ইগলস সিনড্রোম
ডা. মো. আব্দুল হাফিজ শাফী

ইগলস সিনড্রোম হলো নাক-কান-গলা বিভাগের অন্তর্গত একটি সমস্যা। গলায় টনসিলের ঠিক নিচে একটি হাড় থাকে। তার নাম স্টাইলয়েড প্রসেস। এর স্বাভাবিক দৈর্ঘ্য আড়াই থেকে তিন সেন্টিমিটারের কম। কোনো কারণে এই হাড় চার সেন্টিমিটারের বেশি লম্বা হলে অথবা স্টাইলোহাইওয়েড লিগামেন্ট ক্যালসিফাই বা শক্ত হয়ে গেলে আশপাশের স্নায়ু এবং রক্তনালির ওপর চাপ সৃষ্টি হয়। এ কারণে ঘাড়, গলা, চোয়াল ও কানে ব্যথা হয়। কখনো কখনো এর জন্য মাথাব্যথা হয়। এই অবস্থাই হলো ইগলস সিনড্রোম।
যে সমস্যাগুলো দেখা দিতে পারে
যেসব কারণে এই সমস্যা হয়
শারীরিক পরীক্ষা, এক্স-রে স্টাইলয়েড প্রসেস ও সিটি স্ক্যানের মাধ্যমে এ রোগ শনাক্ত করা যায়। ওষুধ ও অপারেশন—এই দুই পদ্ধতিতে ইগলস সিনড্রোমের চিকিৎসা করা হয়।
ওষুধের মাধ্যমে চিকিৎসা
অধিকাংশ ক্ষেত্রে রোগী মারাত্মক কষ্টে না ভুগলে চিকিৎসকেরা কাউন্সেলিং করে অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা করেন। এ ক্ষেত্রে ব্যথানাশক, স্নায়ুজনিত ব্যথার ওষুধ, লোকাল স্টেরয়েড বা লিডোকেইন ইনজেকশন ব্যবহার করা হয়।
অস্ত্রোপচার
এই মাধ্যমে স্টাইলয়েড হাড় অপসারণ করা হয়। মুখের ভেতর দিয়ে ও ঘাড় কেটে হাড় অপারেশন করা যায়। মুখের ভেতর দিয়ে অপারেশন করা নিরাপদ। এতে বাইরে কোনো দাগ থাকে না এবং সীমিত পরিসরে কাজ করা যায়। ইগলস সিনড্রোমকে প্রায় সময় উপেক্ষা করা হয় রোগ হিসেবে। নির্ভুলভাবে নির্ণয় করা গেলে চিকিৎসা সহজ ও কার্যকর।
লেখক: ডা. মো. আব্দুল হাফিজ শাফী এফসিপিএস (ইএনটি), আবাসিক সার্জন (ইএনটি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

ইগলস সিনড্রোম হলো নাক-কান-গলা বিভাগের অন্তর্গত একটি সমস্যা। গলায় টনসিলের ঠিক নিচে একটি হাড় থাকে। তার নাম স্টাইলয়েড প্রসেস। এর স্বাভাবিক দৈর্ঘ্য আড়াই থেকে তিন সেন্টিমিটারের কম। কোনো কারণে এই হাড় চার সেন্টিমিটারের বেশি লম্বা হলে অথবা স্টাইলোহাইওয়েড লিগামেন্ট ক্যালসিফাই বা শক্ত হয়ে গেলে আশপাশের স্নায়ু এবং রক্তনালির ওপর চাপ সৃষ্টি হয়। এ কারণে ঘাড়, গলা, চোয়াল ও কানে ব্যথা হয়। কখনো কখনো এর জন্য মাথাব্যথা হয়। এই অবস্থাই হলো ইগলস সিনড্রোম।
যে সমস্যাগুলো দেখা দিতে পারে
যেসব কারণে এই সমস্যা হয়
শারীরিক পরীক্ষা, এক্স-রে স্টাইলয়েড প্রসেস ও সিটি স্ক্যানের মাধ্যমে এ রোগ শনাক্ত করা যায়। ওষুধ ও অপারেশন—এই দুই পদ্ধতিতে ইগলস সিনড্রোমের চিকিৎসা করা হয়।
ওষুধের মাধ্যমে চিকিৎসা
অধিকাংশ ক্ষেত্রে রোগী মারাত্মক কষ্টে না ভুগলে চিকিৎসকেরা কাউন্সেলিং করে অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা করেন। এ ক্ষেত্রে ব্যথানাশক, স্নায়ুজনিত ব্যথার ওষুধ, লোকাল স্টেরয়েড বা লিডোকেইন ইনজেকশন ব্যবহার করা হয়।
অস্ত্রোপচার
এই মাধ্যমে স্টাইলয়েড হাড় অপসারণ করা হয়। মুখের ভেতর দিয়ে ও ঘাড় কেটে হাড় অপারেশন করা যায়। মুখের ভেতর দিয়ে অপারেশন করা নিরাপদ। এতে বাইরে কোনো দাগ থাকে না এবং সীমিত পরিসরে কাজ করা যায়। ইগলস সিনড্রোমকে প্রায় সময় উপেক্ষা করা হয় রোগ হিসেবে। নির্ভুলভাবে নির্ণয় করা গেলে চিকিৎসা সহজ ও কার্যকর।
লেখক: ডা. মো. আব্দুল হাফিজ শাফী এফসিপিএস (ইএনটি), আবাসিক সার্জন (ইএনটি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
৪ ঘণ্টা আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৭ ঘণ্টা আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
১১ ঘণ্টা আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
১২ ঘণ্টা আগে