ফ্যাক্টচেক ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকে চালানো বিমান হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ কয়েকজন পরমাণুবিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরান ‘ট্রু প্রমিজ’ নামের ধারাবাহিক সামরিক অভিযান শুরু করে।
ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান তাদের সীমান্তের ফটক খুলে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিশাল ফটক খুলে দেওয়ায় অসংখ্য মানুষ ভেতরে আসছেন। প্রবেশকারীর বেশির ভাগই নিকাব পরিহিত নারী। তবে পুরুষও আছেন। পুরুষের পরনে পাঞ্জাবি। ফটকের দুই পাট্টার গ্রিলে পাকিস্তানের পতাকা লাগানো।
‘মাওলানা বজলুর রশীদ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজ সোমবার (১৬ জুন) সকাল ৯টা ৪৯ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘বিপদে বন্ধুর পরিচয়। ইরানিদের জন্য পাকিস্তানের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে?’ (বানান অপরিবর্তিত)
আজ দুপুর ১২টা পর্যন্ত ভিডিওটি ১০ হাজার বার দেখা হয়েছে এবং ২ হাজার ১ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ৫১টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৬৭ বার।
দাবিটি সত্য উল্লেখ করে অনেক ফেসবুক ব্যবহারকারী এই পোস্টে কমেন্ট করেছেন। Alauddin Kalponik Art নামের অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘সকল ইরানি নাগরিকদের এন আইডি সহ সম্পুর্ন তথ্য না যেনে ঢুকতে দেয়া পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পরতে পারে। কারন অভিবাসীদের রুপ ধরে মুসাদের এজেন্ট পাকিস্থানে প্রবেশ করে সেখানেও বিভিন্ন এজেন্ট দের মাদ্ধমে গুপ্ত হামলা চালাতে পারে তা হবে সে দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি।’ (বানান অপরিবর্তিত)
Kabir Ahmed Sumon নামের অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘আল্লাহ তুমি ইরানীদের হেফাজত কর।’ (বানান অপরিবর্তিত)
Amar Desh-আমার দেশ নামে ফেসবুক পেজ, Md Nazmul Islam অ্যাকাউন্ট ও আবু ত্ব-হা মুহাম্মদ আদনান সমর্থক জনগণ. ™ নামে ফেসবুক গ্রুপে Md Rifat Hassan অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Syed Badshah নামের একটি টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে পোস্ট করা একধিক ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। এই অ্যাকাউন্টে ভিডিওটি ২০২৩ (১, ২, ৩), ২০২৪ ও ২০২৫ সালের ২৫ মে তারিখে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বিশাল ফটক, ফটক থেকে মানুষজনের ভেতরে প্রবেশের দৃশ্য, তাঁদের পোশাক, ফটকের দুই পাট্টার গ্রিলে পাকিস্তানের পতাকার মিল রয়েছে।
এই পাঁচটি ভিডিওর মধ্যে তিনটির ক্যাপশনে জায়গার নাম হিসেবে পাকিস্তানের বেলুচিস্তানের তাফতানের পাকিস্তান-ইরান বর্ডারের ফটকের নাম উল্লেখ করা আছে। তবে ২০২৫ সালের ২৫ মে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে লেখা, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর আরবাইনের তীর্থযাত্রীদের সবচেয়ে বাজে সীমান্ত পারাপার। (ইংরেজি থেকে বাংলায় অনূদিত)
ফেসবুকে Syed Badshah লিখে সার্চ করে একই নাম ও ছবিতে একটি পেজ পাওয়া যায়। এতে লেখা, তিনি পাকিস্তানের বাসিন্দা।
পাকিস্তানের ইংরেজি জাতীয় দৈনিক ডনের ওয়েবসাইটে ২০১৬ সালে ২১ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ফটকের ছবির সঙ্গে ছড়ানো ভিডিওর ফটকের মিল পাওয়া যায়। ছবির ক্যাপশন থেকে জানা যায়, এটি পাকিস্তানের বেলুচিস্তানের তাফতানে পাকিস্তান-ইরান সীমান্তে ‘পাকিস্তান গেট’।
আরবাইন কী
Syed Badshah নামের টিকটক অ্যাকাউন্টের পোস্টের ক্যাপশনের ‘আরবাঈনের তীর্থযাত্রা’ লিখে গুগলে সার্চ করে পাকিস্তানের জাতীয় দৈনিক ন্যাশনের ওয়েবসাইটে ২০১৭ সালের ১৫ নভেম্বরে এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়।
এ থেকে জানা যায়, ইসলামি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস হচ্ছে সফর। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে ‘আরবাইন’। আরবি ভাষায় আরবাইন শব্দের অর্থ ‘চল্লিশ’। ইসলামের ইতিহাসে এটি আশুরার পর চল্লিশতম দিনের শোক পালনকে বোঝায়। আশুরার দিন তথা ৬১ হিজরির মহররমের ১০ তারিখে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত হোসাইন ইবনে আলী (রা.), তাঁর পরিবার ও সাহাবিদের সঙ্গে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে শহীদ হন। এই মাসে আরবাইন পালন করতে এবং কারবালার শহীদদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে পৃথিবীর নানা প্রান্ত থেকে কোটি কোটি মানুষ ইরাকের পবিত্র শহর কারবালায় একত্রিত হন।
২০২২ সালের আরবাইন লিখে গুগলে সার্চ করলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের আরবাইন সেপ্টেম্বরের ১৬ ও ১৭ তারিখে অনুষ্ঠিত হয়। সেই সময় আরবাইন পালনের জন্য পাকিস্তানসহ বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ কারবালায় পৌঁছান। আরবাইন পালনের তীর্থযাত্রীদের ‘জাইরিন’ বলা হয়।
ইরানের রাষ্ট্রয়াত্ত সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির ওয়েবসাইটে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আরবাইনে অংশ নিতে পাকিস্তান থেকে ২০,০০০-এরও বেশি তীর্থযাত্রী ইরানের দুটি সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেছেন।
Syed Badshah গত ২৫ মে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে উল্লেখ করেছে, এটি ২০২২ সালের ২২ সেপ্টেম্বরে তাফতানে আরবাইনের তীর্থযাত্রীদের প্রবেশের দৃশ্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, আরবাইন ২০২২ সালের ১৬ ও ১৭ সেপ্টেম্বর পালিত হয়েছিল। তাই ধারণা করা যাচ্ছে, পাকিস্তানিরা ২২ সেপ্টেম্বর আরবাইন পালন শেষে নিজ দেশে প্রবেশ করছিলেন।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির ওয়েবসাইটে আজ ১৬ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে পাকিস্তান ইরানের সঙ্গে স্থল ও আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
এ ছাড়া সম্প্রতি ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান তাদের সীমান্তের ফটক খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে কোনো তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং, ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান তাদের সীমান্তের ফটক খুলে দেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এমন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকে চালানো বিমান হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ কয়েকজন পরমাণুবিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরান ‘ট্রু প্রমিজ’ নামের ধারাবাহিক সামরিক অভিযান শুরু করে।
ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান তাদের সীমান্তের ফটক খুলে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিশাল ফটক খুলে দেওয়ায় অসংখ্য মানুষ ভেতরে আসছেন। প্রবেশকারীর বেশির ভাগই নিকাব পরিহিত নারী। তবে পুরুষও আছেন। পুরুষের পরনে পাঞ্জাবি। ফটকের দুই পাট্টার গ্রিলে পাকিস্তানের পতাকা লাগানো।
‘মাওলানা বজলুর রশীদ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজ সোমবার (১৬ জুন) সকাল ৯টা ৪৯ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘বিপদে বন্ধুর পরিচয়। ইরানিদের জন্য পাকিস্তানের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে?’ (বানান অপরিবর্তিত)
আজ দুপুর ১২টা পর্যন্ত ভিডিওটি ১০ হাজার বার দেখা হয়েছে এবং ২ হাজার ১ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ৫১টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৬৭ বার।
দাবিটি সত্য উল্লেখ করে অনেক ফেসবুক ব্যবহারকারী এই পোস্টে কমেন্ট করেছেন। Alauddin Kalponik Art নামের অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘সকল ইরানি নাগরিকদের এন আইডি সহ সম্পুর্ন তথ্য না যেনে ঢুকতে দেয়া পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পরতে পারে। কারন অভিবাসীদের রুপ ধরে মুসাদের এজেন্ট পাকিস্থানে প্রবেশ করে সেখানেও বিভিন্ন এজেন্ট দের মাদ্ধমে গুপ্ত হামলা চালাতে পারে তা হবে সে দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি।’ (বানান অপরিবর্তিত)
Kabir Ahmed Sumon নামের অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘আল্লাহ তুমি ইরানীদের হেফাজত কর।’ (বানান অপরিবর্তিত)
Amar Desh-আমার দেশ নামে ফেসবুক পেজ, Md Nazmul Islam অ্যাকাউন্ট ও আবু ত্ব-হা মুহাম্মদ আদনান সমর্থক জনগণ. ™ নামে ফেসবুক গ্রুপে Md Rifat Hassan অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Syed Badshah নামের একটি টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে পোস্ট করা একধিক ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। এই অ্যাকাউন্টে ভিডিওটি ২০২৩ (১, ২, ৩), ২০২৪ ও ২০২৫ সালের ২৫ মে তারিখে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বিশাল ফটক, ফটক থেকে মানুষজনের ভেতরে প্রবেশের দৃশ্য, তাঁদের পোশাক, ফটকের দুই পাট্টার গ্রিলে পাকিস্তানের পতাকার মিল রয়েছে।
এই পাঁচটি ভিডিওর মধ্যে তিনটির ক্যাপশনে জায়গার নাম হিসেবে পাকিস্তানের বেলুচিস্তানের তাফতানের পাকিস্তান-ইরান বর্ডারের ফটকের নাম উল্লেখ করা আছে। তবে ২০২৫ সালের ২৫ মে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে লেখা, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর আরবাইনের তীর্থযাত্রীদের সবচেয়ে বাজে সীমান্ত পারাপার। (ইংরেজি থেকে বাংলায় অনূদিত)
ফেসবুকে Syed Badshah লিখে সার্চ করে একই নাম ও ছবিতে একটি পেজ পাওয়া যায়। এতে লেখা, তিনি পাকিস্তানের বাসিন্দা।
পাকিস্তানের ইংরেজি জাতীয় দৈনিক ডনের ওয়েবসাইটে ২০১৬ সালে ২১ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ফটকের ছবির সঙ্গে ছড়ানো ভিডিওর ফটকের মিল পাওয়া যায়। ছবির ক্যাপশন থেকে জানা যায়, এটি পাকিস্তানের বেলুচিস্তানের তাফতানে পাকিস্তান-ইরান সীমান্তে ‘পাকিস্তান গেট’।
আরবাইন কী
Syed Badshah নামের টিকটক অ্যাকাউন্টের পোস্টের ক্যাপশনের ‘আরবাঈনের তীর্থযাত্রা’ লিখে গুগলে সার্চ করে পাকিস্তানের জাতীয় দৈনিক ন্যাশনের ওয়েবসাইটে ২০১৭ সালের ১৫ নভেম্বরে এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়।
এ থেকে জানা যায়, ইসলামি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস হচ্ছে সফর। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে ‘আরবাইন’। আরবি ভাষায় আরবাইন শব্দের অর্থ ‘চল্লিশ’। ইসলামের ইতিহাসে এটি আশুরার পর চল্লিশতম দিনের শোক পালনকে বোঝায়। আশুরার দিন তথা ৬১ হিজরির মহররমের ১০ তারিখে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত হোসাইন ইবনে আলী (রা.), তাঁর পরিবার ও সাহাবিদের সঙ্গে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে শহীদ হন। এই মাসে আরবাইন পালন করতে এবং কারবালার শহীদদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে পৃথিবীর নানা প্রান্ত থেকে কোটি কোটি মানুষ ইরাকের পবিত্র শহর কারবালায় একত্রিত হন।
২০২২ সালের আরবাইন লিখে গুগলে সার্চ করলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের আরবাইন সেপ্টেম্বরের ১৬ ও ১৭ তারিখে অনুষ্ঠিত হয়। সেই সময় আরবাইন পালনের জন্য পাকিস্তানসহ বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ কারবালায় পৌঁছান। আরবাইন পালনের তীর্থযাত্রীদের ‘জাইরিন’ বলা হয়।
ইরানের রাষ্ট্রয়াত্ত সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির ওয়েবসাইটে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আরবাইনে অংশ নিতে পাকিস্তান থেকে ২০,০০০-এরও বেশি তীর্থযাত্রী ইরানের দুটি সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেছেন।
Syed Badshah গত ২৫ মে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে উল্লেখ করেছে, এটি ২০২২ সালের ২২ সেপ্টেম্বরে তাফতানে আরবাইনের তীর্থযাত্রীদের প্রবেশের দৃশ্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, আরবাইন ২০২২ সালের ১৬ ও ১৭ সেপ্টেম্বর পালিত হয়েছিল। তাই ধারণা করা যাচ্ছে, পাকিস্তানিরা ২২ সেপ্টেম্বর আরবাইন পালন শেষে নিজ দেশে প্রবেশ করছিলেন।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির ওয়েবসাইটে আজ ১৬ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে পাকিস্তান ইরানের সঙ্গে স্থল ও আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
এ ছাড়া সম্প্রতি ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান তাদের সীমান্তের ফটক খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে কোনো তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং, ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান তাদের সীমান্তের ফটক খুলে দেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এমন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৩ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১৭ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
১৮ দিন আগেপিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে চরবলেশ্বর এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদার ও তাঁর ভাবি মৌকলি বেগমকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
১৯ দিন আগে