ফ্যাক্টচেক ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, গ্রুপ, পেজে ‘ফেসবুক সম্পর্কে কিছু তথ্য’ শিরোনামে বেশ কিছু তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি তথ্য ‘ফেসবুক সিইও মার্ক জাকারবার্গকে আপনি চাইলেও ব্লক করতে পারবেন না।’
ফেসবুকে মার্ক জাকারবার্গকে কি ব্লক করা যায় না?
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টে ও প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জে ২০১৭ সালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ফেসবুক থেকে ব্লক করার সুযোগ ছিল না। ওই সময় তাঁকে ব্লক করতে গেলেই ‘ব্লক এরর। দুঃখিত, মার্ক জাকারবার্গকে ব্লক করা যাচ্ছে না। পুনরায় চেষ্টা করুন’—এমন একটি বার্তা ভেসে আসত।
তবে ফেসবুক ২০১৭ সালের ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের মার্ক জাকারবার্গকে ব্লক করার সুযোগ করে দিয়েছে।
অর্থাৎ ২০১৭ সালের সেপ্টেম্বরের আগে ফেসবুক ব্যবহারকারীরা জাকারবার্গকে চাইলেও ব্লক করতে পারতেন না। তবে পরে ফেসবুক কর্তৃপক্ষ এই সুযোগ করে দেয়।
আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়েও দেখা গেছে, মার্ক জাকারবার্গকে ফেসবুক থেকে ব্লক করা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, গ্রুপ, পেজে ‘ফেসবুক সম্পর্কে কিছু তথ্য’ শিরোনামে বেশ কিছু তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি তথ্য ‘ফেসবুক সিইও মার্ক জাকারবার্গকে আপনি চাইলেও ব্লক করতে পারবেন না।’
ফেসবুকে মার্ক জাকারবার্গকে কি ব্লক করা যায় না?
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টে ও প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জে ২০১৭ সালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ফেসবুক থেকে ব্লক করার সুযোগ ছিল না। ওই সময় তাঁকে ব্লক করতে গেলেই ‘ব্লক এরর। দুঃখিত, মার্ক জাকারবার্গকে ব্লক করা যাচ্ছে না। পুনরায় চেষ্টা করুন’—এমন একটি বার্তা ভেসে আসত।
তবে ফেসবুক ২০১৭ সালের ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের মার্ক জাকারবার্গকে ব্লক করার সুযোগ করে দিয়েছে।
অর্থাৎ ২০১৭ সালের সেপ্টেম্বরের আগে ফেসবুক ব্যবহারকারীরা জাকারবার্গকে চাইলেও ব্লক করতে পারতেন না। তবে পরে ফেসবুক কর্তৃপক্ষ এই সুযোগ করে দেয়।
আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়েও দেখা গেছে, মার্ক জাকারবার্গকে ফেসবুক থেকে ব্লক করা যায়।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫