ডা. রকিবুল ইসলাম (রকিব)

রোগের লক্ষণ
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এ রোগের লক্ষণে কিছুটা পার্থক্য আছে।
শিশুদের ক্ষেত্রে
* অস্বাভাবিকভাবে মাথা বড় হতে থাকে
* বমি হয়
*শিশুর খাওয়া-দাওয়া কমে যায় এবং দুর্বল হয়ে যায়
* শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে বিলম্ব হয়
* শিশু সব সময় বিরক্ত থাকে এবং ওপরের দিকে তাকাতে অসুবিধা হয়।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
*মাথা ব্যথা
*চোখে কম বা ঝাপসা দেখা
*বমি ভাব বা বমি হওয়া।
রোগের কারণ
*মস্তিষ্কে পানি চলাচলের রাস্তা জন্মগতভাবে কোথাও বন্ধ হয়ে যাওয়া।
* ব্রেইন টিউমারের চাপে বা মস্তিষ্কে সংক্রমণ বা মেনিনজাইটিসের কারণে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেলে
* স্ট্রোক বা মাথায় আঘাতের পর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে, সেই রক্ত মস্তিষ্কে পানি চলাচলের পথ বন্ধ করে দিলে এ রোগ হতে পারে।
সাধারণ চিকিৎসা
শান্ট সার্জারি
চামড়ার নিচ দিয়ে একটি টিউবের মাধ্যমে ব্রেইনের পানির সঙ্গে পেটের সংযোগ (শান্ট) কেটে দেওয়া হয় এই প্রক্রিয়ায়। অতিরিক্ত পানি তখন পেটে চলে যায়।
পার্শ্বপ্রতিক্রিয়া
* ঘন ঘন সংক্রমণ হয়, তখন টিউব খুলে ফেলতে হয় এবং পরবর্তী সময়ে আবার অপারেশনের প্রয়োজন হয়।
*টিউব অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যায়, তখন আবার অপারেশনের মাধ্যমে টিউব পরিবর্তন করতে হয়।
* বোশ কাটাছেঁড়ার প্রয়োজন হয়।
* তিন দিন বা তার বেশি হাসপাতালে থাকতে হয়।
সর্বাধুনিক চিকিৎসা ইটিভি
অপারেশন
এই পদ্ধতিতে মাথার খুলিতে ছোট একটি ফুটো করে ব্রেইনের মাঝেই একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রপথ দিয়ে অতিরিক্ত পানি রক্তের সঙ্গে মিশে যায়।
সুবিধা
* সাধারণত সংক্রমণ হয় না।
* কোনো টিউবের প্রয়োজন নেই।
* বড় কাটাছেঁড়ার প্রয়োজন হয় না।
* মাত্র এক দিন হাসপাতালে থাকার প্রয়োজন হয়।
লেখক: সহকারী অধ্যাপক এবং ব্রেইন, স্পাইন ও স্ট্রোক সার্জন, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা

রোগের লক্ষণ
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এ রোগের লক্ষণে কিছুটা পার্থক্য আছে।
শিশুদের ক্ষেত্রে
* অস্বাভাবিকভাবে মাথা বড় হতে থাকে
* বমি হয়
*শিশুর খাওয়া-দাওয়া কমে যায় এবং দুর্বল হয়ে যায়
* শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে বিলম্ব হয়
* শিশু সব সময় বিরক্ত থাকে এবং ওপরের দিকে তাকাতে অসুবিধা হয়।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
*মাথা ব্যথা
*চোখে কম বা ঝাপসা দেখা
*বমি ভাব বা বমি হওয়া।
রোগের কারণ
*মস্তিষ্কে পানি চলাচলের রাস্তা জন্মগতভাবে কোথাও বন্ধ হয়ে যাওয়া।
* ব্রেইন টিউমারের চাপে বা মস্তিষ্কে সংক্রমণ বা মেনিনজাইটিসের কারণে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেলে
* স্ট্রোক বা মাথায় আঘাতের পর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে, সেই রক্ত মস্তিষ্কে পানি চলাচলের পথ বন্ধ করে দিলে এ রোগ হতে পারে।
সাধারণ চিকিৎসা
শান্ট সার্জারি
চামড়ার নিচ দিয়ে একটি টিউবের মাধ্যমে ব্রেইনের পানির সঙ্গে পেটের সংযোগ (শান্ট) কেটে দেওয়া হয় এই প্রক্রিয়ায়। অতিরিক্ত পানি তখন পেটে চলে যায়।
পার্শ্বপ্রতিক্রিয়া
* ঘন ঘন সংক্রমণ হয়, তখন টিউব খুলে ফেলতে হয় এবং পরবর্তী সময়ে আবার অপারেশনের প্রয়োজন হয়।
*টিউব অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যায়, তখন আবার অপারেশনের মাধ্যমে টিউব পরিবর্তন করতে হয়।
* বোশ কাটাছেঁড়ার প্রয়োজন হয়।
* তিন দিন বা তার বেশি হাসপাতালে থাকতে হয়।
সর্বাধুনিক চিকিৎসা ইটিভি
অপারেশন
এই পদ্ধতিতে মাথার খুলিতে ছোট একটি ফুটো করে ব্রেইনের মাঝেই একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রপথ দিয়ে অতিরিক্ত পানি রক্তের সঙ্গে মিশে যায়।
সুবিধা
* সাধারণত সংক্রমণ হয় না।
* কোনো টিউবের প্রয়োজন নেই।
* বড় কাটাছেঁড়ার প্রয়োজন হয় না।
* মাত্র এক দিন হাসপাতালে থাকার প্রয়োজন হয়।
লেখক: সহকারী অধ্যাপক এবং ব্রেইন, স্পাইন ও স্ট্রোক সার্জন, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা

দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে।
১ দিন আগে
কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের সবার কমবেশি জানাশোনা আছে। তবে এটি জেনে রাখা ভালো যে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এ ছাড়া বয়স্ক মানুষ ও নারীদের এটি হওয়ার হার বেশি। ফলে শীতকালে অন্য সময়ের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এর অনেক কারণ রয়েছে।
২ দিন আগে
শীতের হিমেল হাওয়া আমাদের ত্বকে টান ধরায়। শুধু তা-ই নয়, এটি আমাদের কানের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শীতকালীন ঠান্ডা ও আর্দ্রতা কানে ইনফেকশন থেকে শুরু করে শ্রবণশক্তির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে।
২ দিন আগে
ঘুম ভালো হওয়া সুস্থ জীবনের অন্যতম শর্ত। কিন্তু বিভিন্ন কারণে বর্তমান জীবনে অনিদ্রা অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ পর্যাপ্ত ও সময়মতো ঘুম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং শরীরের জন্য উপকারী।
২ দিন আগে