আয়নাল হোসেন, ঢাকা

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে। বাধ্য হয়ে আশপাশের বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে অনেককে। গুনতে হচ্ছে আড়াই থেকে তিন গুণ দাম।
হাসপাতাল সূত্র বলেছে, মিটফোর্ড হাসপাতালে প্রতিদিন ২৫-৩০টি সিটি স্ক্যান করানোর প্রয়োজন পড়ে। সে হিসাবে বছরে প্রয়োজন হয় ১৪-১৫ হাজার ফিল্ম। গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ফিল্মের সংকট দেখা দেয়। নতুন করে ফিল্ম না কেনা পর্যন্ত সিটি স্ক্যান বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই ফিল্ম কেনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেরানীগঞ্জের চড় বড়ইতলা এলাকার ৪০ বছর বয়সী বাসিন্দা মাকসুদা মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগের ইউনিট-১-এ ভর্তি আছেন। চিকিৎসক তাঁকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন। কিন্তু তাঁর স্বজনেরা দুদিন ধরে ঘুরে পরীক্ষাটি করাতে পারেননি। সিটি স্ক্যান করাতে না পারায় মাকসুদার চিকিৎসাও শুরু করতে পারছেন না চিকিৎসকেরা।
কেরানীগঞ্জের অসীম দাসের স্ত্রী তিষা রানী দাস হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি। তাঁর স্বামী অসীম দাস বৃহস্পতিবার দুপুর থেকে সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালের বিভিন্ন দপ্তরে ঘুরছেন; কিন্তু তা করাতে পারছেন না। শুধু মাকসুদা আর তিষা রানীই নন, তাঁদের মতো অনেক রোগীই সিটি স্ক্যান করাতে না পেরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের পুরোনো সিটি স্ক্যান মেশিনটি তিন মাস আগে নষ্ট হয়ে যায়। তোশিবা কোম্পানির সিটি স্ক্যান মেশিনটির বিক্রয়োত্তর সেবা (ওয়ারেন্টি) প্রায় এক বছর আগে শেষ হয়েছে। নতুন করে ওয়ারেন্টি নেওয়ার জন্য চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তোশিবা কোম্পানির মেশিনটি ফুজি ফিল্ম দিয়ে কাজ চালানো যেত। হঠাৎ মেশিনের টিউব কাজ করছিল না। পরে হাসপাতালের কর্তৃপক্ষ দুই মাস আগে হিটাচি কোম্পানির একটি সিটি স্ক্যান মেশিন কেনে। তবে এই মেশিনে ফুজি ফিল্ম ব্যবহার করা যায় না, ব্যবহার করতে হবে আগফা কোম্পানির ফিল্ম। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফুজি ফিল্মের সরবরাহ রয়েছে, আগফা কোম্পানির ফিল্ম নেই।
সরকারি হাসপাতাল থেকে সিটি স্ক্যান করতে রোগীদের ব্যয় হয় ২ হাজার টাকা। অথচ একই পরীক্ষা বাইরের বেসরকারি হাসপাতাল থেকে করাতে ব্যয় হয় ৫ থেকে ৬ হাজার টাকা।
মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক বিবেকানন্দ হালদার বলেন, আগফা কোম্পানির ফিল্মসংকট কাটাতে ইতিমধ্যে কেনার চেষ্টা চলছে। দু-তিন দিনের মধ্যে নতুন ফিল্ম সরবরাহ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক মফিজুর রহমান মোল্লা বলেন, নতুন ফিল্ম কেনা হবে। এর প্রক্রিয়া চলছে। নতুন ফিল্ম সরবরাহ পাওয়া গেলে সংকট কেটে যাবে।

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান মেশিনের ফিল্মসংকট দেখা দিয়েছে। এতে সিটি স্ক্যান করার প্রয়োজন এমন রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যাঁদের জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন, তাঁরা পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে। বাধ্য হয়ে আশপাশের বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে অনেককে। গুনতে হচ্ছে আড়াই থেকে তিন গুণ দাম।
হাসপাতাল সূত্র বলেছে, মিটফোর্ড হাসপাতালে প্রতিদিন ২৫-৩০টি সিটি স্ক্যান করানোর প্রয়োজন পড়ে। সে হিসাবে বছরে প্রয়োজন হয় ১৪-১৫ হাজার ফিল্ম। গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ফিল্মের সংকট দেখা দেয়। নতুন করে ফিল্ম না কেনা পর্যন্ত সিটি স্ক্যান বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই ফিল্ম কেনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেরানীগঞ্জের চড় বড়ইতলা এলাকার ৪০ বছর বয়সী বাসিন্দা মাকসুদা মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগের ইউনিট-১-এ ভর্তি আছেন। চিকিৎসক তাঁকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন। কিন্তু তাঁর স্বজনেরা দুদিন ধরে ঘুরে পরীক্ষাটি করাতে পারেননি। সিটি স্ক্যান করাতে না পারায় মাকসুদার চিকিৎসাও শুরু করতে পারছেন না চিকিৎসকেরা।
কেরানীগঞ্জের অসীম দাসের স্ত্রী তিষা রানী দাস হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি। তাঁর স্বামী অসীম দাস বৃহস্পতিবার দুপুর থেকে সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালের বিভিন্ন দপ্তরে ঘুরছেন; কিন্তু তা করাতে পারছেন না। শুধু মাকসুদা আর তিষা রানীই নন, তাঁদের মতো অনেক রোগীই সিটি স্ক্যান করাতে না পেরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের পুরোনো সিটি স্ক্যান মেশিনটি তিন মাস আগে নষ্ট হয়ে যায়। তোশিবা কোম্পানির সিটি স্ক্যান মেশিনটির বিক্রয়োত্তর সেবা (ওয়ারেন্টি) প্রায় এক বছর আগে শেষ হয়েছে। নতুন করে ওয়ারেন্টি নেওয়ার জন্য চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তোশিবা কোম্পানির মেশিনটি ফুজি ফিল্ম দিয়ে কাজ চালানো যেত। হঠাৎ মেশিনের টিউব কাজ করছিল না। পরে হাসপাতালের কর্তৃপক্ষ দুই মাস আগে হিটাচি কোম্পানির একটি সিটি স্ক্যান মেশিন কেনে। তবে এই মেশিনে ফুজি ফিল্ম ব্যবহার করা যায় না, ব্যবহার করতে হবে আগফা কোম্পানির ফিল্ম। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফুজি ফিল্মের সরবরাহ রয়েছে, আগফা কোম্পানির ফিল্ম নেই।
সরকারি হাসপাতাল থেকে সিটি স্ক্যান করতে রোগীদের ব্যয় হয় ২ হাজার টাকা। অথচ একই পরীক্ষা বাইরের বেসরকারি হাসপাতাল থেকে করাতে ব্যয় হয় ৫ থেকে ৬ হাজার টাকা।
মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক বিবেকানন্দ হালদার বলেন, আগফা কোম্পানির ফিল্মসংকট কাটাতে ইতিমধ্যে কেনার চেষ্টা চলছে। দু-তিন দিনের মধ্যে নতুন ফিল্ম সরবরাহ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক মফিজুর রহমান মোল্লা বলেন, নতুন ফিল্ম কেনা হবে। এর প্রক্রিয়া চলছে। নতুন ফিল্ম সরবরাহ পাওয়া গেলে সংকট কেটে যাবে।

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
৩ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৩ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৩ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৩ দিন আগে