ফ্যাক্টচেক ডেস্ক

ময়মনসিংহে ৮০ বছরের এক বৃদ্ধ ১৮ বছরের তরুণীকে বিয়ে করেছেন—এমন দাবিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ওই বৃদ্ধের নাম আফজাল মিয়া। তিনি কৈশোরে এক মেয়েকে ভালোবাসতেন। কিন্তু তাঁকে না পাওয়ায় আর বিয়ে করেননি। তবে শেষ বয়সে নিজের দেখভাল করার জন্য ১৮ বছরের এক মেয়েকে বিয়ে করেছেন। ভিডিওটিতে কথিত এই দম্পতিকে বিয়ে নিয়ে এক ব্যক্তিকে ভিডিও সাক্ষাৎকার দিতে দেখা যায়। ওই ব্যক্তির দাবি তিনি ঢাকা থেকে গেছেন।
গত ১৭ মে ‘স্বার্থপর’ নামের ফেসবুক পেজে প্রায় সাড়ে ১০ মিনিটের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২ লাখ ৬১ হাজার বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে আড়াই হাজারের বেশি। একই ভিডিওর অংশ বিশেষ টিকটকেও ভাইরাল হয়েছে।
সাক্ষাৎকারের ভিডিওর ২ মিনিটের সময় আফজাল মিয়া বলেন, তাঁর বয়স ৭০ বছর, তাঁর প্রথম স্ত্রী মারা গেছেন, সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন। যদিও ভিডিওটির শুরুতে দাবি করা হয়েছে, আফজাল মিয়া কৈশোরের ভালোবাসাকে না পেয়ে বিয়েই করেননি। তথ্যের এমন বৈপরিত্য ঘটনাটির সত্যতা প্রশ্নবিদ্ধ করে।
পরে ভিডিওটির সত্যতা যাচাইয়ে ফেসবুকে কি–ওয়ার্ড অনুসন্ধানে ২০২৩ সালের ১২ নভেম্বর ‘Banglar Tv’ নামের একটি ফেসবুক পেজে ১১ মিনিট ২২ সেকেন্ডের মূল ভিডিওটি পাওয়া যায়। সম্প্রতি ফেসবুকে ভাইরাল ভিডিওটিগুলোর দৈর্ঘ্য মূল ভিডিওর চেয়ে কিছু কম। ওই সময়ও ভিডিওটি ময়মনসিংহে ৮০ বছরের বৃদ্ধ ১৮ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন দাবিতে পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনের নিচে ‘রিফাত’ নাম লেখা। চলতি বছরের ২৭ মার্চ পেজটিতে একই ব্যক্তিদের ভিন্ন আরেকটি ভিডিও পোস্ট করা হয়। এখানেও বৃদ্ধ ও কিশোরীটিকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যায়। পোস্টটির ক্যাপশনে হ্যাশট্যাগ ফান স্কোয়াড ও রিফাত লেখা রয়েছে।
একই ভিডিও বারবার পোস্ট করায় এবং হ্যাশট্যাগে ‘ফান’ লেখা থাকায় ‘Banglar Tv’ পেজটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা হয়। পেজটি ২০১৯ সালে খোলা হয়েছে। তখন এটির নাম ছিল ‘মিজানুর রহমান নতুন ওয়াজ’। পরে একাধিকবার নাম পরিবর্তন করে পেজটির নাম রাখা হয় ‘Banglar Tv’। পেজটির পরিচয়ে ইংরেজিতে লেখা রয়েছে, ‘Welcome to Banglar Tv. Hope you love the latest videos, Daily dose from your favorite artist.’ পেজের এ বায়ো থেকে অনুমান করা যায়, এটি বিনোদনমূলক পেজ।
‘Banglar Tv’ পেজটিতে পোস্ট করা অন্যান্য ভিডিও যাচাই করে দেখা হয়। গত ১৬ এপ্রিল পেজটিতে ‘কাউকে না জানিয়ে বিয়ে করে ঘরে জায়গা পেলাম না’ শিরোনামে আরেকটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে সম্প্রতি ভাইরাল ৮০ বছরের বৃদ্ধ আফজাল মিয়ার কথিত স্ত্রীকে আরেক ব্যক্তির স্ত্রীর ভূমিকায় দেখা যায়। এই পোস্টের ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে একইভাবে রিফাত মিডিয়া, ফান স্কোয়াড, ভাইরাল নাটক ইত্যাদি শব্দ লেখা হয়েছে।
পেজটির একাধিক পোস্টের ক্যাপশনে থাকা রিফাত নামের সূত্রে ‘Rifat Entertainment’ নামের একটি ইউটিউব চ্যানেলেও ভিডিওটি খুঁজে পাওয়া যায়। চ্যানেলটিতে ২০২৩ সালের ১৩ নভেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে ‘শর্টফিল্ম’ লেখা রয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, ময়মনসিংহে ৮০ বছরের বৃদ্ধ ১৮ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন দাবিতে ভাইরাল ভিডিওটি সত্য ঘটনা নয়, এটি সাজানো নাটক।

ময়মনসিংহে ৮০ বছরের এক বৃদ্ধ ১৮ বছরের তরুণীকে বিয়ে করেছেন—এমন দাবিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ওই বৃদ্ধের নাম আফজাল মিয়া। তিনি কৈশোরে এক মেয়েকে ভালোবাসতেন। কিন্তু তাঁকে না পাওয়ায় আর বিয়ে করেননি। তবে শেষ বয়সে নিজের দেখভাল করার জন্য ১৮ বছরের এক মেয়েকে বিয়ে করেছেন। ভিডিওটিতে কথিত এই দম্পতিকে বিয়ে নিয়ে এক ব্যক্তিকে ভিডিও সাক্ষাৎকার দিতে দেখা যায়। ওই ব্যক্তির দাবি তিনি ঢাকা থেকে গেছেন।
গত ১৭ মে ‘স্বার্থপর’ নামের ফেসবুক পেজে প্রায় সাড়ে ১০ মিনিটের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২ লাখ ৬১ হাজার বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে আড়াই হাজারের বেশি। একই ভিডিওর অংশ বিশেষ টিকটকেও ভাইরাল হয়েছে।
সাক্ষাৎকারের ভিডিওর ২ মিনিটের সময় আফজাল মিয়া বলেন, তাঁর বয়স ৭০ বছর, তাঁর প্রথম স্ত্রী মারা গেছেন, সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন। যদিও ভিডিওটির শুরুতে দাবি করা হয়েছে, আফজাল মিয়া কৈশোরের ভালোবাসাকে না পেয়ে বিয়েই করেননি। তথ্যের এমন বৈপরিত্য ঘটনাটির সত্যতা প্রশ্নবিদ্ধ করে।
পরে ভিডিওটির সত্যতা যাচাইয়ে ফেসবুকে কি–ওয়ার্ড অনুসন্ধানে ২০২৩ সালের ১২ নভেম্বর ‘Banglar Tv’ নামের একটি ফেসবুক পেজে ১১ মিনিট ২২ সেকেন্ডের মূল ভিডিওটি পাওয়া যায়। সম্প্রতি ফেসবুকে ভাইরাল ভিডিওটিগুলোর দৈর্ঘ্য মূল ভিডিওর চেয়ে কিছু কম। ওই সময়ও ভিডিওটি ময়মনসিংহে ৮০ বছরের বৃদ্ধ ১৮ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন দাবিতে পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনের নিচে ‘রিফাত’ নাম লেখা। চলতি বছরের ২৭ মার্চ পেজটিতে একই ব্যক্তিদের ভিন্ন আরেকটি ভিডিও পোস্ট করা হয়। এখানেও বৃদ্ধ ও কিশোরীটিকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যায়। পোস্টটির ক্যাপশনে হ্যাশট্যাগ ফান স্কোয়াড ও রিফাত লেখা রয়েছে।
একই ভিডিও বারবার পোস্ট করায় এবং হ্যাশট্যাগে ‘ফান’ লেখা থাকায় ‘Banglar Tv’ পেজটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা হয়। পেজটি ২০১৯ সালে খোলা হয়েছে। তখন এটির নাম ছিল ‘মিজানুর রহমান নতুন ওয়াজ’। পরে একাধিকবার নাম পরিবর্তন করে পেজটির নাম রাখা হয় ‘Banglar Tv’। পেজটির পরিচয়ে ইংরেজিতে লেখা রয়েছে, ‘Welcome to Banglar Tv. Hope you love the latest videos, Daily dose from your favorite artist.’ পেজের এ বায়ো থেকে অনুমান করা যায়, এটি বিনোদনমূলক পেজ।
‘Banglar Tv’ পেজটিতে পোস্ট করা অন্যান্য ভিডিও যাচাই করে দেখা হয়। গত ১৬ এপ্রিল পেজটিতে ‘কাউকে না জানিয়ে বিয়ে করে ঘরে জায়গা পেলাম না’ শিরোনামে আরেকটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে সম্প্রতি ভাইরাল ৮০ বছরের বৃদ্ধ আফজাল মিয়ার কথিত স্ত্রীকে আরেক ব্যক্তির স্ত্রীর ভূমিকায় দেখা যায়। এই পোস্টের ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে একইভাবে রিফাত মিডিয়া, ফান স্কোয়াড, ভাইরাল নাটক ইত্যাদি শব্দ লেখা হয়েছে।
পেজটির একাধিক পোস্টের ক্যাপশনে থাকা রিফাত নামের সূত্রে ‘Rifat Entertainment’ নামের একটি ইউটিউব চ্যানেলেও ভিডিওটি খুঁজে পাওয়া যায়। চ্যানেলটিতে ২০২৩ সালের ১৩ নভেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে ‘শর্টফিল্ম’ লেখা রয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, ময়মনসিংহে ৮০ বছরের বৃদ্ধ ১৮ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন দাবিতে ভাইরাল ভিডিওটি সত্য ঘটনা নয়, এটি সাজানো নাটক।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫