমার সন্তানেরা কোনো পার্টিতে যায় এবং সেখানে জুসজাতীয় পানীয় থাকে, আমরা তাদের সেটি পান করতে দিই। তবে ব্যাখ্যা করি যে, এটি বিশেষ উপলক্ষের পানীয়। আমরা সোডা, স্পোর্টস ড্রিংক বা এনার্জি ড্রিংক দিই না।’

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
১ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
২ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
২ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
২ দিন আগে