
রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) একটি নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছে। আজ সোমবার আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী এ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ জনসংযোগ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন কেন্দ্রের মাধ্যমে মিরপুর এবং আশপাশের এলাকার প্রায় ১০ লাখ মানুষের আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা দেওয়া যাবে। এ কেন্দ্রে দেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব রয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির, টমাস লিয়াম ব্যারি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফিরদৌসী কাদরী বলেন, ‘আমরা সব সময় মানুষকে ল্যাবরেটরি পরীক্ষা এবং রোগ শনাক্তকরণের ক্ষেত্রে সর্বোত্তম সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে মিরপুরে আমাদের নতুন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো। আমরা মিরপুর এবং আশপাশের এলাকার বাসিন্দাদের আমাদের বিশ্বমানের পরিষেবা গ্রহণে উৎসাহিত করছি। কেননা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তি সবার জন্যই সহজ হওয়া উচিত।’
ডা. মো. ফজলুল কবির বলেন, ‘নতুন ডায়াগনস্টিক সেন্টারটির অবস্থান কৌশলগতভাবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে মিরপুরের বাসিন্দারাই নয়; বরং উত্তরা, আগারগাঁও এবং ফার্মগেট এলাকার বাসিন্দারাও মেট্রোরেলের মাধ্যমে এখানে আসতে পারবেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে এসব এলাকায় বসবাসকারীরা উপকৃত হবেন।’
প্রসঙ্গত, নমুনা সংগ্রহ কেন্দ্রটি মিরপুর ১১ মেট্রো রেলস্টেশনের পশ্চিম দিকে শাগুফতা আরএম সেন্টার, প্লট ১৬-১৭, মেইন রোড, মিরপুর ১১, ঢাকা ১২০৬-এ অবস্থিত। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতিবছর আইসিডিডিআরবির ঢাকা ও মতলব হাসপাতালে আগত রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবাদানে সহায়তা করে।

রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) একটি নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছে। আজ সোমবার আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী এ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ জনসংযোগ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন কেন্দ্রের মাধ্যমে মিরপুর এবং আশপাশের এলাকার প্রায় ১০ লাখ মানুষের আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা দেওয়া যাবে। এ কেন্দ্রে দেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব রয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির, টমাস লিয়াম ব্যারি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফিরদৌসী কাদরী বলেন, ‘আমরা সব সময় মানুষকে ল্যাবরেটরি পরীক্ষা এবং রোগ শনাক্তকরণের ক্ষেত্রে সর্বোত্তম সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে মিরপুরে আমাদের নতুন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো। আমরা মিরপুর এবং আশপাশের এলাকার বাসিন্দাদের আমাদের বিশ্বমানের পরিষেবা গ্রহণে উৎসাহিত করছি। কেননা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তি সবার জন্যই সহজ হওয়া উচিত।’
ডা. মো. ফজলুল কবির বলেন, ‘নতুন ডায়াগনস্টিক সেন্টারটির অবস্থান কৌশলগতভাবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে মিরপুরের বাসিন্দারাই নয়; বরং উত্তরা, আগারগাঁও এবং ফার্মগেট এলাকার বাসিন্দারাও মেট্রোরেলের মাধ্যমে এখানে আসতে পারবেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে এসব এলাকায় বসবাসকারীরা উপকৃত হবেন।’
প্রসঙ্গত, নমুনা সংগ্রহ কেন্দ্রটি মিরপুর ১১ মেট্রো রেলস্টেশনের পশ্চিম দিকে শাগুফতা আরএম সেন্টার, প্লট ১৬-১৭, মেইন রোড, মিরপুর ১১, ঢাকা ১২০৬-এ অবস্থিত। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতিবছর আইসিডিডিআরবির ঢাকা ও মতলব হাসপাতালে আগত রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবাদানে সহায়তা করে।

দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে।
৩ দিন আগে
কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের সবার কমবেশি জানাশোনা আছে। তবে এটি জেনে রাখা ভালো যে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এ ছাড়া বয়স্ক মানুষ ও নারীদের এটি হওয়ার হার বেশি। ফলে শীতকালে অন্য সময়ের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এর অনেক কারণ রয়েছে।
৪ দিন আগে
শীতের হিমেল হাওয়া আমাদের ত্বকে টান ধরায়। শুধু তা-ই নয়, এটি আমাদের কানের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শীতকালীন ঠান্ডা ও আর্দ্রতা কানে ইনফেকশন থেকে শুরু করে শ্রবণশক্তির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে।
৪ দিন আগে
ঘুম ভালো হওয়া সুস্থ জীবনের অন্যতম শর্ত। কিন্তু বিভিন্ন কারণে বর্তমান জীবনে অনিদ্রা অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ পর্যাপ্ত ও সময়মতো ঘুম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং শরীরের জন্য উপকারী।
৪ দিন আগে