Ajker Patrika

ফেসবুকে মার্ক জাকারবার্গকে ব্লক করা কি সম্ভব

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭: ১৭
ফেসবুকে মার্ক জাকারবার্গকে ব্লক করা কি সম্ভব

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, গ্রুপ, পেজে ‘ফেসবুক সম্পর্কে কিছু তথ্য’ শিরোনামে বেশ কিছু তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি তথ্য ‘ফেসবুক সিইও মার্ক জাকারবার্গকে আপনি চাইলেও ব্লক করতে পারবেন না।’

ফেসবুকে মার্ক জাকারবার্গকে কি ব্লক করা যায় না?

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টে ও প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জে ২০১৭ সালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ফেসবুক থেকে ব্লক করার সুযোগ ছিল না। ওই সময় তাঁকে ব্লক করতে গেলেই ‘ব্লক এরর। দুঃখিত, মার্ক জাকারবার্গকে ব্লক করা যাচ্ছে না। পুনরায় চেষ্টা করুন’—এমন একটি বার্তা ভেসে আসত।

তবে ফেসবুক ২০১৭ সালের ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের মার্ক জাকারবার্গকে ব্লক করার সুযোগ করে দিয়েছে।

২০১৭ সালের সেপ্টেম্বরের আগে মার্ক জাকারবার্গকে ব্লক করা যেত না।অর্থাৎ ২০১৭ সালের সেপ্টেম্বরের আগে ফেসবুক ব্যবহারকারীরা জাকারবার্গকে চাইলেও ব্লক করতে পারতেন না। তবে পরে ফেসবুক কর্তৃপক্ষ এই সুযোগ করে দেয়।

বর্তমানে মার্ক জাকারবার্গকে ব্লক করা যায়।আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়েও দেখা গেছে, মার্ক জাকারবার্গকে ফেসবুক থেকে ব্লক করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত