ডা. রকিবুল ইসলাম (রকিব)

রোগের লক্ষণ
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এ রোগের লক্ষণে কিছুটা পার্থক্য আছে।
শিশুদের ক্ষেত্রে
* অস্বাভাবিকভাবে মাথা বড় হতে থাকে
* বমি হয়
*শিশুর খাওয়া-দাওয়া কমে যায় এবং দুর্বল হয়ে যায়
* শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে বিলম্ব হয়
* শিশু সব সময় বিরক্ত থাকে এবং ওপরের দিকে তাকাতে অসুবিধা হয়।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
*মাথা ব্যথা
*চোখে কম বা ঝাপসা দেখা
*বমি ভাব বা বমি হওয়া।
রোগের কারণ
*মস্তিষ্কে পানি চলাচলের রাস্তা জন্মগতভাবে কোথাও বন্ধ হয়ে যাওয়া।
* ব্রেইন টিউমারের চাপে বা মস্তিষ্কে সংক্রমণ বা মেনিনজাইটিসের কারণে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেলে
* স্ট্রোক বা মাথায় আঘাতের পর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে, সেই রক্ত মস্তিষ্কে পানি চলাচলের পথ বন্ধ করে দিলে এ রোগ হতে পারে।
সাধারণ চিকিৎসা
শান্ট সার্জারি
চামড়ার নিচ দিয়ে একটি টিউবের মাধ্যমে ব্রেইনের পানির সঙ্গে পেটের সংযোগ (শান্ট) কেটে দেওয়া হয় এই প্রক্রিয়ায়। অতিরিক্ত পানি তখন পেটে চলে যায়।
পার্শ্বপ্রতিক্রিয়া
* ঘন ঘন সংক্রমণ হয়, তখন টিউব খুলে ফেলতে হয় এবং পরবর্তী সময়ে আবার অপারেশনের প্রয়োজন হয়।
*টিউব অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যায়, তখন আবার অপারেশনের মাধ্যমে টিউব পরিবর্তন করতে হয়।
* বোশ কাটাছেঁড়ার প্রয়োজন হয়।
* তিন দিন বা তার বেশি হাসপাতালে থাকতে হয়।
সর্বাধুনিক চিকিৎসা ইটিভি
অপারেশন
এই পদ্ধতিতে মাথার খুলিতে ছোট একটি ফুটো করে ব্রেইনের মাঝেই একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রপথ দিয়ে অতিরিক্ত পানি রক্তের সঙ্গে মিশে যায়।
সুবিধা
* সাধারণত সংক্রমণ হয় না।
* কোনো টিউবের প্রয়োজন নেই।
* বড় কাটাছেঁড়ার প্রয়োজন হয় না।
* মাত্র এক দিন হাসপাতালে থাকার প্রয়োজন হয়।
লেখক: সহকারী অধ্যাপক এবং ব্রেইন, স্পাইন ও স্ট্রোক সার্জন, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা

রোগের লক্ষণ
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এ রোগের লক্ষণে কিছুটা পার্থক্য আছে।
শিশুদের ক্ষেত্রে
* অস্বাভাবিকভাবে মাথা বড় হতে থাকে
* বমি হয়
*শিশুর খাওয়া-দাওয়া কমে যায় এবং দুর্বল হয়ে যায়
* শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে বিলম্ব হয়
* শিশু সব সময় বিরক্ত থাকে এবং ওপরের দিকে তাকাতে অসুবিধা হয়।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
*মাথা ব্যথা
*চোখে কম বা ঝাপসা দেখা
*বমি ভাব বা বমি হওয়া।
রোগের কারণ
*মস্তিষ্কে পানি চলাচলের রাস্তা জন্মগতভাবে কোথাও বন্ধ হয়ে যাওয়া।
* ব্রেইন টিউমারের চাপে বা মস্তিষ্কে সংক্রমণ বা মেনিনজাইটিসের কারণে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেলে
* স্ট্রোক বা মাথায় আঘাতের পর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে, সেই রক্ত মস্তিষ্কে পানি চলাচলের পথ বন্ধ করে দিলে এ রোগ হতে পারে।
সাধারণ চিকিৎসা
শান্ট সার্জারি
চামড়ার নিচ দিয়ে একটি টিউবের মাধ্যমে ব্রেইনের পানির সঙ্গে পেটের সংযোগ (শান্ট) কেটে দেওয়া হয় এই প্রক্রিয়ায়। অতিরিক্ত পানি তখন পেটে চলে যায়।
পার্শ্বপ্রতিক্রিয়া
* ঘন ঘন সংক্রমণ হয়, তখন টিউব খুলে ফেলতে হয় এবং পরবর্তী সময়ে আবার অপারেশনের প্রয়োজন হয়।
*টিউব অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যায়, তখন আবার অপারেশনের মাধ্যমে টিউব পরিবর্তন করতে হয়।
* বোশ কাটাছেঁড়ার প্রয়োজন হয়।
* তিন দিন বা তার বেশি হাসপাতালে থাকতে হয়।
সর্বাধুনিক চিকিৎসা ইটিভি
অপারেশন
এই পদ্ধতিতে মাথার খুলিতে ছোট একটি ফুটো করে ব্রেইনের মাঝেই একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রপথ দিয়ে অতিরিক্ত পানি রক্তের সঙ্গে মিশে যায়।
সুবিধা
* সাধারণত সংক্রমণ হয় না।
* কোনো টিউবের প্রয়োজন নেই।
* বড় কাটাছেঁড়ার প্রয়োজন হয় না।
* মাত্র এক দিন হাসপাতালে থাকার প্রয়োজন হয়।
লেখক: সহকারী অধ্যাপক এবং ব্রেইন, স্পাইন ও স্ট্রোক সার্জন, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
১০ ঘণ্টা আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
১৩ ঘণ্টা আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
১৮ ঘণ্টা আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে