ফ্যাক্টচেক ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে দাবি করে নানা কনটেন্ট ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হতে থাকে।
এবার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদী শাসন চলছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক্সে (সাবেক টুইটার) প্রচারিত ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘এরই নাম নতুন বাংলাদেশ! এরই নাম তথাকথিত ২য় স্বাধীনতা! মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এখন জঙ্গিবাদী শাসন চলছে।’
আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া (Awami League Brahmanbaria) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ২৯ ডিসেম্বর রাত ১১টার দিকে পোস্ট করা এ-সংক্রান্ত ভিডিওটি সবচেয়ে ভাইরাল। আজ বুধবার রাত ৮টা পর্যন্ত ভিডিওটিতে চার শতাধিক রিঅ্যাকশন পড়েছে এবং প্রায় ৫৩ হাজারবার দেখা হয়েছে। ভিডিওটির কমেন্ট সেকশনে কেউ কেউ এটিকে আওয়ামী লীগের সময়ের ঘটনা বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য মনে করে কমেন্ট করেছেন। ইশরাক আলী নামের এক্স অ্যাকাউন্ট ব্যবহারকারী লিখেছেন, ‘ঘৃণা জানাই’।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্যের একটি ছবি ব্যবহার করতে দেখা যায়। প্রতিবেদনটি ২০২৪ সালের ৩০ জুন প্রকাশিত।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের। রাজ্যটির উত্তর দিনাজপুরের চোপরা এলাকায় ‘অবৈধ সম্পর্ক’কে কেন্দ্র করে তাজমুল ওরফে ‘জেসিবি’ নামের তৃণমূল কংগ্রসের স্থানীয় নেতা এক দম্পতিকে বেত্রাঘাত করেন।
একই সূত্রে পরবর্তী অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনে ওই ঘটনায় একজন অভিযুক্তকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করার বিষয়ে জানা যায়।
সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক দম্পতিকে বেত্রাঘাতের ঘটনাকে বাংলাদেশে ‘জঙ্গিবাদী শাসন’ বলে প্রচার করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে দাবি করে নানা কনটেন্ট ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হতে থাকে।
এবার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদী শাসন চলছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক্সে (সাবেক টুইটার) প্রচারিত ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘এরই নাম নতুন বাংলাদেশ! এরই নাম তথাকথিত ২য় স্বাধীনতা! মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এখন জঙ্গিবাদী শাসন চলছে।’
আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া (Awami League Brahmanbaria) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ২৯ ডিসেম্বর রাত ১১টার দিকে পোস্ট করা এ-সংক্রান্ত ভিডিওটি সবচেয়ে ভাইরাল। আজ বুধবার রাত ৮টা পর্যন্ত ভিডিওটিতে চার শতাধিক রিঅ্যাকশন পড়েছে এবং প্রায় ৫৩ হাজারবার দেখা হয়েছে। ভিডিওটির কমেন্ট সেকশনে কেউ কেউ এটিকে আওয়ামী লীগের সময়ের ঘটনা বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য মনে করে কমেন্ট করেছেন। ইশরাক আলী নামের এক্স অ্যাকাউন্ট ব্যবহারকারী লিখেছেন, ‘ঘৃণা জানাই’।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্যের একটি ছবি ব্যবহার করতে দেখা যায়। প্রতিবেদনটি ২০২৪ সালের ৩০ জুন প্রকাশিত।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের। রাজ্যটির উত্তর দিনাজপুরের চোপরা এলাকায় ‘অবৈধ সম্পর্ক’কে কেন্দ্র করে তাজমুল ওরফে ‘জেসিবি’ নামের তৃণমূল কংগ্রসের স্থানীয় নেতা এক দম্পতিকে বেত্রাঘাত করেন।
একই সূত্রে পরবর্তী অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনে ওই ঘটনায় একজন অভিযুক্তকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করার বিষয়ে জানা যায়।
সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক দম্পতিকে বেত্রাঘাতের ঘটনাকে বাংলাদেশে ‘জঙ্গিবাদী শাসন’ বলে প্রচার করা হয়েছে।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫