অনলাইন ডেস্ক
শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের আট মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কেন্দ্রগুলোকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তারা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তাঁরা।
মূল প্রবন্ধ পাঠ করেন সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশু মনোবিজ্ঞানী) ড. ফায়েজা আহমেদ। বক্তব্য দেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি রোদেলা আমিন, চাইল্ড সাইকোলজিস্ট হাবিবুর রহমান সজীব, শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা মামুন, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট মেরিনা লতিফ প্রমুখ।
ড. ফায়েজা আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আট মাস ধরে কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না। ফলে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। এমনকি মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত পান না। অনেকে চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায়। তিনি বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং শিশু বিকাশ কেন্দ্রকে রাজস্ব খাতে স্থানান্তরের জোর দাবি জানান।
জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ডা. মামুন বলেন, বেতন না পেলে শিশু বিকাশ কেন্দ্রের সেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।
চাইল্ড সাইকোলজিস্ট হাবিবুর রহমান সজীব বলেন, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশুরা শিশু বিকাশ কেন্দ্রের বিশেষায়িত সেবা থেকে বঞ্চিত হলে দেশে প্রতিবন্ধীর সংখ্যা বাড়বে, যা সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের ওপর চাপ সৃষ্টি করবে।
অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ থাকাকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেন এবং বেতন দ্রুত পরিশোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন।
শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের আট মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কেন্দ্রগুলোকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তারা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তাঁরা।
মূল প্রবন্ধ পাঠ করেন সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশু মনোবিজ্ঞানী) ড. ফায়েজা আহমেদ। বক্তব্য দেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি রোদেলা আমিন, চাইল্ড সাইকোলজিস্ট হাবিবুর রহমান সজীব, শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা মামুন, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট মেরিনা লতিফ প্রমুখ।
ড. ফায়েজা আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আট মাস ধরে কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না। ফলে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। এমনকি মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত পান না। অনেকে চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায়। তিনি বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং শিশু বিকাশ কেন্দ্রকে রাজস্ব খাতে স্থানান্তরের জোর দাবি জানান।
জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ডা. মামুন বলেন, বেতন না পেলে শিশু বিকাশ কেন্দ্রের সেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।
চাইল্ড সাইকোলজিস্ট হাবিবুর রহমান সজীব বলেন, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশুরা শিশু বিকাশ কেন্দ্রের বিশেষায়িত সেবা থেকে বঞ্চিত হলে দেশে প্রতিবন্ধীর সংখ্যা বাড়বে, যা সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের ওপর চাপ সৃষ্টি করবে।
অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ থাকাকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেন এবং বেতন দ্রুত পরিশোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন।
পুরুষদের জন্য নতুন একটি জন্মনিরোধক আনার চেষ্টা করা হচ্ছে অনেক দিন ধরেই। অবশেষে হয়তো বিজ্ঞানীরা সফল হতে যাচ্ছেন। সাম্প্রতিক এক ‘ক্লিনিক্যাল ট্রায়ালে’ দেখা গেছে, পুরুষের শুক্রাণু নালিতে স্থাপনযোগ্য এই জন্মনিরোধক দুই বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। এই জন্মনিরোধক স্থাপনে শরীরের হরমোনে কোনো পরিবর্তন আসে
৫ ঘণ্টা আগেআধুনিক সমাজে আমাদের একধরনের ব্যস্ততা আছে, তাড়া আছে। কোনো কিছুতেই যেন সময় হয়ে উঠছে না আমাদের। প্রতিদিন রান্না করার বিষয়টিও সেই সময়সংকটের মধ্যে পড়েছে। ফলে এখন এক দিনেই বেশি রান্নার পর একাধিক দিন গরম করে খাওয়ার অভ্যাস গড়ে উঠেছে। অথচ রান্না করা খাবার পুনরায় গরম করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে...
১৩ ঘণ্টা আগেহিমোফিলিয়া একটি বিরল অথচ গুরুতর ধরনের রক্তক্ষরণজনিত রোগ। এটি সাধারণত বংশগত কারণে হয়। তবে মাঝে মাঝে কোনো জিনগত পরিবর্তনের কারণেও কেউ জন্মসূত্রে হিমোফিলিয়া নিয়ে জন্মায়। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে রক্ত জমাট বাঁধানোর জন্য প্রয়োজনীয় একটি নির্দিষ্ট ক্লটিং ফ্যাক্টরের ঘাটতি থাকে। ফলে সামান্য আঘাতেও..
১৩ ঘণ্টা আগেস্থূলতা কিংবা অতিরিক্ত ওজন শুধু হৃদ্রোগ ও ডায়াবেটিসের মতো সমস্যার কারণ হয় না, এটি চোখের স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত ওজন দেহের রক্তসঞ্চালন, রক্তচাপ ও বিপাকক্রিয়াকে ব্যাহত করে, যা চোখের বিভিন্ন গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়।
১৩ ঘণ্টা আগে