ফ্যাক্টচেক ডেস্ক
দীর্ঘ সময় ধরে করোনার ভয়াল থাবায় স্থবির হয়ে থাকা পৃথিবীতে নতুন চিন্তার নাম ওমিক্রন। ওমিক্রনের দ্রুত ছড়িয়ে পড়ার খবরে যখন সবাই উদ্বিগ্ন, ঠিক সে সময় ফেসবুকে ভাইরাল হয়েছে ওমিক্রন নামের একটি ওষুধের ছবি।
বাংলাদেশে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি ওমিক্রন নামের ওই ওষুধের প্যাকেটের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখছেন—‘ওমিক্রন আমাদের কাছে চিড়ামুড়ির মতো নিত্যদিনের খাবার।’
ফ্যাক্টচেক
ভাইরাল হওয়া ছবিতে যে ওষুধ দেখা যাচ্ছে, সেটির নাম ‘ওমিক্রন ২০’। এটি নিপ্রো জেএমআই ফার্মার তৈরি ট্যাবলেট।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে জানা যায়, ওষুধটি মূলত গ্যাস্ট্রিক ও আলসার নিরাময়ের জন্য চিকিৎসকদের পরামর্শে সেবন করা হয়। এর দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ২০ মি.গ্রা ও অন্যটি ৪০ মি.গ্রা।
অন্যদিকে, করোনাভাইরাসের সাম্প্রতিক মিউটেট হওয়া নতুন সংস্করণের নামও ওমিক্রন। তবে এর সঙ্গে ওষুধটির কোনো সম্পর্ক নেই।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ও ছড়িয়ে পড়া নতুন এই ধরনকে উদ্বেগজনক উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নামকরণ করেছে। আগের ধরনগুলোর মতো এই নামও এসেছে গ্রিক বর্ণমালা থেকে।
প্রাথমিকভাবে ধরনটির নাম দেওয়া হয়েছিল বি.১.১.৫২৯। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা এই ধরন শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ধরন পাওয়া যায়।
নতুন এই ধরন বিশ্লেষণ করে ডব্লিউএইচওর বিবৃতিতে বলা হয়, ওমিক্রন ধরনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মিউটেশন হয়েছে। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, তাতে সংক্রমণের মাত্রা আবারও মহামারির দিকে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তবে এ প্রসঙ্গে বিস্তারিত জানাতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের সংক্রমণের ক্ষমতা, শারীরিক জটিলতা, চিকিৎসা ও টিকার বিষয়ে বিস্তারিত জানতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে নানা রকম অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বাতলে দেওয়া হচ্ছিল ফেসবুকের মাধ্যমে। ফলে করোনাভাইরাস সংক্রমণকালে ভুয়া তথ্য যাচাইয়ের বিষয়টি পৃথিবীজুড়ে গুরুত্ব পায়।
করোনাভাইরাসের নতুন এই ধরনের সঙ্গে বাংলাদেশে ওমিক্রন ওষুধের নামের মিল দেখে অনেকে ছবিটিকে স্যাটায়ার হিসেবে পোস্ট করলেও এতে অনেকের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিদ্ধান্ত
দেশে সম্প্রতি ভাইরাল হওয়া ‘ওমিক্রন ২০’ নামের ওষুধটির সঙ্গে করোনাভাইরাসের নতুন ধরনের কোনো সম্পর্ক নেই। এটি মূলত গ্যাস্ট্রিকের ওষুধ। কোভিড আক্রান্ত রোগীর জন্য এটি কোনো পথ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
দীর্ঘ সময় ধরে করোনার ভয়াল থাবায় স্থবির হয়ে থাকা পৃথিবীতে নতুন চিন্তার নাম ওমিক্রন। ওমিক্রনের দ্রুত ছড়িয়ে পড়ার খবরে যখন সবাই উদ্বিগ্ন, ঠিক সে সময় ফেসবুকে ভাইরাল হয়েছে ওমিক্রন নামের একটি ওষুধের ছবি।
বাংলাদেশে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি ওমিক্রন নামের ওই ওষুধের প্যাকেটের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখছেন—‘ওমিক্রন আমাদের কাছে চিড়ামুড়ির মতো নিত্যদিনের খাবার।’
ফ্যাক্টচেক
ভাইরাল হওয়া ছবিতে যে ওষুধ দেখা যাচ্ছে, সেটির নাম ‘ওমিক্রন ২০’। এটি নিপ্রো জেএমআই ফার্মার তৈরি ট্যাবলেট।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে জানা যায়, ওষুধটি মূলত গ্যাস্ট্রিক ও আলসার নিরাময়ের জন্য চিকিৎসকদের পরামর্শে সেবন করা হয়। এর দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ২০ মি.গ্রা ও অন্যটি ৪০ মি.গ্রা।
অন্যদিকে, করোনাভাইরাসের সাম্প্রতিক মিউটেট হওয়া নতুন সংস্করণের নামও ওমিক্রন। তবে এর সঙ্গে ওষুধটির কোনো সম্পর্ক নেই।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ও ছড়িয়ে পড়া নতুন এই ধরনকে উদ্বেগজনক উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নামকরণ করেছে। আগের ধরনগুলোর মতো এই নামও এসেছে গ্রিক বর্ণমালা থেকে।
প্রাথমিকভাবে ধরনটির নাম দেওয়া হয়েছিল বি.১.১.৫২৯। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা এই ধরন শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ধরন পাওয়া যায়।
নতুন এই ধরন বিশ্লেষণ করে ডব্লিউএইচওর বিবৃতিতে বলা হয়, ওমিক্রন ধরনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মিউটেশন হয়েছে। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, তাতে সংক্রমণের মাত্রা আবারও মহামারির দিকে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তবে এ প্রসঙ্গে বিস্তারিত জানাতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের সংক্রমণের ক্ষমতা, শারীরিক জটিলতা, চিকিৎসা ও টিকার বিষয়ে বিস্তারিত জানতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে নানা রকম অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বাতলে দেওয়া হচ্ছিল ফেসবুকের মাধ্যমে। ফলে করোনাভাইরাস সংক্রমণকালে ভুয়া তথ্য যাচাইয়ের বিষয়টি পৃথিবীজুড়ে গুরুত্ব পায়।
করোনাভাইরাসের নতুন এই ধরনের সঙ্গে বাংলাদেশে ওমিক্রন ওষুধের নামের মিল দেখে অনেকে ছবিটিকে স্যাটায়ার হিসেবে পোস্ট করলেও এতে অনেকের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিদ্ধান্ত
দেশে সম্প্রতি ভাইরাল হওয়া ‘ওমিক্রন ২০’ নামের ওষুধটির সঙ্গে করোনাভাইরাসের নতুন ধরনের কোনো সম্পর্ক নেই। এটি মূলত গ্যাস্ট্রিকের ওষুধ। কোভিড আক্রান্ত রোগীর জন্য এটি কোনো পথ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন— এই দাবিতে যমুনা টেলিভিশনের লোগোসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা আছে, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।’
১০ ঘণ্টা আগেমনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
১ দিন আগেমাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছ
১ দিন আগেদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
২ দিন আগে