নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দূষিত খাদ্য ও পানির মাধ্যমে, রক্তের মাধ্যমে ছড়ানো হেপাটাইটিস রোগের কারণে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন করে মৃত্যুবরণ করছেন। আমাদের দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই হেপাটাইটিস সম্পর্কে জানেন না। হেপাটাইটিস বি ও সি রক্তের সংক্রমণের মাধ্যমে ছড়ায় প্রতি সেলুনে কাজ করা শতভাগই জানেননা। এসব তথ্য দিয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ডাক্তারগণ। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে এসব কথা বলেন তাঁরা।
আজ বুধবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে ঢাকা এভার কেয়ার হাসপাতালের উদ্যোগে একটি অনলাইন ওয়েবিনারের অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেন অংশ নেওয়া অতিথিগণ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৫ সালে নেওয়া উদ্যোগ ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে অন্তত ৯০ শতাংশ কমিয়ে আনার একটি পরিকল্পনা করা গ্রহণ করেছিল। সে উদ্যোগ বাস্তবায়নের জন্য সর্বস্তরের সচেতন ব্যাক্তিদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আহবান জানানো হয়।
গর্ভবতী মায়েদের কাছ থেকে তার শিশুর শরীরে এই রোগ সংক্রমিত হয়। সুতরাং হেপাটাইটিস আক্রান্ত মায়ের গর্ভ থেকে শিশুকে জন্মের পরপরই টিকা নেওয়ার পরামর্শ দেন ডাক্তারগণ। হেপাটাইটিস আক্রান্ত রোগীর শরীরের রক্ত অন্য কারো শরীরে দেওয়া হলে সেই ব্যক্তিরও হেপাটাইটিস রোগ হয় বলে জানানো হয় ওয়েবিনারে।
ওয়েবিনারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা আমন্ত্রণ জানিয়েছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের উদ্দেশ্যে এই আমন্ত্রণ জানান তিনি।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী, হেপাটাইটিস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনায় এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. মোহাম্মদ লুতফুল লতিফ চৌধুরী, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট এবং হাসপাতাল-এর ডিরেক্টর অধ্যাপক ফারুক আহমেদ, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. এস এম আলী হায়দার, সিএমসিএইচ-এর এইচওডি গ্যাস্ট্রোএনটারলজি অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন

দূষিত খাদ্য ও পানির মাধ্যমে, রক্তের মাধ্যমে ছড়ানো হেপাটাইটিস রোগের কারণে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন করে মৃত্যুবরণ করছেন। আমাদের দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই হেপাটাইটিস সম্পর্কে জানেন না। হেপাটাইটিস বি ও সি রক্তের সংক্রমণের মাধ্যমে ছড়ায় প্রতি সেলুনে কাজ করা শতভাগই জানেননা। এসব তথ্য দিয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ডাক্তারগণ। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে এসব কথা বলেন তাঁরা।
আজ বুধবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে ঢাকা এভার কেয়ার হাসপাতালের উদ্যোগে একটি অনলাইন ওয়েবিনারের অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেন অংশ নেওয়া অতিথিগণ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৫ সালে নেওয়া উদ্যোগ ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে অন্তত ৯০ শতাংশ কমিয়ে আনার একটি পরিকল্পনা করা গ্রহণ করেছিল। সে উদ্যোগ বাস্তবায়নের জন্য সর্বস্তরের সচেতন ব্যাক্তিদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আহবান জানানো হয়।
গর্ভবতী মায়েদের কাছ থেকে তার শিশুর শরীরে এই রোগ সংক্রমিত হয়। সুতরাং হেপাটাইটিস আক্রান্ত মায়ের গর্ভ থেকে শিশুকে জন্মের পরপরই টিকা নেওয়ার পরামর্শ দেন ডাক্তারগণ। হেপাটাইটিস আক্রান্ত রোগীর শরীরের রক্ত অন্য কারো শরীরে দেওয়া হলে সেই ব্যক্তিরও হেপাটাইটিস রোগ হয় বলে জানানো হয় ওয়েবিনারে।
ওয়েবিনারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা আমন্ত্রণ জানিয়েছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের উদ্দেশ্যে এই আমন্ত্রণ জানান তিনি।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী, হেপাটাইটিস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনায় এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. মোহাম্মদ লুতফুল লতিফ চৌধুরী, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট এবং হাসপাতাল-এর ডিরেক্টর অধ্যাপক ফারুক আহমেদ, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. এস এম আলী হায়দার, সিএমসিএইচ-এর এইচওডি গ্যাস্ট্রোএনটারলজি অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন

জীবনে রঙের অস্তিত্ব না থাকলে কেমন হতো? নির্জীব, একঘেয়ে কেমন যেন নিরানন্দ কিংবা নেই কোনো উৎসাহ-উদ্দীপনা। রঙিন কিছু দেখলেই আমাদের মন যেন উৎফুল্ল হয়ে ওঠে, খাবারের বেলায়ও এটি একই রকম সত্য।
৫ দিন আগে
ওজন কমানোর সিদ্ধান্ত নেওয়া যেমন কঠিন, সেই সিদ্ধান্তে দীর্ঘদিন অটল থাকা অনেকের ক্ষেত্রে আরও কঠিন। সঠিক অনুপ্রেরণা না থাকলে ওজন কমানো শুরু করাই কঠিন হয়ে পড়ে। আর শুরু করলেও মাঝপথে থেমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু বাস্তবসম্মত কৌশল অনুসরণ করলে ওজন কমানোর লক্ষ্য অর্জন সহজ হতে পারে।
৬ দিন আগে
থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন কিংবা প্রাণরস। এটি গলার সামনে থেকে নিঃসৃত হলেও সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং পুরো শরীরে কাজ করে।
৬ দিন আগে
সুষম খাবারের ৬টি উপাদানের অন্যতম ভিটামিন ও খনিজ লবণ। এগুলো আমাদের শরীরের চালিকাশক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। শরীরের একেকটি অঙ্গের সুরক্ষায় একেক ধরনের ভিটামিন প্রয়োজন হয়। যেমন চুল ও চোখের সুরক্ষায় ভিটামিন ‘এ’, ত্বকের সুরক্ষায় ভিটামিন ‘বি’ ও ‘সি’, হাড় ও দাঁতের সুরক্ষায় ভিটামিন ‘ডি’ প্রয়োজন হয়।
৬ দিন আগে