ফ্যাক্টচেক ডেস্ক
তিনজন তরুণী মিলে সিলেটি ভাষায় গান গাইছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনজন তরুণীর মধ্যে দুজন পালা করে সুরে সুরে গান গাইছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সিলেটি ভাষায় অসাধারণ একটি গান!’
চাচা রোস্ট (Chacha Roast) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বেলা ৩টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ শনিবার বিকেল ৪টা পর্যন্ত ৩ হাজার ৮০০টি রিঅ্যাকশন পড়েছে এবং ১ লাখ ২৫ হাজার বার দেখা হয়েছে। পোস্টটির কমেন্টে গানটি সিলেটি ভাষার নয় বলে কেউ কেউ জানিয়েছেন। কয়েকজন আলাদাভাবে জানান, এই গান আরবি, তুর্কি ও ফার্সি ভাষায় গাওয়া হয়েছে; আবার কেউ কেউ গানটিকে সিলেটি ভাষার বলেও কমেন্ট করেন।
মন্তব্যের ঘরে স্মাইলি (Smaily) নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘প্রথম ভাবছিলাম কোনো ইংলিশ গান, ক্যাপশন পড়ে বুঝলাম সিলেটি ভাষা। ‘সাজেদুল ইসলাম (Sajedul Islam.09) লিখেছেন, ‘আমি তো প্রথমেই ভাবছিলাম এটা কোনো আরবিক গান, পরে ক্যাপশনে দেখে বুঝলাম এটা সিলেট এর ভাষা।’ ‘আবার বুশরা আক্তার (Bushra Akther) নামক একটি অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘সিলেটের হয়েও এমন ভাষায় কথা না বলতে পারা আমি, ‘আর আপনি হুদাই সিলেটের ভাষা বলে চালাই দিলেন।’
গানটি প্রকৃতপক্ষে কোন ভাষায় গাওয়া হয়েছে, তার সত্যতা যাচাইয়ের জন্য শুরুতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ ভাইরাল ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে। ভিডিওটিতে সিলেটি ভাষার উচ্চারণ পরিলক্ষিত হয়নি। কারণ, প্রমিত বাংলা ভাষার অনেকাংশের সঙ্গে সিলেটের আঞ্চলিক ভাষার মিল আছে। কিন্তু ভিডিওটিতে উচ্চারিত ধ্বনির মধ্যে বাংলা ভাষার কোনো শব্দ শোনা যায়নি।
ভিডিওটির ৫ সেকেন্ডে ইংরেজি অক্ষরে ‘AYITOOT’ অক্ষরে একটি লেখা ছিল। এর নিচে ইংরেজি অক্ষরে ‘qohS’ নাম আরেকটি শব্দ দেখা যায়। এই দুটি শব্দ এক করে ‘AYITOOT qohS’ লিখে গুগলে সার্চ করা হলে মেয়েদের পোশাকবিষয়ক কিছু তথ্য সামনে আসে। এ ছাড়া আর কিছু পাওয়া যায়নি।
‘AYITOOT qohS’ শব্দটি থেকে পূর্ণাঙ্গ অর্থবোধক কোনো তথ্য না পাওয়ায় আমরা ভিডিওতে থাকা এই শব্দের অংশটিকে মিরর করি। এতে ‘TOOTIYA Shop’ নামের একটি ইংরেজি বাক্য পাই।
পরে ‘TOOTIYA Shop’ লিখে গুগলে সার্চ করলে তোতিয়া শপ (Tootiya Shop) নামের একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাই। এসব পর্যবেক্ষণ করে আমরা tootiyashop (توتيا شاپ) নামে একটি অ্যাকাউন্টে ভিডিওটি পাই। সেটি গত ২৫ ডিসেম্বর প্রকাশিত হয়। ওই ভিডিওতে তরুণীদের একই ভাষায় গান গাইতে দেখা যায়।
তরুণীরা কোন ভাষায় গান গাইছিলেন, তা জানতে আমরা tootiyashop (توتيا شاپ) নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওর ক্যাপশনটি কোন ভাষায় লেখা, তা জানার চেষ্টা করি। এ ক্ষেত্রে আমরা গুগলের ভাষা শনাক্তকারী টুল ব্যবহার করি। ক্যাপশনটি সাবমিট করার পর গুগল জানায়, এটি ফার্সি ভাষায় লেখা। এ ছাড়া ইরানের মাতৃভাষা হচ্ছে ফার্সি।
tootiyashop (توتيا شاپ) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির বায়োতে থাকা তথ্যমতে এটি প্রসাধনীবিষয়ক একটি শপ। শপের লোকেশনের জায়গার নাম হিসেবে বন্দর আব্বাস, বন্দর মল কমপ্লেক্স নামক জায়গার নাম দেওয়া।
এ ছাড়া tootiyashop (توتيا شاپ) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির একটি ভিডিওতে লোকেশন দিতে দেখা যায়। লোকেশনে ক্লিক করলে ‘বন্দর আব্বাস’ নামক জায়গার নাম দেখায়।
বন্দর আব্বাস মলের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, এটি ইরানের হরমোজগান প্রদেশে অবস্থিত।
সুতরাং, এটি নিশ্চিত যে ভাইরাল ভিডিওতে তরুণীরা সিলেটি ভাষায় গান পরিবেশন করেননি এবং অনুসন্ধানে খুঁজে পাওয়া আসল ভিডিওর তথ্যমতে তাঁরা ফার্সি ভাষায় গানটি গেয়েছিলেন।
তিনজন তরুণী মিলে সিলেটি ভাষায় গান গাইছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনজন তরুণীর মধ্যে দুজন পালা করে সুরে সুরে গান গাইছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সিলেটি ভাষায় অসাধারণ একটি গান!’
চাচা রোস্ট (Chacha Roast) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বেলা ৩টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ শনিবার বিকেল ৪টা পর্যন্ত ৩ হাজার ৮০০টি রিঅ্যাকশন পড়েছে এবং ১ লাখ ২৫ হাজার বার দেখা হয়েছে। পোস্টটির কমেন্টে গানটি সিলেটি ভাষার নয় বলে কেউ কেউ জানিয়েছেন। কয়েকজন আলাদাভাবে জানান, এই গান আরবি, তুর্কি ও ফার্সি ভাষায় গাওয়া হয়েছে; আবার কেউ কেউ গানটিকে সিলেটি ভাষার বলেও কমেন্ট করেন।
মন্তব্যের ঘরে স্মাইলি (Smaily) নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘প্রথম ভাবছিলাম কোনো ইংলিশ গান, ক্যাপশন পড়ে বুঝলাম সিলেটি ভাষা। ‘সাজেদুল ইসলাম (Sajedul Islam.09) লিখেছেন, ‘আমি তো প্রথমেই ভাবছিলাম এটা কোনো আরবিক গান, পরে ক্যাপশনে দেখে বুঝলাম এটা সিলেট এর ভাষা।’ ‘আবার বুশরা আক্তার (Bushra Akther) নামক একটি অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘সিলেটের হয়েও এমন ভাষায় কথা না বলতে পারা আমি, ‘আর আপনি হুদাই সিলেটের ভাষা বলে চালাই দিলেন।’
গানটি প্রকৃতপক্ষে কোন ভাষায় গাওয়া হয়েছে, তার সত্যতা যাচাইয়ের জন্য শুরুতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ ভাইরাল ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে। ভিডিওটিতে সিলেটি ভাষার উচ্চারণ পরিলক্ষিত হয়নি। কারণ, প্রমিত বাংলা ভাষার অনেকাংশের সঙ্গে সিলেটের আঞ্চলিক ভাষার মিল আছে। কিন্তু ভিডিওটিতে উচ্চারিত ধ্বনির মধ্যে বাংলা ভাষার কোনো শব্দ শোনা যায়নি।
ভিডিওটির ৫ সেকেন্ডে ইংরেজি অক্ষরে ‘AYITOOT’ অক্ষরে একটি লেখা ছিল। এর নিচে ইংরেজি অক্ষরে ‘qohS’ নাম আরেকটি শব্দ দেখা যায়। এই দুটি শব্দ এক করে ‘AYITOOT qohS’ লিখে গুগলে সার্চ করা হলে মেয়েদের পোশাকবিষয়ক কিছু তথ্য সামনে আসে। এ ছাড়া আর কিছু পাওয়া যায়নি।
‘AYITOOT qohS’ শব্দটি থেকে পূর্ণাঙ্গ অর্থবোধক কোনো তথ্য না পাওয়ায় আমরা ভিডিওতে থাকা এই শব্দের অংশটিকে মিরর করি। এতে ‘TOOTIYA Shop’ নামের একটি ইংরেজি বাক্য পাই।
পরে ‘TOOTIYA Shop’ লিখে গুগলে সার্চ করলে তোতিয়া শপ (Tootiya Shop) নামের একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাই। এসব পর্যবেক্ষণ করে আমরা tootiyashop (توتيا شاپ) নামে একটি অ্যাকাউন্টে ভিডিওটি পাই। সেটি গত ২৫ ডিসেম্বর প্রকাশিত হয়। ওই ভিডিওতে তরুণীদের একই ভাষায় গান গাইতে দেখা যায়।
তরুণীরা কোন ভাষায় গান গাইছিলেন, তা জানতে আমরা tootiyashop (توتيا شاپ) নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওর ক্যাপশনটি কোন ভাষায় লেখা, তা জানার চেষ্টা করি। এ ক্ষেত্রে আমরা গুগলের ভাষা শনাক্তকারী টুল ব্যবহার করি। ক্যাপশনটি সাবমিট করার পর গুগল জানায়, এটি ফার্সি ভাষায় লেখা। এ ছাড়া ইরানের মাতৃভাষা হচ্ছে ফার্সি।
tootiyashop (توتيا شاپ) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির বায়োতে থাকা তথ্যমতে এটি প্রসাধনীবিষয়ক একটি শপ। শপের লোকেশনের জায়গার নাম হিসেবে বন্দর আব্বাস, বন্দর মল কমপ্লেক্স নামক জায়গার নাম দেওয়া।
এ ছাড়া tootiyashop (توتيا شاپ) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির একটি ভিডিওতে লোকেশন দিতে দেখা যায়। লোকেশনে ক্লিক করলে ‘বন্দর আব্বাস’ নামক জায়গার নাম দেখায়।
বন্দর আব্বাস মলের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, এটি ইরানের হরমোজগান প্রদেশে অবস্থিত।
সুতরাং, এটি নিশ্চিত যে ভাইরাল ভিডিওতে তরুণীরা সিলেটি ভাষায় গান পরিবেশন করেননি এবং অনুসন্ধানে খুঁজে পাওয়া আসল ভিডিওর তথ্যমতে তাঁরা ফার্সি ভাষায় গানটি গেয়েছিলেন।
শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৯ ঘণ্টা আগেড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
২ দিন আগেলস অ্যাঞ্জেলেসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসুল্লিদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল্ভাবে প্রচারিত হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মোল্লাদের সরনাপহ্ন হলো, তার পর আযান, আল্
২ দিন আগেসম্প্রতি মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে ভাইরাল হয়েছে। সেটিতে দুই তরুণের সঙ্গে তাকে নাচতে দেখা যায়। ভিডিওর ভেতরে লেখা, ‘নাস্তিক আজহারী বিয়ে বাড়ির ডান্স।’
২ দিন আগে