আজকের পত্রিকা ডেস্ক

একজন কিডনি রোগীকে প্রতি মাসে ডায়ালাইসিসের জন্য গড়ে ৪৬ হাজার ৪২৬ টাকা ব্যয় করতে হয় বলে জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। প্রতিষ্ঠানটি বলেছে, এই খরচ রোগীভেদে সর্বনিম্ন ৬ হাজার ৬৯০ টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত হয়।
বিআইডিএস আয়োজিত চার দিনের আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনে গতকাল সোমবার এক অধিবেশনে এই গবেষণা-তথ্য উপস্থাপন করা হয়। ‘আউট অব পকেট কস্ট অব কিডনি ডায়ালাইসিস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাপত্রটি উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা ফেলো ড. আব্দুর রাজ্জাক সরকার।
গত বছরের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে পরিচালিত এ গবেষণায় বিভাগ, সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভর্তি ৪৭৭ জন কিডনি রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ৮ লাখ কিডনি ফেইলিউর রোগীর দৈনিক চিকিৎসার প্রয়োজন হয়। তবে আর্থিক সামর্থ্যের অভাবে সেবা নিতে পারেন ৩০ হাজার রোগী। কিডনি ডায়ালাইসিস রোগীদের ৯২ শতাংশের পরিবার খরচের কারণে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, ক্রনিক কিডনি ডিজিজ বিশ্বব্যাপী অক্ষমতা ও মৃত্যুর একটি বড় কারণ। বেসরকারি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সুবিধায় ভর্তুকি দেওয়া উচিত।
গবেষণায় বলা হয়েছে, ডায়ালাইসিসের মধ্যে মোট মাসিক যে খরচ হয়, এর মধ্যে ৩৫ দশমিক ২৮ শতাংশ ডায়ালাইসিস ফি দিতে যায়। অন্যান্য খরচ ছাড়াও ঘুষ দিতে যায় দশমিক ১২ শতাংশ।

একজন কিডনি রোগীকে প্রতি মাসে ডায়ালাইসিসের জন্য গড়ে ৪৬ হাজার ৪২৬ টাকা ব্যয় করতে হয় বলে জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। প্রতিষ্ঠানটি বলেছে, এই খরচ রোগীভেদে সর্বনিম্ন ৬ হাজার ৬৯০ টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত হয়।
বিআইডিএস আয়োজিত চার দিনের আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনে গতকাল সোমবার এক অধিবেশনে এই গবেষণা-তথ্য উপস্থাপন করা হয়। ‘আউট অব পকেট কস্ট অব কিডনি ডায়ালাইসিস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাপত্রটি উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা ফেলো ড. আব্দুর রাজ্জাক সরকার।
গত বছরের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে পরিচালিত এ গবেষণায় বিভাগ, সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভর্তি ৪৭৭ জন কিডনি রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ৮ লাখ কিডনি ফেইলিউর রোগীর দৈনিক চিকিৎসার প্রয়োজন হয়। তবে আর্থিক সামর্থ্যের অভাবে সেবা নিতে পারেন ৩০ হাজার রোগী। কিডনি ডায়ালাইসিস রোগীদের ৯২ শতাংশের পরিবার খরচের কারণে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, ক্রনিক কিডনি ডিজিজ বিশ্বব্যাপী অক্ষমতা ও মৃত্যুর একটি বড় কারণ। বেসরকারি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সুবিধায় ভর্তুকি দেওয়া উচিত।
গবেষণায় বলা হয়েছে, ডায়ালাইসিসের মধ্যে মোট মাসিক যে খরচ হয়, এর মধ্যে ৩৫ দশমিক ২৮ শতাংশ ডায়ালাইসিস ফি দিতে যায়। অন্যান্য খরচ ছাড়াও ঘুষ দিতে যায় দশমিক ১২ শতাংশ।

জীবনে রঙের অস্তিত্ব না থাকলে কেমন হতো? নির্জীব, একঘেয়ে কেমন যেন নিরানন্দ কিংবা নেই কোনো উৎসাহ-উদ্দীপনা। রঙিন কিছু দেখলেই আমাদের মন যেন উৎফুল্ল হয়ে ওঠে, খাবারের বেলায়ও এটি একই রকম সত্য।
৪ দিন আগে
ওজন কমানোর সিদ্ধান্ত নেওয়া যেমন কঠিন, সেই সিদ্ধান্তে দীর্ঘদিন অটল থাকা অনেকের ক্ষেত্রে আরও কঠিন। সঠিক অনুপ্রেরণা না থাকলে ওজন কমানো শুরু করাই কঠিন হয়ে পড়ে। আর শুরু করলেও মাঝপথে থেমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু বাস্তবসম্মত কৌশল অনুসরণ করলে ওজন কমানোর লক্ষ্য অর্জন সহজ হতে পারে।
৬ দিন আগে
থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন কিংবা প্রাণরস। এটি গলার সামনে থেকে নিঃসৃত হলেও সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং পুরো শরীরে কাজ করে।
৬ দিন আগে
সুষম খাবারের ৬টি উপাদানের অন্যতম ভিটামিন ও খনিজ লবণ। এগুলো আমাদের শরীরের চালিকাশক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। শরীরের একেকটি অঙ্গের সুরক্ষায় একেক ধরনের ভিটামিন প্রয়োজন হয়। যেমন চুল ও চোখের সুরক্ষায় ভিটামিন ‘এ’, ত্বকের সুরক্ষায় ভিটামিন ‘বি’ ও ‘সি’, হাড় ও দাঁতের সুরক্ষায় ভিটামিন ‘ডি’ প্রয়োজন হয়।
৬ দিন আগে