Ajker Patrika

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঢাকা ডেঙ্গু ওয়ার্ডে রোগীরা। ছবি: হাসান রাজা
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঢাকা ডেঙ্গু ওয়ার্ডে রোগীরা। ছবি: হাসান রাজা

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী।

আজ শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৭৮৯ জন ডেঙ্গু রোগী। আর তাদের মধ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত ব্যক্তি (৬০) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি বরগুনায়।

নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮, রাজধানীর হাসপাতালগুলোতে ৬৫, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৫৮, ময়মনসিংহে (সিটি করপোরেশন বাদে) ৬, খুলনায় ৯ এবং রাজশাহীতে ৫৭ জন ভর্তি হয়।

বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৩৯ জন। বাকি রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সরকারের তথ্য বলছে, চলতি মাসে ৬ হাজার ৪৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর জুনে ভর্তি হয়েছিল ৫ হাজার ৯৫১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি মাসে ২০ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ বছরের জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ এবং জুনে ১৯ জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

আল জাজিরার বিশ্লেষণ: খালেদা জিয়ার উত্তরাধিকার কি তাঁর ছেলে এগিয়ে নিতে পারবেন?

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত