Ajker Patrika

সুখীর নারী দিবসের বিশেষ স্বাস্থ্য প্যাকেজ অফার

অনলাইন ডেস্ক
নারী দিবস উপলক্ষে বিশেষ স্বাস্থ্য প্যাকেজ অফার দিচ্ছে সুখী। ছবি: সংগৃহীত
নারী দিবস উপলক্ষে বিশেষ স্বাস্থ্য প্যাকেজ অফার দিচ্ছে সুখী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুখী থাইরয়েড এবং ব্লাড সুগার সমস্যা সমাধানের মাধ্যমে নারীদের সুস্থতা বজায় রাখার জন্য একটি বিশেষ স্বাস্থ্য প্যাকেজ চালু করেছে। থাইরয়েড, হরমোনের ভারসাম্যহীনতা এবং ব্লাড সুগার ওঠানামা একজন নারীর প্রজনন স্বাস্থ্য, শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে।

নারী দিবসের এই বিশেষ প্যাকেজে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে—থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (টিএসএইচ) এবং র‍্যান্ডম ব্লাড সুগার (আরবিএস)—যা নারীদের তাদের স্বাস্থ্য কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করবে।

মূলত ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এই প্যাকেজটি এখন ৭২০ টাকা বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। এ ছাড়া, হোম ল্যাব কালেকশন পরিষেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আরও বিস্তারিত তথ্য এবং বুকিং এর জন্য ভিজিট করুন: https://shukhee.com/subscription-package?id=25

এই সীমিত সময়ের অফারের মাধ্যমে, সুখীর লক্ষ্য হল মহিলাদের তাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে উৎসাহিত করা, প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষাগুলিকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা। এই উদ্যোগটি নারীদের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রচারের প্রতি সুখীর প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

আগ্রহীরা সুখীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা তাদের হেল্পলাইন ১০৬৫৭ নম্বরে কল করে অনলাইনে তাদের পরীক্ষা বুক করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত