Ajker Patrika

খোলা ম্যানহোলের এই ছবি বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১: ৩০
খোলা ম্যানহোলের এই ছবি বাংলাদেশের নয়

গত ২২ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উন্মুক্ত এক ম্যানহোলের ছবি প্রচার করে দাবি করা হয়, ঢাকার জলাবদ্ধতার জন্য যেন শুধু মেয়ররাই নয়, সাধারণ নাগরিকেরাও দায়ী। কারণ, তারা এই বোতলগুলো ম্যানহোলে ফেলেছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে প্রচারিত খোলা ম্যানহোলের ছবিটি ঢাকার কোনো স্থানের ছবি নয়। এটি ২০১৯ সালে ভারতের বিহার রাজ্যের পাটনা শহর থেকে তোলা হয়েছিল। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারে ২০১৯ সালের  ৯ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনা শহরে বর্ষার ভারী বৃষ্টিতে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ প্রতিবেদনে পাটনা শহরের জলাবদ্ধতার কারণ উল্লেখ করতে গিয়ে প্লাস্টিকের ভয়াবহতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঢাকার ছবি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটিও ব্যবহার করা হয়।

২০১৯ সালে দ্য ওয়্যারে প্রকাশিত ছবি।  ছবি: দ্যা ওয়্যার

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, পাটনার সুয়ারেজ লাইন থেকে প্লাস্টিকের বোতল এবং ব্যাগ পরিষ্কার করা হয়েছে। তবে ছবিটিতে চিত্রগ্রাহকের কোনো নাম দেওয়া হয়নি। তবে ফ্রিল্যান্স সাংবাদিক সত্যম কুমার ঝা বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগ এএফপি ফ্যাক্টচেককে ছবিটি তাঁর তোলা বলে নিশ্চিত করেন। তিনি বলেন, পাটনার রাজেন্দ্র নগর থেকে ২০১৯ সালের ৩ অক্টোবর ছবিটি তুলেছিলেন।

সিদ্ধান্ত 
ঢাকায় গত ২২ সেপ্টেম্বর জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, এটি বাংলাদেশের একটি খোলা ম্যানহোলের ছবি। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাংলাদেশের কোনো স্থানের ছবি নয়। ভারতের পাটনা থেকে ২০১৯ সালে তোলা একটি ছবিকে এই দাবিতে প্রচার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ