Ajker Patrika

লক্ষ্মীপুরে ঈদগাহ ভেঙে ফেলার ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১: ২৮
লক্ষ্মীপুরে ঈদগাহ ভেঙে ফেলার ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়

ফেসবুকে বুলডোজার দিয়ে ঈদগাহ ভেঙে ফেলা হচ্ছে দাবিতে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) মুহাম্মদ মুখলেসুর রহমান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে লেখা, ‘ভেঙে ফেলা হলো ঈদগার মিনার, এটা হল পরিবর্তনের উন্নয়ন।’ ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ঈদগা ভাঙার এই ঘটনা লক্ষ্মীপুরের জেলায়। ঈদগাহটির নাম বান্দর মাথাদ ঈদগাহ মাঠ। ভিডিওটি রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত ৬ হাজারের বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১০ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৫ লাখ ৪৩ হাজার বার। 

ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে নিউজ ওয়ার্ল্ড ইন্ডিয়া নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ পাওয়া যায়। অ্যাকাউন্টে ভিডিওটি গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গোয়ালপাড়া নামের একটি স্থানে বেআইনিভাবে জায়গা দখল করে গড়ে তোলা একটি মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলার সময় ধারণ করা।

লক্ষ্মীপুরে ঈদগাহ ভেঙে ফেলার ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের আসামের। ছবি: ইনস্টাগ্রামভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ অসম নর্থ ইস্টের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা আরেকটি ভিডিও পাওয়া যায়। অ্যাকাউন্টে ভিডিওটি গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে লক্ষ্মীপুরে ঈদগাহ ভেঙে ফেলার ভাইরাল ভিডিওটিতে থাকা মিম্বরের কাঠামো ও রঙের মিল রয়েছে। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গোয়ালপাড়ার বন্দর মাথায় স্থানীয় প্রশাসনের উচ্ছেদ অভিযান। গোয়ালপাড়া আসামের একটি জেলা। জেলাটির ৫৫ হেক্টর জায়গা জুড়ে ওই সময় উচ্ছেদ অভিযান চালায় স্থানীয় প্রশাসন। 

লক্ষ্মীপুরে ঈদগাহ ভেঙে ফেলার ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের আসামের। ছবি: ইনস্টাগ্রাম আরও খুঁজে ভারতীয় আরেকটি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের ওয়েবসাইটে আসামের এই উচ্ছেদ অভিযান নিয়ে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, আসামের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর বন্দর মাথা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালায়। এ অভিযানের আওতায় ৫৫ হেক্টর বনভূমি দখলমুক্ত করা হয়। অভিযান শুরু হওয়ার আগে বেশির ভাগ দখলদার তাঁদের বাড়িঘর খালি করে চলে যায় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। 

গুগল ম্যাপ থেকেও এ বনাঞ্চলের অবস্থান সম্পর্কে জানা যায়। এ ছাড়া বাংলাদেশের লক্ষ্মীপুরে বান্দর মাথাদ নামে কোনো স্থানের নাম পাওয়া যায়নি। 

সুতরাং, ভাইরাল ভিডিওটি আসামের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর বন্দর মাথা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানোর সময় ঈদগাহর মিম্বর ভেঙে ফেলার।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

এলাকার খবর
Loading...