Ajker Patrika

পদোন্নতিসহ দুই দফা দাবিতে শনিবার থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ১৬ অক্টোবর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে চিকিৎসকদের মানববন্ধন। ফাইল ছবি
গত ১৬ অক্টোবর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে চিকিৎসকদের মানববন্ধন। ফাইল ছবি

ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে আগামীকাল শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। আগামীকাল সকাল ১০টা থেকে টানা তিন দিন দুই ঘণ্টা করে চলবে এই কর্মসূচি। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকেরা।

আজ শুক্রবার ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাদের ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল শনিবার থেকে সোমবার প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। চিকিৎসকেরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন। তবে জরুরি বিভাগের সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দুই দফা দাবি হলো— চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা, তৃতীয় গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

সংগঠনটি বলছে, দাবির বিষয়গুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন না হলে দেশের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘস্থায়ী সংকটে পড়তে পারে।

গত ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি। ওই দিন ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর কনফারেন্স রুমে আয়োজিত প্রেস কনফারেন্সে পাঁচটি দাবি তুলে ধরেছিলেন সংগঠনটির যুগ্ম আহবায়ক ডা. মো. বশীর আহম্মেদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত