ইগলস সিনড্রোম
ডা. মো. আব্দুল হাফিজ শাফী

ইগলস সিনড্রোম হলো নাক-কান-গলা বিভাগের অন্তর্গত একটি সমস্যা। গলায় টনসিলের ঠিক নিচে একটি হাড় থাকে। তার নাম স্টাইলয়েড প্রসেস। এর স্বাভাবিক দৈর্ঘ্য আড়াই থেকে তিন সেন্টিমিটারের কম। কোনো কারণে এই হাড় চার সেন্টিমিটারের বেশি লম্বা হলে অথবা স্টাইলোহাইওয়েড লিগামেন্ট ক্যালসিফাই বা শক্ত হয়ে গেলে আশপাশের স্নায়ু এবং রক্তনালির ওপর চাপ সৃষ্টি হয়। এ কারণে ঘাড়, গলা, চোয়াল ও কানে ব্যথা হয়। কখনো কখনো এর জন্য মাথাব্যথা হয়। এই অবস্থাই হলো ইগলস সিনড্রোম।
যে সমস্যাগুলো দেখা দিতে পারে
যেসব কারণে এই সমস্যা হয়
শারীরিক পরীক্ষা, এক্স-রে স্টাইলয়েড প্রসেস ও সিটি স্ক্যানের মাধ্যমে এ রোগ শনাক্ত করা যায়। ওষুধ ও অপারেশন—এই দুই পদ্ধতিতে ইগলস সিনড্রোমের চিকিৎসা করা হয়।
ওষুধের মাধ্যমে চিকিৎসা
অধিকাংশ ক্ষেত্রে রোগী মারাত্মক কষ্টে না ভুগলে চিকিৎসকেরা কাউন্সেলিং করে অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা করেন। এ ক্ষেত্রে ব্যথানাশক, স্নায়ুজনিত ব্যথার ওষুধ, লোকাল স্টেরয়েড বা লিডোকেইন ইনজেকশন ব্যবহার করা হয়।
অস্ত্রোপচার
এই মাধ্যমে স্টাইলয়েড হাড় অপসারণ করা হয়। মুখের ভেতর দিয়ে ও ঘাড় কেটে হাড় অপারেশন করা যায়। মুখের ভেতর দিয়ে অপারেশন করা নিরাপদ। এতে বাইরে কোনো দাগ থাকে না এবং সীমিত পরিসরে কাজ করা যায়। ইগলস সিনড্রোমকে প্রায় সময় উপেক্ষা করা হয় রোগ হিসেবে। নির্ভুলভাবে নির্ণয় করা গেলে চিকিৎসা সহজ ও কার্যকর।
লেখক: ডা. মো. আব্দুল হাফিজ শাফী এফসিপিএস (ইএনটি), আবাসিক সার্জন (ইএনটি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

ইগলস সিনড্রোম হলো নাক-কান-গলা বিভাগের অন্তর্গত একটি সমস্যা। গলায় টনসিলের ঠিক নিচে একটি হাড় থাকে। তার নাম স্টাইলয়েড প্রসেস। এর স্বাভাবিক দৈর্ঘ্য আড়াই থেকে তিন সেন্টিমিটারের কম। কোনো কারণে এই হাড় চার সেন্টিমিটারের বেশি লম্বা হলে অথবা স্টাইলোহাইওয়েড লিগামেন্ট ক্যালসিফাই বা শক্ত হয়ে গেলে আশপাশের স্নায়ু এবং রক্তনালির ওপর চাপ সৃষ্টি হয়। এ কারণে ঘাড়, গলা, চোয়াল ও কানে ব্যথা হয়। কখনো কখনো এর জন্য মাথাব্যথা হয়। এই অবস্থাই হলো ইগলস সিনড্রোম।
যে সমস্যাগুলো দেখা দিতে পারে
যেসব কারণে এই সমস্যা হয়
শারীরিক পরীক্ষা, এক্স-রে স্টাইলয়েড প্রসেস ও সিটি স্ক্যানের মাধ্যমে এ রোগ শনাক্ত করা যায়। ওষুধ ও অপারেশন—এই দুই পদ্ধতিতে ইগলস সিনড্রোমের চিকিৎসা করা হয়।
ওষুধের মাধ্যমে চিকিৎসা
অধিকাংশ ক্ষেত্রে রোগী মারাত্মক কষ্টে না ভুগলে চিকিৎসকেরা কাউন্সেলিং করে অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা করেন। এ ক্ষেত্রে ব্যথানাশক, স্নায়ুজনিত ব্যথার ওষুধ, লোকাল স্টেরয়েড বা লিডোকেইন ইনজেকশন ব্যবহার করা হয়।
অস্ত্রোপচার
এই মাধ্যমে স্টাইলয়েড হাড় অপসারণ করা হয়। মুখের ভেতর দিয়ে ও ঘাড় কেটে হাড় অপারেশন করা যায়। মুখের ভেতর দিয়ে অপারেশন করা নিরাপদ। এতে বাইরে কোনো দাগ থাকে না এবং সীমিত পরিসরে কাজ করা যায়। ইগলস সিনড্রোমকে প্রায় সময় উপেক্ষা করা হয় রোগ হিসেবে। নির্ভুলভাবে নির্ণয় করা গেলে চিকিৎসা সহজ ও কার্যকর।
লেখক: ডা. মো. আব্দুল হাফিজ শাফী এফসিপিএস (ইএনটি), আবাসিক সার্জন (ইএনটি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

দেশে তিন সপ্তাহ ধরে তীব্র শীত চলছে। কিছু অঞ্চলে দিনের তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই অবস্থায় সারা দেশে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গত দুই মাসে প্রায় ১ লাখ বিভিন্ন বয়সের মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সুষম খাবারের অন্যতম উপাদান হচ্ছে চর্বি বা ফ্যাট। চর্বিযুক্ত খাবার মানেই খারাপ, বিষয়টি তেমন নয়। তবে সেই চর্বি বাছাই করা শিখতে হবে এবং জানতে হবে, কোন চর্বি ভালো আর কোনটি খারাপ। যেমন মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড—এই ক্যাটাগরির চর্বি ভালো কিংবা গুড ফ্যাট।
২ দিন আগে
নতুন বছর মানেই নতুন আশা, নতুন পরিকল্পনা এবং নিজের যত্ন নেওয়ার নতুন অঙ্গীকার। শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখের যত্নও সমান গুরুত্বপূর্ণ। আধুনিক জীবনে মোবাইল ফোন, কম্পিউটার ও টিভির অতিরিক্ত ব্যবহারের কারণে চোখের ওপর চাপ বাড়ছে।
২ দিন আগে
নতুন বছরের শুরুতে আমাদের সবার মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের এক বাড়তি উদ্দীপনা কাজ করে। জিমগুলোতে মানুষের ভিড় বাড়ে, নতুন সব ওয়ার্কআউট প্ল্যান তৈরি হয়। তবে ফিটনেসের মূল চাবিকাঠি কঠোর পরিশ্রম নয়, বরং ধারাবাহিকতা।
২ দিন আগে