ফ্যাক্টচেক ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হচ্ছে ‘নারায়ণগঞ্জ ইভিএম মেশিনে নৌকা ছাড়া আর কোনো মার্কাই নেই।’
ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে ভিডিওটি পোস্ট ও শেয়ার হয়েছে। ভিডিওটি দেখেছেন কয়েক লাখ মানুষ। মন্তব্যের ঘরে অনেকেই নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে প্রতিক্রিয়া লিখেছেন।
ফ্যাক্টচেক
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন নারী জনৈক ব্যক্তির কাছে নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগ করছেন। ভিডিও দেখে ধারণা করা যায়, যার কাছে অভিযোগ করা হচ্ছে, ক্যামেরাটিও তাঁর হাতেই রয়েছে।
‘সমস্যা কী?’ জিজ্ঞেস করতেই ওই নারী বলছিলেন, ‘মেয়র পদে, চেয়ারম্যান পদে যারা দাঁড়াইছে, তো সব সিল গুলা থাকবে না? আমার যেটা ভালো লাগে সেটাকে ভোট দেবো। তো সেটা নেই কেন?’ ওই নারী ব্যালট পেপার দেখিয়ে দাবি করেন, ‘এখানে একটা প্রতীক (নৌকা) ছাড়া কোনো প্রতীকই নাই।’
এরপর সেখানে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। তিন মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওর শেষ দিকে পুলিশের উপস্থিতিও দেখা যাচ্ছে।
ওই নারীর কথায় অবশ্য নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার ধাঁচ পাওয়া যায় না। বরং তাঁর ভাষায় তাঁকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো জেলার নাগরিক বলে মনে হয়।
ভিডিও থেকে কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের নয়। ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের পর থেকে ভিডিওটি বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করা হচ্ছে।
২০২১ সালের ১৬ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ভোটের দিন দুপুরে আওয়ামী লীগ ছাড়া সকল মেয়র পদপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
ফেসবুক ও ইউটিউবে গাংনী পৌরসভার নির্বাচনের সময় আপলোড করা অসংখ্য পোস্টে ওই ভিডিওকে গাংনী পৌরসভার নির্বাচনের সময়ের ভিডিও বলে দাবি করা হয়েছে। তবে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এই ভিডিও সম্পর্কিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
গতকাল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম মেশিনে নৌকা ছাড়া আর কোন মার্কা না থাকার দাবি সংক্রান্ত কোনো প্রতিবেদন সংবাদমাধ্যমগুলোতে খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন ইভিএমে ভোট কারচুপির অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওটি পুরোনো।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
আরও পড়ুন ফ্যাক্টচেক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হচ্ছে ‘নারায়ণগঞ্জ ইভিএম মেশিনে নৌকা ছাড়া আর কোনো মার্কাই নেই।’
ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে ভিডিওটি পোস্ট ও শেয়ার হয়েছে। ভিডিওটি দেখেছেন কয়েক লাখ মানুষ। মন্তব্যের ঘরে অনেকেই নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে প্রতিক্রিয়া লিখেছেন।
ফ্যাক্টচেক
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন নারী জনৈক ব্যক্তির কাছে নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগ করছেন। ভিডিও দেখে ধারণা করা যায়, যার কাছে অভিযোগ করা হচ্ছে, ক্যামেরাটিও তাঁর হাতেই রয়েছে।
‘সমস্যা কী?’ জিজ্ঞেস করতেই ওই নারী বলছিলেন, ‘মেয়র পদে, চেয়ারম্যান পদে যারা দাঁড়াইছে, তো সব সিল গুলা থাকবে না? আমার যেটা ভালো লাগে সেটাকে ভোট দেবো। তো সেটা নেই কেন?’ ওই নারী ব্যালট পেপার দেখিয়ে দাবি করেন, ‘এখানে একটা প্রতীক (নৌকা) ছাড়া কোনো প্রতীকই নাই।’
এরপর সেখানে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। তিন মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওর শেষ দিকে পুলিশের উপস্থিতিও দেখা যাচ্ছে।
ওই নারীর কথায় অবশ্য নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার ধাঁচ পাওয়া যায় না। বরং তাঁর ভাষায় তাঁকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো জেলার নাগরিক বলে মনে হয়।
ভিডিও থেকে কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের নয়। ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের পর থেকে ভিডিওটি বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করা হচ্ছে।
২০২১ সালের ১৬ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ভোটের দিন দুপুরে আওয়ামী লীগ ছাড়া সকল মেয়র পদপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
ফেসবুক ও ইউটিউবে গাংনী পৌরসভার নির্বাচনের সময় আপলোড করা অসংখ্য পোস্টে ওই ভিডিওকে গাংনী পৌরসভার নির্বাচনের সময়ের ভিডিও বলে দাবি করা হয়েছে। তবে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এই ভিডিও সম্পর্কিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
গতকাল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম মেশিনে নৌকা ছাড়া আর কোন মার্কা না থাকার দাবি সংক্রান্ত কোনো প্রতিবেদন সংবাদমাধ্যমগুলোতে খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন ইভিএমে ভোট কারচুপির অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওটি পুরোনো।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
আরও পড়ুন ফ্যাক্টচেক:
ভিডিওতে মনোয়ার হোসেন ডিপজল ছাড়াও মিশা সওদাগর, জায়েদ খানসহ আরও কিছু চলচ্চিত্র ব্যক্তিত্বকে দেখা যায়। মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আসবে।’ স্লোগান শুনতে পাওয়া যায়।
৮ ঘণ্টা আগেনারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে একজন যুবককে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একজন নারীকে হাতে বেঁধে মারধর করছে এবং কিছু মানুষকে গোল হয়ে দাঁড়িয়ে দেখছে।
১ দিন আগেঈদ উপলক্ষে পুলিশের পোশাক পরে এক যুবক সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছেন— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
১ দিন আগেএক যুবক তাঁর মাকে গর্তে ফেলে দিচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক এক বৃদ্ধাকে একটি সরু গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। আজ বৃদ্ধা প্রাণপণে যুবকের হাত থেকে ছাড়া পেতে ছটফট করছেন। যুবকটিকে ‘ফালাই দিমু আজকা’, আর ওই বৃদ্ধাকে...
৩ দিন আগে