নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অতিরিক্ত ঘাম স্বাভাবিক নয়। বিভিন্ন কারণে মানুষের অতিরিক্ত ঘাম হতে পারে। এটি দূর করতে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে ঘামের অস্বস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু বিষয় মানতে পারেন।
নিয়মিত স্নান
নিয়মিত স্নান করলে শরীরে ব্যাকটেরিয়া জমতে পারে না। স্নানের পর শরীর শুকনো করে মুছে নিন; বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে, হাঁটুর ভাঁজে ও হাতের কনুইয়ের ভাঁজে ভালোভাবে মুছে নিতে হবে।
সঠিক জুতো ও মোজা
প্রাকৃতিক উপকরণ, যেমন চামড়ার জুতো পরলে পা সহজে ঘামে না। মোজা পরতে হলে বেছে নিন সুতির মোজা। সিনথেটিক মোজায় পা ঘেমে যায় আর মোজাও দুর্গন্ধ ছড়ায়। অফিসে গেলে এক জোড়া বাড়তি মোজা সঙ্গে রাখুন, যাতে প্রয়োজনে পাল্টে নেওয়া যায়।
খালি পায়ে হাঁটুন
বাসায় থাকলে মেঝেতে খালি পায়ে হাঁটুন। অফিসে মাঝে মাঝে জুতো খুলে রেখে পায়ে বাতাস লাগতে দিন। ঘাম শুকিয়ে যাবে। আরাম বোধ হবে।
আরামদায়ক কাপড়
যাঁরা অনেক বেশি ঘামেন, তাঁদের সুতির নরম কাপড় পরা উচিত। এসব কাপড় পরলে বাতাস সহজে শরীরে লাগে বলে ঘাম দ্রুত শুকিয়ে যায়। অফিসে, ব্যায়াম করার সময়, রান্নার সময় ও রাতে ঘুমাতে গেলে সুতির ঢিলেঢালা পোশাক পরলে আরাম পাওয়া যাবে।
স্ট্রেস কমান
প্রচণ্ড স্ট্রেস থেকে প্রচুর ঘাম হতে পারে। স্ট্রেস কমাতে যোগব্যায়াম ও মেডিটেশন করলে উপকার পাওয়া যায়। এগুলো স্ট্রেস নিয়ন্ত্রণ করে, ফলে ঘাম কম হয়।
প্রচুর পানি পান
যাঁরা প্রচুর ঘামেন, তাঁদের উচিত প্রচুর পরিমাণে পানি পান করা। কারণ ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। পর্যাপ্ত পানি পান না করলে শরীর দুর্বল হয়ে যেতে পারে।
সূত্র: মেয়ো ক্লিনিক অবলম্বনে

ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অতিরিক্ত ঘাম স্বাভাবিক নয়। বিভিন্ন কারণে মানুষের অতিরিক্ত ঘাম হতে পারে। এটি দূর করতে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে ঘামের অস্বস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু বিষয় মানতে পারেন।
নিয়মিত স্নান
নিয়মিত স্নান করলে শরীরে ব্যাকটেরিয়া জমতে পারে না। স্নানের পর শরীর শুকনো করে মুছে নিন; বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে, হাঁটুর ভাঁজে ও হাতের কনুইয়ের ভাঁজে ভালোভাবে মুছে নিতে হবে।
সঠিক জুতো ও মোজা
প্রাকৃতিক উপকরণ, যেমন চামড়ার জুতো পরলে পা সহজে ঘামে না। মোজা পরতে হলে বেছে নিন সুতির মোজা। সিনথেটিক মোজায় পা ঘেমে যায় আর মোজাও দুর্গন্ধ ছড়ায়। অফিসে গেলে এক জোড়া বাড়তি মোজা সঙ্গে রাখুন, যাতে প্রয়োজনে পাল্টে নেওয়া যায়।
খালি পায়ে হাঁটুন
বাসায় থাকলে মেঝেতে খালি পায়ে হাঁটুন। অফিসে মাঝে মাঝে জুতো খুলে রেখে পায়ে বাতাস লাগতে দিন। ঘাম শুকিয়ে যাবে। আরাম বোধ হবে।
আরামদায়ক কাপড়
যাঁরা অনেক বেশি ঘামেন, তাঁদের সুতির নরম কাপড় পরা উচিত। এসব কাপড় পরলে বাতাস সহজে শরীরে লাগে বলে ঘাম দ্রুত শুকিয়ে যায়। অফিসে, ব্যায়াম করার সময়, রান্নার সময় ও রাতে ঘুমাতে গেলে সুতির ঢিলেঢালা পোশাক পরলে আরাম পাওয়া যাবে।
স্ট্রেস কমান
প্রচণ্ড স্ট্রেস থেকে প্রচুর ঘাম হতে পারে। স্ট্রেস কমাতে যোগব্যায়াম ও মেডিটেশন করলে উপকার পাওয়া যায়। এগুলো স্ট্রেস নিয়ন্ত্রণ করে, ফলে ঘাম কম হয়।
প্রচুর পানি পান
যাঁরা প্রচুর ঘামেন, তাঁদের উচিত প্রচুর পরিমাণে পানি পান করা। কারণ ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। পর্যাপ্ত পানি পান না করলে শরীর দুর্বল হয়ে যেতে পারে।
সূত্র: মেয়ো ক্লিনিক অবলম্বনে

নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
২ ঘণ্টা আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
আমরা আমাদের জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটাই। অথচ আমরা কীভাবে ঘুমাচ্ছি, তার ওপর আমাদের মেরুদণ্ডের স্বাস্থ্য, শ্বাস-প্রশ্বাস এবং ঘুমের মান গভীরভাবে নির্ভরশীল।
৩ ঘণ্টা আগে
কখনো কি আয়নার দিকে তাকিয়ে মনে হয়েছে, বয়সের তুলনায় ত্বকে বয়সের ছাপ পড়ছে বেশি? আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির তথ্যমতে, ২৫ থেকে ৬৫ বছর বয়সী প্রায় ৫০ শতাংশ মানুষ ব্রণ, দাগ, শুষ্কতা, নিষ্প্রভতা ও অকাল বার্ধক্যের মতো ত্বকের সমস্যায় ভোগেন।
৪ ঘণ্টা আগে