ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, চিত্রনায়িকা পরীমণি গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলে আনন্দ ভাগ করেছেন।
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি নির্দেশে ৫৪৪ দিন বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। গত ১২ সেপ্টেম্বর স্কুল খুলে দেওয়া হয়। এই প্রেক্ষাপটেই শিক্ষার্থীদের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির ছবিটি ফেসবুকে পোস্ট করা হচ্ছে।
ছবিটির ক্যাপশনে লেখা হচ্ছে, ‘স্কুল কলেজ খুলে দেওয়ার প্রথম দিনে ভিকারুননিসা কলেজে পরিমনি! শিক্ষার্থীদের সাথে আনন্দের মুহুর্তে!’
ফ্যাক্টচেক
ফ্যাক্টচেক টুল ব্যবহার করে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। গত ৭ এপ্রিল পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়। ছবিতে দেখা যায়, পরীমণি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেলফি তুলছেন। ক্যাপশনে লেখা হয় ‘সুন্দর’। একই দিন পরীমণি স্মৃতি নামের টুইটার অ্যাকাউন্ট থেকেও ছবিটি একই ক্যাপশনসহ পোস্ট করা হয়।
পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজের এই পোস্টে ছবিটি সম্পর্কে বিস্তারিত লেখা হয়নি। ফলে ছবিটি আপলোডের দিনই তোলা হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ছবিতে পরীমণি ও শিক্ষার্থীদের মুখে মাস্ক ছিল না। তবে পেছনে এলোমেলো দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ মাস্ক পরিহিত ছিল। তাই, এটি যে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর তোলা, সেটি ধারণা করা যায়।
ছবিতে একটি ক্রেনও দেখা যাচ্ছে, যেটি সাধারণত শুটিংয়ের কাজে ব্যবহার করা হয়। একটি দোকানের সাইনবোর্ডের অর্ধেক অংশ দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে ‘ফ্রেন্ডস’। এর পাশেই রয়েছে একটি উঁচু ভবন, যা এফডিসির শুটিং ফ্লোরের মতো দেখতে।
নিশ্চিত হওয়ার জন্য আজকের পত্রিকার বিনোদন প্রতিবেদক খায়রুল বাশার নির্ঝরকে ছবিটি দেখালে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘এটি এফডিসির ক্যানটিনের ছবি।’ ওই ক্যানটিনের সাইনবোর্ডে তিনি বহুবার ‘ফ্রেন্ডস’ লেখা দেখেছেন।
আরও নিশ্চিত হওয়ার জন্য ইন্টারনেটে এফডিসির ক্যানটিনের ছবি অনুসন্ধান করে পাওয়া ছবিগুলো থেকে নিশ্চিত হওয়া যায়, সম্প্রতি ভাইরাল ছবিটি সেখানেই তোলা। ছবির প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা যায়, এটি কোনো একটি শুটিংয়ের সময় তোলা ছবি।
তা ছাড়া ভিকারুননিসা স্কুল বা কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্মে লাল রঙের বেল্ট নেই। ফলে, পরীমণির এই ছবি ভিকারুননিসা স্কুল বা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তোলা নয়।
সিদ্ধান্ত
স্কুল খোলার প্রথম দিনে পরীমণির সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছবি দাবিতে ফেসবুকে যে ছবি ছড়িয়েছে, সেটি পুরোনো ছবি। ছবিটি ভিকারুননিসা কলেজে নয়, বরং এফডিসিতে তোলা।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, চিত্রনায়িকা পরীমণি গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলে আনন্দ ভাগ করেছেন।
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি নির্দেশে ৫৪৪ দিন বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। গত ১২ সেপ্টেম্বর স্কুল খুলে দেওয়া হয়। এই প্রেক্ষাপটেই শিক্ষার্থীদের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির ছবিটি ফেসবুকে পোস্ট করা হচ্ছে।
ছবিটির ক্যাপশনে লেখা হচ্ছে, ‘স্কুল কলেজ খুলে দেওয়ার প্রথম দিনে ভিকারুননিসা কলেজে পরিমনি! শিক্ষার্থীদের সাথে আনন্দের মুহুর্তে!’
ফ্যাক্টচেক
ফ্যাক্টচেক টুল ব্যবহার করে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। গত ৭ এপ্রিল পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়। ছবিতে দেখা যায়, পরীমণি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেলফি তুলছেন। ক্যাপশনে লেখা হয় ‘সুন্দর’। একই দিন পরীমণি স্মৃতি নামের টুইটার অ্যাকাউন্ট থেকেও ছবিটি একই ক্যাপশনসহ পোস্ট করা হয়।
পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজের এই পোস্টে ছবিটি সম্পর্কে বিস্তারিত লেখা হয়নি। ফলে ছবিটি আপলোডের দিনই তোলা হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ছবিতে পরীমণি ও শিক্ষার্থীদের মুখে মাস্ক ছিল না। তবে পেছনে এলোমেলো দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ মাস্ক পরিহিত ছিল। তাই, এটি যে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর তোলা, সেটি ধারণা করা যায়।
ছবিতে একটি ক্রেনও দেখা যাচ্ছে, যেটি সাধারণত শুটিংয়ের কাজে ব্যবহার করা হয়। একটি দোকানের সাইনবোর্ডের অর্ধেক অংশ দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে ‘ফ্রেন্ডস’। এর পাশেই রয়েছে একটি উঁচু ভবন, যা এফডিসির শুটিং ফ্লোরের মতো দেখতে।
নিশ্চিত হওয়ার জন্য আজকের পত্রিকার বিনোদন প্রতিবেদক খায়রুল বাশার নির্ঝরকে ছবিটি দেখালে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘এটি এফডিসির ক্যানটিনের ছবি।’ ওই ক্যানটিনের সাইনবোর্ডে তিনি বহুবার ‘ফ্রেন্ডস’ লেখা দেখেছেন।
আরও নিশ্চিত হওয়ার জন্য ইন্টারনেটে এফডিসির ক্যানটিনের ছবি অনুসন্ধান করে পাওয়া ছবিগুলো থেকে নিশ্চিত হওয়া যায়, সম্প্রতি ভাইরাল ছবিটি সেখানেই তোলা। ছবির প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা যায়, এটি কোনো একটি শুটিংয়ের সময় তোলা ছবি।
তা ছাড়া ভিকারুননিসা স্কুল বা কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্মে লাল রঙের বেল্ট নেই। ফলে, পরীমণির এই ছবি ভিকারুননিসা স্কুল বা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তোলা নয়।
সিদ্ধান্ত
স্কুল খোলার প্রথম দিনে পরীমণির সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছবি দাবিতে ফেসবুকে যে ছবি ছড়িয়েছে, সেটি পুরোনো ছবি। ছবিটি ভিকারুননিসা কলেজে নয়, বরং এফডিসিতে তোলা।
গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম যুবতীর মুখ সেলাই করে দিয়েছেন— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পড়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে এই মুসলিম বোনটির মুখ সেলাই করে দিয়েছে...
২ দিন আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে গত ১৮ জানুয়ারি ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় তিনজন বাংলাদেশি আহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। সেই ঘটনায় পতাকা বৈঠকে বিজিবির কাছে দুঃখপ্রকাশ করেছে বিএসএফ। ওই ঘটনাকে কেন্দ্র করে...
২ দিন আগেপ্রতিদিন নিয়ম করে একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন ধারণা অনেকের। এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময়ে পোস্ট হয়েছে। কিন্তু আসলেই কি নিয়মিত আপেল খেলে কোনো অসুখ বিসুখ হয় না; চিকিৎসকের কাছে যেতে হয় না? এই দাবির সত্যতা কতটুকু। চিকিৎসা বিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজ
৩ দিন আগেডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন— এই দাবিতে যমুনা টেলিভিশনের লোগোসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা আছে, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।’
৪ দিন আগে