মইনুল হাসান, ফ্রান্স

মাছি চেনে না, এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। তিন জোড়া তিন ভাঁজের পা এবং এক জোড়া পাখার পতঙ্গ মাছির আছে এক বিশাল জগৎ। বিজ্ঞানীরা এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার প্রজাতির মাছির সন্ধান দিয়েছেন! পচাগলা, দুর্গন্ধযুক্ত খাবার মাছিদের খুব পছন্দ।
প্রাণীর মৃতদেহ পচতে শুরু করলে মাছিরা দল বেঁধে সেখানে ছুটে যায় এবং ডিম পাড়ে। অল্প সময়ের ব্যবধানে সেখানে শুঁয়াপোকার মতো অসংখ্য লার্ভা কিলবিল করতে থাকে। এমন দৃশ্য দেখার অভিজ্ঞতা অনেকের আছে। গরমের দিনে মাছির উৎপাত বৃদ্ধি পায়।
মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, লিচুতে ভাগ বসায়, রোগ-জীবাণু ছড়ায় এবং বিরক্তিকর ভনভন আওয়াজ করে বলেই বেশির ভাগ মানুষ
এ পতঙ্গ অপছন্দ করে।
অথচ বিজ্ঞানীদের বেশ পছন্দের পতঙ্গ এই মাছি। ইদানীং বিভিন্ন গবেষণাগারে খুব যত্ন করে মাছির লার্ভা উৎপাদন করা হচ্ছে। কারণ, দেশে দেশে লার্ভাথেরাপির কদর বাড়ছে। আর লার্ভার জন্য বিজ্ঞানীরা বেছে নিয়েছেন লাল পুঞ্জাক্ষি, চকচকে সবুজ রঙের মাছি—লুসিলিয়া সেরিকাটা।
মানুষের দেহের ক্ষতস্থানে পচে যাওয়া মৃতকোষ ও পুঁজ মিশে হলুদাভ শক্ত আস্তরণ তৈরি করে; বিশেষ করে অঙ্গ প্রতিস্থাপন করার পর ঘা শুকানোর সময় এমন সমস্যা দেখা দেয়। ফলে ত্বকের সুস্থ কোষ বা টিস্যুতে রক্তসঞ্চালন ব্যাহত হয়। আর তা ব্যাহত হলে সুস্থ কোষগুলোয় অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান পৌঁছাতে বিঘ্ন ঘটে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য শক্ত আস্তরণ খুব সতর্কতার সঙ্গে তুলে ফেলতে হয়। কাজটি করতে হয় হাত দিয়ে। তাতে সময় লাগে বেশ, তারপরও তা নিখুঁত হয় না। সুস্থ কোষেরও ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়। অন্যদিকে এ কাজ খুব দক্ষতায় করতে পারে মাছির লার্ভা।
জীবন্ত লার্ভাপূর্ণ ব্যান্ডেজ দিয়ে শুকনো ক্ষত আচ্ছাদিত করে দিলে মাছির লার্ভারা তিনটি কাজ করে। প্রথমত, শক্ত আস্তরণ খেয়ে ফেলে, ক্ষতস্থান নিখুঁতভাবে পরিষ্কার করে। সুস্থ কোষের কোনো ক্ষতি করে না। দ্বিতীয়ত, লার্ভা নিঃসৃত তরল সুস্থ কোষগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে। তৃতীয়ত, ক্ষতিকর অণুজীব সংক্রমণে বাধা দেয়। ১৮২৬ সালে ব্যাপারটি লক্ষ করছিলেন জার্মান কীটতত্ত্ববিদ ইউহান মাইঘন।
বর্তমানে কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চিকিৎসায় ব্যবহারের জন্য মাছির লার্ভা উৎপাদন করছে। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান বায়োমন্ড প্রতিবছর মাছির জীবন্ত লার্ভাবোঝাই ২৫ হাজার ব্যান্ডেজ এক ইউরোপের হাসপাতালগুলোতে সরবরাহ করে থাকে। বিশেষভাবে তৈরি ব্যান্ডেজের ভাঁজে আটকানোর আগে জীবন্ত লার্ভাগুলোকে ক্ষতিকর অণুজীবমুক্ত করা হয়।
ক্ষতস্থানে শুকনো মৃতকোষের শক্ত আস্তরণ পরিষ্কারে লার্ভাথেরাপি প্রয়োগ নতুন নয়। মধ্য আমেরিকার মায়া জনগোষ্ঠী এ বিষয়ে সিদ্ধহস্ত ছিল। মানুষ প্রায় ৫ হাজার বছর ধরে রোগব্যাধি নিরাময়ে কীটপতঙ্গ ব্যবহার করে আসছে। আজকের দিনে চিকিৎসায় মাছির জীবন্ত লার্ভা ব্যবহার বেশ গুরুত্ব পাচ্ছে।

মাছি চেনে না, এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। তিন জোড়া তিন ভাঁজের পা এবং এক জোড়া পাখার পতঙ্গ মাছির আছে এক বিশাল জগৎ। বিজ্ঞানীরা এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার প্রজাতির মাছির সন্ধান দিয়েছেন! পচাগলা, দুর্গন্ধযুক্ত খাবার মাছিদের খুব পছন্দ।
প্রাণীর মৃতদেহ পচতে শুরু করলে মাছিরা দল বেঁধে সেখানে ছুটে যায় এবং ডিম পাড়ে। অল্প সময়ের ব্যবধানে সেখানে শুঁয়াপোকার মতো অসংখ্য লার্ভা কিলবিল করতে থাকে। এমন দৃশ্য দেখার অভিজ্ঞতা অনেকের আছে। গরমের দিনে মাছির উৎপাত বৃদ্ধি পায়।
মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, লিচুতে ভাগ বসায়, রোগ-জীবাণু ছড়ায় এবং বিরক্তিকর ভনভন আওয়াজ করে বলেই বেশির ভাগ মানুষ
এ পতঙ্গ অপছন্দ করে।
অথচ বিজ্ঞানীদের বেশ পছন্দের পতঙ্গ এই মাছি। ইদানীং বিভিন্ন গবেষণাগারে খুব যত্ন করে মাছির লার্ভা উৎপাদন করা হচ্ছে। কারণ, দেশে দেশে লার্ভাথেরাপির কদর বাড়ছে। আর লার্ভার জন্য বিজ্ঞানীরা বেছে নিয়েছেন লাল পুঞ্জাক্ষি, চকচকে সবুজ রঙের মাছি—লুসিলিয়া সেরিকাটা।
মানুষের দেহের ক্ষতস্থানে পচে যাওয়া মৃতকোষ ও পুঁজ মিশে হলুদাভ শক্ত আস্তরণ তৈরি করে; বিশেষ করে অঙ্গ প্রতিস্থাপন করার পর ঘা শুকানোর সময় এমন সমস্যা দেখা দেয়। ফলে ত্বকের সুস্থ কোষ বা টিস্যুতে রক্তসঞ্চালন ব্যাহত হয়। আর তা ব্যাহত হলে সুস্থ কোষগুলোয় অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান পৌঁছাতে বিঘ্ন ঘটে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য শক্ত আস্তরণ খুব সতর্কতার সঙ্গে তুলে ফেলতে হয়। কাজটি করতে হয় হাত দিয়ে। তাতে সময় লাগে বেশ, তারপরও তা নিখুঁত হয় না। সুস্থ কোষেরও ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়। অন্যদিকে এ কাজ খুব দক্ষতায় করতে পারে মাছির লার্ভা।
জীবন্ত লার্ভাপূর্ণ ব্যান্ডেজ দিয়ে শুকনো ক্ষত আচ্ছাদিত করে দিলে মাছির লার্ভারা তিনটি কাজ করে। প্রথমত, শক্ত আস্তরণ খেয়ে ফেলে, ক্ষতস্থান নিখুঁতভাবে পরিষ্কার করে। সুস্থ কোষের কোনো ক্ষতি করে না। দ্বিতীয়ত, লার্ভা নিঃসৃত তরল সুস্থ কোষগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে। তৃতীয়ত, ক্ষতিকর অণুজীব সংক্রমণে বাধা দেয়। ১৮২৬ সালে ব্যাপারটি লক্ষ করছিলেন জার্মান কীটতত্ত্ববিদ ইউহান মাইঘন।
বর্তমানে কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চিকিৎসায় ব্যবহারের জন্য মাছির লার্ভা উৎপাদন করছে। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান বায়োমন্ড প্রতিবছর মাছির জীবন্ত লার্ভাবোঝাই ২৫ হাজার ব্যান্ডেজ এক ইউরোপের হাসপাতালগুলোতে সরবরাহ করে থাকে। বিশেষভাবে তৈরি ব্যান্ডেজের ভাঁজে আটকানোর আগে জীবন্ত লার্ভাগুলোকে ক্ষতিকর অণুজীবমুক্ত করা হয়।
ক্ষতস্থানে শুকনো মৃতকোষের শক্ত আস্তরণ পরিষ্কারে লার্ভাথেরাপি প্রয়োগ নতুন নয়। মধ্য আমেরিকার মায়া জনগোষ্ঠী এ বিষয়ে সিদ্ধহস্ত ছিল। মানুষ প্রায় ৫ হাজার বছর ধরে রোগব্যাধি নিরাময়ে কীটপতঙ্গ ব্যবহার করে আসছে। আজকের দিনে চিকিৎসায় মাছির জীবন্ত লার্ভা ব্যবহার বেশ গুরুত্ব পাচ্ছে।

দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের সবার কমবেশি জানাশোনা আছে। তবে এটি জেনে রাখা ভালো যে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এ ছাড়া বয়স্ক মানুষ ও নারীদের এটি হওয়ার হার বেশি। ফলে শীতকালে অন্য সময়ের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এর অনেক কারণ রয়েছে।
১ দিন আগে
শীতের হিমেল হাওয়া আমাদের ত্বকে টান ধরায়। শুধু তা-ই নয়, এটি আমাদের কানের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শীতকালীন ঠান্ডা ও আর্দ্রতা কানে ইনফেকশন থেকে শুরু করে শ্রবণশক্তির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে।
১ দিন আগে
ঘুম ভালো হওয়া সুস্থ জীবনের অন্যতম শর্ত। কিন্তু বিভিন্ন কারণে বর্তমান জীবনে অনিদ্রা অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ পর্যাপ্ত ও সময়মতো ঘুম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং শরীরের জন্য উপকারী।
১ দিন আগে