ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর থেকেই আওয়ামী সমর্থক বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ থেকে ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকার নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে দাবি করা হয়, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনূস হটাও আন্দোলনে উত্তাল চট্টগ্রাম’। আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭৮ হাজার বার এবং এতে রিয়েকশন পড়েছে প্রায় ১০ হাজার।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে জানা যায়, যেই ঘটনায় ভিডিও ভিডিওটি ধারণ করা হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো দাবি তোলা হয়নি।
দাবির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তাতে দেখা যায়, গত ২৭ নভেম্বর ‘মুহাম্মদ আয়াস (Md Ayas)’ নামের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ইসকন-জঙ্গি, ইসকন-জঙ্গি, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই— এমন স্লোগানে মুখরিত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর টাইগারপাসের কয়েক কিলোমিটার এলাকা।’
একই ভিডিও আরও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। কোনো ভিডিওতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবিতে কোনো স্লোগান বা মন্তব্য করতে শোনা যায়নি।
এসব ভিডিওর সূত্র ধরে আরও অনুসন্ধান চালিয়ে একইদিনে রাষ্ট্রায়ত্ত গণমাম্যম প্রতিষ্ঠান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড় চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সমাবেশ করে। সেখান থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের তোলা হয়। উপস্থিত জনতা সেখানে ‘ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’— এই ধরনের নানা স্লোগান দেন।
এই বিষয়ে আজকের পত্রিকাসহ দেশের অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনেও একই তথ্য মিলেছে।
সার্বিক অনুসন্ধানের ভাইরাল হওয়া ভিডিওটি ভিন্ন ঘটনার এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হয়নি— বিষয়টি প্রমাণিত হয়েছে। সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে সমাবেশের ভিডিও বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর থেকেই আওয়ামী সমর্থক বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ থেকে ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকার নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে দাবি করা হয়, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনূস হটাও আন্দোলনে উত্তাল চট্টগ্রাম’। আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭৮ হাজার বার এবং এতে রিয়েকশন পড়েছে প্রায় ১০ হাজার।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে জানা যায়, যেই ঘটনায় ভিডিও ভিডিওটি ধারণ করা হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো দাবি তোলা হয়নি।
দাবির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তাতে দেখা যায়, গত ২৭ নভেম্বর ‘মুহাম্মদ আয়াস (Md Ayas)’ নামের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ইসকন-জঙ্গি, ইসকন-জঙ্গি, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই— এমন স্লোগানে মুখরিত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর টাইগারপাসের কয়েক কিলোমিটার এলাকা।’
একই ভিডিও আরও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। কোনো ভিডিওতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবিতে কোনো স্লোগান বা মন্তব্য করতে শোনা যায়নি।
এসব ভিডিওর সূত্র ধরে আরও অনুসন্ধান চালিয়ে একইদিনে রাষ্ট্রায়ত্ত গণমাম্যম প্রতিষ্ঠান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড় চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সমাবেশ করে। সেখান থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের তোলা হয়। উপস্থিত জনতা সেখানে ‘ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’— এই ধরনের নানা স্লোগান দেন।
এই বিষয়ে আজকের পত্রিকাসহ দেশের অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনেও একই তথ্য মিলেছে।
সার্বিক অনুসন্ধানের ভাইরাল হওয়া ভিডিওটি ভিন্ন ঘটনার এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হয়নি— বিষয়টি প্রমাণিত হয়েছে। সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে সমাবেশের ভিডিও বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান তাদের সীমান্তের ফটক খুলে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১ দিন আগেইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলা করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২ দিন আগেভারতের গুজরাটের আহমেদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ওই ফ্লাইট ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল।আজ বেলা ১টা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্য
৫ দিন আগেশরীরের জন্য পানি অপরিহার্য। পানি কেবল তৃষ্ণা নিবারণ করে না, পাশাপাশি দেহের প্রতিটি কোষের কার্যকারিতা নিশ্চিত করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ত্বক সতেজ রাখে। সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে দৈনিক পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান আবশ্যক।
১৩ দিন আগে